শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চার মাসেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ইয়াসিনের

অভয়নগর (যশোর) প্রতিনিধি
  ০৪ জুলাই ২০২০, ০০:০০
ইয়াসিন মলিস্নক

তিন মাস একুশ দিন পার হলেও সন্ধান মেলেনি নিখোঁজ মাদ্রাসাছাত্র ইয়াসিন মলিস্নকের (১১)। সে যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের কোদলা হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। নিখোঁজ ইয়াসিন মলিস্নক নড়াইল জেলার আগদিয়া গ্রামের দিনমজুর এহিয়া মলিস্নকের ছেলে।

এহিয়া মলিস্নক জানান, গত ১৫ মার্চ বিকালে মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলামের মাধ্যমে জানতে পারেন তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দিন রাতে '০১৯৮৩-৪৬৩৬২৪' নম্বর থেকে ফোন করে ছেলের মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা চাঁদা দাবি করে এক ব্যক্তি। টাকা না দিলে ছেলেকে হত্যা করার হুমকি দেওয়া হয়। পরদিন ১৬ মার্চ অভয়নগর ও ২২ মার্চ নড়াইল সদর থানায় পৃথক জিডি করা হয়। নড়াইল সদর থানায় জিডি করার এক সপ্তাহ পর পৃথক তিনটি মোবাইল নম্বর (০১৯৮৩-৪৬৩৬২৪, ০১৫৭১-১২৭৪২৬, ০১৮১৪-৬০৮৮৫৯) থেকে ফোন করে বিভিন সময়ে ভয়ভীতি প্রদান করা হয়। যে কারণে হতদরিদ্র দিনমজুর এহিয়া মলিস্নকের ছেলে উদ্ধারে অভয়নগর থানায় গত ২ মে আবার আরও একটি জিডি করেন, যার নং-৫৭। সম্প্রতি খুলনার্ যাব-৬ এর অধিনায়ক বরাবর সব জিডির ফটোকপিসহ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান। তিনি প্রশাসনসহ সাংবাদিকদের মাধ্যমে তার নিখোঁজ শিশুসন্তান ইয়াসিনকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। যোগাযোগ এহিয়া মলিস্নক- ০১৮২৮-১৭০৮৯২।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<104705 and publish = 1 order by id desc limit 3' at line 1