logo
শনিবার, ০৪ জুলাই ২০২০, ২০ আষাঢ় ১৪২৬

  স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ   ০৪ জুন ২০২০, ০০:০০  

সুনামগঞ্জে একদিনেই আক্রান্ত ৩৯

সুনামগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছে। সবশেষ একদিনেই ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন সর্বমোট ২১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার ২২৭ জনের নমুনা সংগ্রহ করে সিলেট শাবিপ্রবির পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ১৮৮টি পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের মৃতু্য হয়েছে এবং সুস্থ হয়েছেন ৬৪ জন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, সম্প্রতি করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে