logo
সোমবার, ১৩ জুলাই ২০২০, ২৯ আষাঢ় ১৪২৬

  পাবনা প্রতিনিধি   ৩০ মে ২০২০, ০০:০০  

ভাঙ্গুড়ায় দম্পতির করোনা জয়

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন এক দম্পতি। বর্তমানে তারা ভালো আছেন। বুধবার রাজশাহী ল্যাব থেকে পাঠানো দ্বিতীয় দফার নমুনা পরীক্ষার ফলাফলে তাদের রিপোর্ট নেগেটিভ আসে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম।

জানা যায়, করোনা জয় করা দম্পতি আলম ফকির ও শাকিলা পারভীন। তারা পেশায় পোশাক কর্মী। কাজ করতেন গাজীপুরে। গত ২৮ এপ্রিল তাদের করোনা শনাক্ত হয়। উপজেলায় তারাই ছিলেন প্রথম করোনা আক্রান্ত রোগী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম জানান, ওই দম্পতি স্বাস্থ্যবিধি মেনে চলেছেন। নিয়মিত গরম পানি ব্যবহার এবং বিভিন্ন ভিটামিন ও পুষ্টিকর খাবার খেয়েছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে