logo
শনিবার, ৩০ মে ২০২০, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৬

  স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া   ২৩ মে ২০২০, ০০:০০  

ব্রাহ্মণবাড়িয়ায় একদিনেই ১৮ জনের করোনা

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে আক্রান্তদের নমুনার ফলাফল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে। এ নিয়ে জেলায় মোট ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্তদের মধ্যে জেলার নবীনগর উপজেলায় ৭ জন, কসবায় ৫ জন, আশুগঞ্জে ১ জন, আখাউড়ায় ২ জন, সরাইলে ২ জন এবং সদর উপজেলায় ১ জন। আক্রান্ত ১৮ জনের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৩ জন মহিলা। তাদের বয়স ৫৫ থেকে ১৮ এর মধ্যে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উলস্নাহ জানান, শুক্রবার ১৮ জনের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের সঙ্গে যোগাযোগ করে আইসোলেশনে রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে