মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকায় আ'লীগের ত্রাণ বিতরণ

নতুনধারা
  ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীতে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার শান্তিনগর ও মালিবাগ এলাকার কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার। তিনি জানান, গত ২/৩ দিনে প্রায় ৮শ পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। করোনার প্রকোপ শেষ হওয়ার আগপর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

রাজধানীর পল্টন ও এর আশপাশের এলাকায় হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এলামুক হক আবুল।

তিনি জানান, সামাজিক দূরত্ব বাজায় রেখেই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করে দিয়েছেন।

শাহবাগ, পরিবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন এলাকায় মানুষের বাসা বাড়িতে পিকআপ ভ্যানে করে সবজি পৌঁছে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ও ডিএসসিসি ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান।

এদিকে, ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে করোনায় কর্মহীন গরিব অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন খাঁন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আলমগীর হোসাইনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<95819 and publish = 1 order by id desc limit 3' at line 1