মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
থাকতে চায় মানুষের পাশে

করোনা নিয়ে রাজনীতি করতে চায় না বিএনপি

সংক্রমণ মোকাবিলায় রাজনৈতিক ঐক্য এবং সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি। তা না হলে নিজ উদ্যোগেই জনগণের পাশে থাকবে দলটি
হাসান মোলস্না
  ০৩ এপ্রিল ২০২০, ০০:০০
আপডেট  : ০৩ এপ্রিল ২০২০, ১১:১৩

করোনাভাইরাস ইসু্যতে নেতিবাচক রাজনীতি করতে চায় না বিএনপি। করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় রাজনৈতিক ঐক্য চায় এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চায় তারা। সরকার যদি ঐক্যবদ্ধ প্রয়াসে আন্তরিকতা না দেখায় তাহলে নিজ উদ্যোগেই জনগণের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বর্তমান পরিস্থিতিতে বিএনপির করণীয় প্রসঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা এখন মহামারি রূপ নিয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এনিয়ে কোনো রাজনীতি করতে চায় না তার দল। দলের পক্ষ থেকে এরই মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারকে জাতীয় কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে সরকারের সঙ্গে সহযোগিতার আহ্বানও জানানো হয়েছে। জনস্বার্থে বিএনপির প্রস্তাবে সরকার সাড়া দিলে ভালো। আর না দিলেও বিএনপি বসে নেই। বসে থাকবেও না। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এরই মধ্যে ঢাকাসহ সারাদেশে এ নিয়ে জনসচেতনতায় লিফলেট বিতরণ করেছে। দেশব্যাপী দলের সব শাখা সচেতনতা সৃষ্টি করবে। নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করে দেশের গরিব ও দুস্থ মানুষের পাশে থাকবে। সাধ্যমতো তাদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করতে বলা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘমেয়াদে কীভাবে অসহায় মানুষকে সহায়তা দেওয়া যায় সেই পরিকল্পনা করছে বিএনপি। অসহায় মানুষের পাশে দাঁড়াতে জেলা নেতাদের ইতিমধ্যে দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিজের নিরাপত্তা নিশ্চিত করে সাধ্যমতো অসহায় মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করতে বলা হয়েছে। এরই মধ্যে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনগুলো রাজধানীসহ সারাদেশে এ কার্যক্রম শুরু করেছে। দুস্থদের পাশে দাঁড়ানোর কর্মসূচিতে মহানগর জেলা ও উপজেলা নেতাদের পাশাপাশি গত একাদশ সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে মনোনয়ন পাওয়া নেতাদের সরাসরি যুক্ত করা হচ্ছে। এসব নেতাকে দ্রম্নত এলাকায় গিয়ে দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির নীতিনির্ধারণী ফোরামের এক নেতা জানান, করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেশে কর্মহীন গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। স্বল্প ও দীর্ঘমেয়াদে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। বিশেষ এ পরিস্থিতি মোকাবিলায় গত সোমবার রাতে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। স্কাইপে সবাই একসঙ্গে যুক্ত হন। ভিডিও কনফারেন্সে নেতারা করোনায় করণীয় নিয়ে তাদের মতামত দেন। দুর্যোগের এ সময়ে শুধু মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন নেতারা। এনিয়ে সরকারকে বেকায়দায় ফেলা বা চাপে রাখার পথ অনুসরণ না করার ব্যাপারে নেতারা একমত হন। এ বিষয়ে শুধু ইতিবাচক রাজনীতির মাধ্যমে দেশের মানুষকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে