বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
করোনাভাইরাস

বিশ্বজুড়ে এক দিনেই মৃতু্য ৪ হাজার

ভাইরাসটি ছড়িয়ে পড়েছে ১৯৯টি দেশ ও অঞ্চলে। এ পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাত লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। সে সঙ্গে মৃতের সংখ্যা ছাড়াল ৩৫ হাজার
যাযাদি ডেস্ক
  ৩১ মার্চ ২০২০, ০০:০০

নভেল করোনাভাইরাস মহামারিতে মাত্র একদিনেই চার হাজার মৃতু্য দেখল বিশ্ব, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের হিসাবে মৃতের সংখ্যা (বাংলাদেশ সময় রাত ৯টা) ৩৫ হাজার ছাড়াল।

ঠিক তিন মাস আগে চীনের হুবেই প্রদেশের উহান শহরে নতুন এ ভাইরাসের সংক্রমণের প্রথম ঘটনাটি জানা গিয়েছিল। সে ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে ১৯৯টি দেশ ও অঞ্চলে। আক্রান্তের সংখ্যা সাত লাখ ৪২ হাজার ছাড়িয়ে গেছে, একদিন আগেও যা ছয় লাখ ৬২ হাজারে ছিল।

রয়টার্স জানিয়েছে, যেসব দেশে নভেল করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তার মধ্যে ১২০টি দেশ থেকে এ পর্যন্ত মৃতু্যর খবর এসেছে।

৩৫ হাজার মৃতু্যর ঘটনার অর্ধেকেরও বেশি ঘটেছে ইউরোপের দুই দেশ ইতালি ও স্পেনে। এর মধ্যে কেবল রোববার ইতালিতেই মারা গেছে ১০ হাজার ৭৭৯ জন আর স্পেনে মৃতের সংখ্যা ৬ হাজার ৮০০ ছাড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) এ সংকটের শুরু থেকে যে টালি করছে, তাতে এখন আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির এ দেশে ১ লাখ ৪২

\হহাজার ৫০২ জন ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন, মৃতু্য ছাড়িয়েছে আড়াই হাজার। সিএনএনের হিসাবে সেখানে এখন মাত্র দুটি রাজ্য থেকে কোনো মৃতু্যর খবর এখনো আসেনি।

এই মহামারি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার প্রথমবারের মতো স্বীকার করেছেন, পরিস্থিতি এরকম চললে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখের ঘরেও পৌঁছতে পারে।

ভাইরাসের বিস্তার ঠেকাতে সবাইকে ঘরে থাকার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা পুরো এপ্রিলই কার্যকর থাকবে বলে তিনি ঘোষণা দিয়েছেন।

আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থানে থাকা ইতালিতেও সংক্রমণের ঘটনা লাখ ছুঁই ছুঁই করছে। তবে নভেল করোনাভাইরাসের উৎসস্থল চীন গত এক মাসে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। মার্চের শুরুতে সেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৭৯ হাজার আর মাস শেষে সে সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ১৪৯ জনে।

কিন্তু ইউরোপে ইতালির পর সবচেয়ে বাজে অবস্থায় থাকা স্পেনে দ্রম্নত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সেখানে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৮০ হাজার ছাড়িয়েছে, শুধু শনিবারই সেখানে ৮৩৮ জনের মৃতু্য হয়েছে।

আক্রান্তের সংখ্যায় পঞ্চম স্থানে আছে জার্মানি। এখানে মোট আক্রান্ত ৬২ হাজার ৪৩৫ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪১ জনে। ফ্রান্সে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪০ হাজার ৭২৩ এবং মৃতু্য হয়েছে ২ হাজার ৬১১ জনের।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৩০৯ এবং মৃতু্য হয়েছে দুই হাজার ৬৪০ জনের। যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৭০০ ছাড়িয়েছে এবং মৃতু্য ছাড়িয়েছে ১২শ। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককও আক্রান্তদের মধ্যে রয়েছেন।

এশিয়ায় চীন ও ইরানের পর সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে মোট আক্রান্ত ৯ হাজার ৬৬১ জন এবং মৃতু্য হয়েছে ১৫৮ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94754 and publish = 1 order by id desc limit 3' at line 1