সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

করোনা রোধে জনগণের পাশে আছি: মন্ত্রী তাজুল ইসলাম

  ২৭ মার্চ ২০২০, ০০:০০
করোনা রোধে জনগণের পাশে আছি: মন্ত্রী তাজুল ইসলাম

যাযাদি রিপোর্ট

করোনাভাইরাস রোধে জনগণের পাশে থাকার কথা জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার মিরপুরে ক্রিকেট স্টেডিয়ামের সামনে ওয়াটার ব্রাউজারে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৭ নম্বর ওয়ার্ডে করোনাভাইরাস সংক্রমণ রোধে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

তাজুল ইসলাম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে এবং স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। জাতীয় কমিটির নেতৃত্বে সারাদেশে করোনাভাইরাস মোকাবিলা করার জন্য আমার মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের সবাই সম্মিলিতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে কাজ করছে।

'জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সব নির্দেশনা দিয়েছেন। জনগণের পাশে করোনাভাইরাস রোধে আমরা সবাই আছি।'

এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম এবং প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে