শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অগ্নিপরীক্ষায় উত্তীণর্ মেসি দ্বিতীয় পবের্ আজেির্ন্টনা

রাজু আহাম্মেদ
  ২৭ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৭ জুন ২০১৮, ১০:৪৬

খোলস ছেড়ে বেরুলেন খুদেরাজ, খুলে দিলেন জাদুর ঝাপি। সেই জাদুতে মোহিত ফুটবল বিশ্ব, প্রাণের সঞ্চার আজেির্ন্টনায়। প্রথম দুই ম্যাচে ভীষণ রকমের হতশ্রী পারফরম্যান্সে খাদের কিনারে চলে যাওয়া দলকে ত্রাতা হয়ে উদ্ধার করলেন। যেভাবে বাছাইপবের্র বৈতরণী পার করিছিলেন দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের, লিওনেল মেসি একইভাবে পার করালেন রাশিয়া বিশ্বকাপের গ্রæপপবর্।

জয়ের বিকল্প ছিল না। সেই জয়টাও গ্রæপপবের্র বৈতরণী পার করাতে যথেষ্ট হবে কিনা, তা নিয়েও ছিল সংশয়। আগেই ‘ডি’ গ্রæপের সেরা হিসেবে শেষ ষোলোয় নাম তুলেছিল ক্রোয়েশিয়া। গ্রæপ রানাসর্আপ হওয়ার লড়াইয়ে আজেির্ন্টনার সঙ্গে ছিল আইসল্যান্ড আর নাইজেরিয়া। সেই নাইজেরিয়া কঠিন পরীক্ষাই নিয়েছে হোহের্ সাম্পাওলির শিষ্যদের। একটা সময় সুতোয় ঝুলছিল তাদের ভাগ্য। তখন আবার ত্রাতা হলেন মাকোর্স রোহো। তাতে দুই প্রতিদ্ব›দ্বী নাইজেরিয়া আর আইসল্যান্ডকে ছুড়ে ফেলে শেষতক শেষ ষোলোয় উঠে গেছে মেসি-হিগুয়েন-ডি মারিয়াদের আজেির্ন্টনাই।

এক্ষেত্রে ক্রোয়েশিয়ার বড় সহায়তাই পেয়েছে পেয়েছে আজেির্ন্টনা। গ্রæপের আরেক ম্যাচে তারা আইসল্যান্ডকে হারিয়ে দিয়েছে বলেই না কোনোরকম হিসেবের মারপ্যঁাচ ছাড়াই শেষ ষোলোয় নাম লেখাতে পেরেছে আলবিসেলেস্তেরা। ২-১ গোলের ওই জয়ে পূণর্ ৯ পয়েন্ট নিয়েই গ্রæপসেরা হয়েছে ক্রোয়েশিয়া, শেষ ষোলোয় তারা লড়বে ‘সি’ গ্রæপের রানাসর্আপ ডেনমাকের্র বিপক্ষে। ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রæপের রানাসর্আপ হওয়া আজেির্ন্টনার প্রতিপক্ষ শিরোপাপ্রত্যাশী আরেক দল- ‘সি’ গ্রæপের চ্যাম্পিয়ন ফ্রান্স।

ক্রোয়েশিয়া বিপযের্য়র পর ডালপালা মেলেছিল কতশত শঙ্কা। দলে অন্তকলহের বিষয়টি চাউর হয়েছিল জোড়ালোভাবে। কোচ হোহের্ সাম্পাওলির সঙ্গে কিছুতেই নাকি বনিবনা হচ্ছিল না খেলোয়াড়দের। তাই ভক্তকুলের মনে প্রশ্ন ছিল, নাইজেরিয়ার বিপক্ষে বঁাচা-মরার লড়াইয়ে প্রিয় দল সেরাটা নিংড়ে দিতে পারবে কিনা। মাঠেই এদিন সব প্রশ্নের জবাব দিয়েছেন মেসি-হিগুয়েনরা।

সেন্ট পিটাসর্বাগের্ কি দুদার্ন্ত পারফরম্যান্সটাই না দেখিয়েছে আজেির্ন্টনা। খেলেছে একটা দল হয়ে। আজেির্ন্টনার ফুটবল ঐতিহ্যকে সমুন্নত রাখার প্রতিজ্ঞা নিয়েই যেন মাঠে নেমেছিলেন ১১ সেনা। সেনাপতি মেসি তো আরও একবার দেখিয়ে দিলেন- তিনি যেমন ক্লাব বাসেের্লানার, তেমনি আজেির্ন্টনারও। বারবার নাইজেরিয়ার রক্ষণে হানা দিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার।

অথচ অনেকেই ভেবেছিলেন, আরেকটি ব্যথর্তার গল্পে শেষ হয়ে যাবে মেসির বিশ্বকাপ অধ্যায়! গত শনিবারই ৩১তম জন্মদিনের কেক কেটেছেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপের সময় বয়স দঁাড়াবে ৩৫-এ। তখন মেসি খেলতে পারবেন কিনা, শঙ্কা ছিল সেটা নিয়েই। তা মেসি মুখে যতোই বলুক- বিশ্বকাপ না জিতে অবসর নেবেন না, তবে আশাবাদী হওয়ার লোক ছিল খুবই কম।

এখন অবশ্য মেসি আর আজেির্ন্টনা-প্রেমীরা আশাবাদী হতেই পারেন। প্রায় অস্তমিত সম্ভাবনার সূযর্টা আবার উঠে এসেছে মধ্যগগনে, জ্বলজ্বল করে আলো দিচ্ছে তা, আর বলছে- রাশিয়া বিশ্বকাপে আছে আজেির্ন্টনা, আছেন লিওনেল মেসি। সূযর্টাকে এভাবে আলো-দান করেছেন মেসি নিজেই। ম্যাচের ১৪ মিনিটে আজেির্ন্টনাকে এগিয়ে নেয়ার কাজটা সেড়েছেন তিনিই। এরপর জয় এনে দেয়া গোলটা করেছেন রোহো। মেসির মতো রোহোও এখন আজের্ন্টাইনদের কাছে মহানায়ক।

দুদার্ন্ত ফিনিশিংয়ে এবারের বিশ্বকাপের ১০০তম গোলটা করেছেন মেসি। নাইজেরিয়ান ডিফেন্ডার আর ১৯ বছর বয়সী গোলরক্ষক ফ্রান্সিস উঝুহো। বলটা জালে জড়াতেই উৎসবের নগরী সেন্ট পিটাসর্বাগর্। মেসি সেই উৎসবের মধ্যমনি। উন্মাতাল গ্যালারি, আজের্ন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনাও মিশে গেলেন তাতে। এতোসবের জন্য কিছুটা কৃতিত্ব দাবি করতে পারেন এভার বানেগাও। মাঝমাঠ থেকে মেসিকে বলটা তো বাড়িয়েছিলেন তিনিই।

বিশ্বকাপে মেসির এটি ষষ্ঠ গোল, প্রথমাধের্ই সংখ্যাটা বাড়তে পারতো। কিন্তু প্রতিবারই বাধা হয়ে দঁাড়িয়ে গেছেন নাইজেরিয়ার তরুণ গোলরক্ষক উঝুহো। ডি মারিয়া ফাউলের শিকার হওয়ায় বক্সের বাইরে ফ্রিকিক পেয়েছিল আজেির্ন্টনা, মেসির শটটাও ছিল দারুণ। কিন্তু লাফিয়ে হাতের ছোয়ায় বলের গতিপথ বদলে দেন উঝুহো। তার হাতের ছোয়াতেই বল জালে না ঢুকে প্রতিহত হয় পোস্টে।

এই গোলরক্ষক গোলবঞ্চিত করেছেন গঞ্জালো হিগুয়েনকেও। মেসির দুদার্ন্ত পাসে বল পেয়ে শট নিয়েছিলেন জুভেন্টাসে খেলা স্ট্রাইকার, উঝুহোকে ফাকি দিতে পারেননি। আজেির্ন্টনার একচ্ছত্র আধিপত্যের মাঝেও আক্রমণে গেছে নাইজেরিয়া। প্রথমাধের্ পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি আফ্রিকার সুপার ঈগলরা। তবে আহমেদ মুসা-আইহেনাচুরা বারদুয়েক ঠিকই ভরকে দিয়েছে আলবিসেলেস্তেদের।

দ্বিতীয়াধের্র শুরুতে তো চরম আঘাতই হেনে বসে নাইজেরিয়া। ৪৯ মিনিটে কনার্র পায় তারা, এস্তেবু শট নিয়েছিলেন। বক্সে জটলার মধ্যে ফাউল করে বসেন হ্যাভিয়ের মাচেরানো। ভিএআর প্রযুক্তিও শেষরক্ষা হয়নি। পেনাল্টি পেয়ে যায় নাইজেরিয়া, স্পটকিকে গোল করে ম্যাচে সমতা আনেন ভিক্টর মোসেস (১-১)। এরপর কত চেষ্টা, কতো শঙ্কা আজেির্ন্টনার, কিছুতেই গোল মিলছিল না। অবশেষে ৮৬ মিনিটে মাকাের্দার অসাধারণ এক ক্রস থেকে গোল করে আজেির্ন্টনাকে জয় এনে দেন মাকার্স রোহো।

গ্রæপের আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার খেলোয়াড়দের সঙ্গে সমানতালে লড়ে প্রথমাধের্ গোলশূন্য রাখে আইসল্যান্ড। তবে বিরতি শেষে নব-উদ্যমে মাঠে নামে লুক মদ্রিচের দল। ম্যাচের ৫৩ মিনিটে মদ্রিচের কাছ বল পেয়ে দারুণ প্লেসিং শটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন মাসেের্লা ব্রাজোভিচ। গোল পরিশোধের জন্য এরপর একের পর এক আক্রমণ করে খেলতে থাকে আইসল্যান্ড। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা টানেন বিজর্ন সিগুডর্সন। জমে উঠে ম্যাচ। তবে শেষরক্ষা করতে পারেননি। খেলার ৯০ মিনিটে গোল করে আইসল্যান্ডকে পরাজয়ের তিক্ত স্বাদ দিয়েছেন ইভান পেরেসিচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে