মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাজারে আসছে কেরুর হ্যান্ড স্যানিটাইজার

যাযাদি ডেস্ক
  ২৩ মার্চ ২০২০, ০০:০০

বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে কদর বেড়েছে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের। বিভিন্ন কোম্পানির উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার বিক্রি হচ্ছে দেদারসে। তবুও যেন পূরণ হচ্ছে না চাহিদা। সাধারণ মানুষের সেই চাহিদা মেটাতে এবার বাজারে আসছে দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ডিস্টিলারি কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেডের উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার। নাম দেওয়া হয়েছে কেরুজ হ্যান্ড স্যানিটাইজার।

সোমবার থেকে পরীক্ষামূলকভাবে বাজারে আসবে এ পণ্যটি। কয়েকদিনের মধ্যে কেরুর হ্যান্ড স্যানিটাইজার স্বল্প মূল্যে সবার হাতে পৌঁছানো সম্ভব হবে।

কেরু অ্যান্ড কোম্পানি সূত্র জানিয়েছে, ১৯৩৮ সাল থেকে কেরু কেম্পানি বিশ্বখ্যাত উন্নতমানের স্পিরিট তৈরি করে আসছে। হ্যান্ড স্যানিটাইজারের মূল উপাদানই স্পিরিট। এর সঙ্গে ডিস্টিল্ড ওয়াটার, রং ও ঘ্রাণ মেশালেই তৈরি হয় হ্যান্ড স্যানিটাইজার। ৫

১০০ মিলির একটি বোতলের সর্বোচ্চ বিক্রয় মূল্য হবে ৬০ টাকা। যা বাজারের যেকোনো স্যানিটাইজারের চেয়ে অনেক কম। কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আলী আনছারী জানান, দেশে উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রের স্বার্থে তাৎক্ষণিক এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। তাদের নিজস্ব রসায়নবিদের মাধ্যমে এটি তৈরির পর পরীক্ষা করে দেখা গেছে, ৯৯ দশমিক ৯৯ শতাংশ জীবাণু এতে মরে যায়।

তিনি আরও জানান, হ্যান্ড স্যানিটাইজার বাজারে ছাড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন নিতে হয়। তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যেহেতু কেরুর স্পিরিট বিক্রির লাইসেন্স আছে, তাই তারা এটি বাজারে বিক্রি করতে পারবে। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের অনুমতি পেলেই হ্যান্ড স্যানিটাইজার বাজারজাতকরণ শুরু হবে। পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজার উৎপাদন করা হয়েছে। প্রাথমিক অবস্থায় কেরু অ্যান্ড কোং-এর অনুমোদিত ১৬টি বিপণন কেন্দ্রের মাধ্যমে বিক্রি করা হবে এবং পর্যায়ক্রমে চাহিদামতো দেশের সবকটি ফার্মেসিতে বিক্রির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

দেশের এমন ক্রান্তিকালে কেরু কোম্পানির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, বাজারে অন্যান্য জীবাণুনাশকের তুলনায় কেরুজ হ্যান্ড স্যানিটাইজারের ক্রয়মূল্য তুলনামূলক কম। যা সাধারণ মানুষের নাগালে পৌঁছাতে সহায়ক হবে। এছাড়া বাজারে হ্যান্ড স্যানিটাইজারের যে সংকট রয়েছে এ পণ্যটি সে সংকটের নিরসন ঘটাবে।

উলেস্নখ্য, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির কারখানাটি অবস্থিত। এটি ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি সরকারি সংস্থা চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতায় স্পিরিট উৎপাদন করা হয়। এছাড়া তাদের আরও পাঁচটি উৎপাদন প্রতিষ্ঠান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<93809 and publish = 1 order by id desc limit 3' at line 1