শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শোক সংবাদ

নতুনধারা
  ২০ জানুয়ারি ২০২০, ০০:০০

ভাষাসৈনিক নজির হোসেন বিশ্বাসের

ইন্তেকাল

মেহেরপুর জেলার ভাষাসৈনিকদের মধ্যে অন্যতম সদর উপজেলার পিরোজপুর গ্রামের নজির হোসেন বিশ্বাস (৮৭) শনিবার দুপুর ১-১০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর অবস্থার কিছুটি উন্নতি হলে পরিবারের সদস্যরা বাসায় নিয়ে যান। শনিবার আবারও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার আগেই তিনি ইন্তেকাল করেন।

১৯৫২ সালের রাষ্ট্রভাষা আদায়ের লড়াইয়ে মেহেরপুরে অগ্রণী ভূমিকায় ছিলেন ভাষাসৈনিক নজির হোসেন বিশ্বাস। পরে ১৯৫৩ সালে ২১ ফেব্রম্নয়ারি পালন করতে গিয়ে পুলিশের নির্যাতনসহ কারাবরণ করতে হয় তাকে। ১৯৫৫ সালে ক্লাস থেকে বের হয়ে একুশে ফেব্রম্নয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল করায় তাকে ফোর্স টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেয়া হয়। ফলে আর উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেননি তিনি।

এদিকে ভাষাসৈনিক নজির হোসেন বিশ্বাসের মৃতু্যতে গভীর শোক জানিয়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। মেহেরপুর প্রতিনিধি

আনোয়ার আহমেদ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক আখাউড়া সদর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ার আহমেদ (৮২) শনিবার বিকাল ৩-২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃতু্যতে শোক প্রকাশ এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আখাউড়া-কসবা আসনের সাবেক বিএনপির দলীয় সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

মনির হোসেন

সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট মো. নাজমুল হোসেনের বড় ভাই মো. মনির হোসেন (৭২) শুক্রবার সকাল ১০টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আলীনগর প্রাইমারি স্কুল মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

তার মৃতু্যতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর প্রমুখ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

\হ

মেহের আলী

গাজীপুরের কালীগঞ্জের সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য মেহের আলী (৬০) শনিবার রাত ২টার দিকে শ্বাসকষ্টজনিত রোগে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কালীগঞ্জ বাজারের শামীম বিস্কুট এন্ড বেকারির স্বত্বাধিকারি ছিলেন। রোববার বাদ জোহর ভাদাত্তী জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তার লাশ সামাজিক কবরস্থানে দাফন হয়। তার মৃতু্যতে কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. লুৎফুর রহমান, পৌরসভার কাউন্সিলর, স্থানীয় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকসহ সুধীসমাজের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

সামসুদ্দিন তালকুদার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের বাবা সামসুদ্দিন তালকুদার (৮০) শনিবার রাত ৯টায় রূপগঞ্জ থানার তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85130 and publish = 1 order by id desc limit 3' at line 1