logo
বুধবার, ০৫ আগস্ট ২০২০, ২১ শ্রাবণ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ১৫ জানুয়ারি ২০২০, ০০:০০  

আচরণবিধি ভেঙে আতিকের সভায় সাংসদ সাদেক

আচরণবিধি ভেঙে আতিকের সভায় সাংসদ সাদেক
আ'লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের সমর্থনে মঙ্গলবার আগারগাঁওয়ে মিছিল করেন ঢাকা-১৩ আসনের সাংসদ সাদেক খান -যাযাদি
যাযাদি রিপোর্ট

রাজধানী ঢাকার আগারগাঁওয়ের শতদল কমপেস্নক্স মাঠে নির্বাচনী সভায় বেলা ১১টা থেকে উপস্থিত হওয়ার কথা আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি সেখানে আসেননি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সেখানে উপস্থিত হন ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো সংসদ সদস্য কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালাতে বা নির্বাচনের কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না।

এই বিষয়ে সংসদ সদস্য সাদেক খানকে প্রশ্ন করা হলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ্তুআমি এমনিতেই এসেছি। একটু পরে চলে যাব। নির্বাচনী প্রচারে অংশ নেব না।'

প্রথমে মঞ্চে বসে থাকলেও গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করার পর তিনি সরে যান। এর কিছুক্ষণ পর শতদল কমপেস্নক্স মাঠ থেকে বের হয়ে যান তিনি। বেলা ২টার আগে কোনো মাইক ব্যবহার করার নিয়ম না থাকলেও ঢাকা ১৩ এবং ঢাকা উত্তরের ২৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতারা সভায় সকাল ১০টার মতো মাইক বাজাচ্ছেন। যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মইনুল হোসেন সভায় উপস্থিত হয়ে বক্তব্য দেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা উত্তরের ২৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. ফোরকান হোসেন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হামিদা আক্তার এবং ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ সভায় উপস্থিত থেকে নৌকার পক্ষে ভোট চেয়ে স্স্নোগান ও বক্তৃতা দিচ্ছেন।

শতদল কমপেস্নক্সের সভা শেষে ঢাকা ১৩ আসনের ২৮, ২৯, ৩০ ও ৩২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করবেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও আওয়ামী লীগের দলীয় নেতারা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে