শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

'সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুনধারা
  ১৪ জানুয়ারি ২০২০, ০০:০০
আপডেট  : ১৪ জানুয়ারি ২০২০, ০০:৪৩

যাযাদি ডেস্ক

'আবুধাবি সাসটেইনেবিলিটি উইক' ও 'জায়েদ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে অনুষ্ঠানে অংশ নিতে তিনি আবুধাবি ন্যাশনাল এঙ্িিবশন সেন্টারের আইসিসি হলে উপস্থিত হলে যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান তাকে স্বাগত জানান।

আট দিনের এই আয়োজনে বিভিন্ন দেশের সরকার প্রধান, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, উদ্যোক্তারা অংশ নেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য, খাদ্য, পানি, জ্বালানি ও হাইস্কুল এই পাঁচ ক্যাটাগরিতে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানকে 'জায়েদ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড' দেওয়া হয়।

এদিকে, জানা গেছে আজ (মঙ্গলবার) সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির যুবরাজ আল-নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্টের স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

এছাড়া আজ বিকাল সাড়ে ৫টায় আবুধাবি ন্যাশনাল এঙ্িিবশন সেন্টারে 'দ্য ক্রিটিক্যাল রোল অব উইমেন ইন ডেলিভারিং ক্লাইমেট অ্যাকশন' বিষয়ে সাক্ষাৎকার অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

তিন দিনের সরকারি সফরে রোববার রাতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান শেখ হাসিনা। আবুধাবি বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে আবুধাবির শাংরি-লা হোটেলে নেওয়া হয়। সফরকালে তিনি এখানেই থাকবেন।

তিন দিনের আমিরাত সফর শেষে মঙ্গলবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে বন্দর-জাহাজ নির্মাণে

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান

এদিকে, দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশের বন্দর নির্মাণ, জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সন্ধ্যায় আবুধাবির হোটেল শাংরি লায় ডিপি ওয়ার্ল্ডের সংযুক্ত আরব আমিরাতের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম দেখা করতে এলে তাকে এই আহ্বান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, 'প্রধানমন্ত্রী সাক্ষাৎ অনুষ্ঠানে ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশের বন্দর নির্মাণ, জাহাজ নির্মাণ শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।'

ফেনীর সোনাগাজীতে ডিপি ওয়ার্ল্ডের বিদু্যৎকেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম প্রধানমন্ত্রীকে জানান।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রেস সচিব ইহসানুল করিম, উপ প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন উপস্থিত ছিলেন।

আবুধাবিতে তিন দিনের সরকারি সফরে থাকা শেখ হাসিনার সঙ্গে সোমবার এমিরেটস ন্যাশনাল ওয়েল কোম্পানির (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ হুমাইদ আল ফালাসি, সংযুক্ত আরব আমিরাতের শাসক পরিবারের সদস্য শেখ আহমেদ ডালমুখ আল মাখতুমসহ ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল দেখা করেন।

বাংলাদেশের বিদু্যৎ ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে এমিরেটস ন্যাশনাল ওয়েল কোম্পানির (ইএনওসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথাও জানান প্রেস সচিব ইহসানুল করিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84360 and publish = 1 order by id desc limit 3' at line 1