মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষ: ৫ জুন বিতরণ করা হবে এক কোটি চারা

নতুনধারা
  ১৪ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট

জাতির পিতার জন্মশতবার্ষিকী 'মুজিববর্ষ' উদযাপনের অংশ হিসেবে আগামী ৫ জুন সারাদেশের ৪৮২টি উপজেলায় একযোগে এক কোটি গাছের চারা বিতরণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

সোমবার সচিবালয়ে সাবেক সচিব আবদুলস্নাহ আল মোহসীন চৌধুরীর বিদায় ও নবনিযুক্ত সচিব জিয়াউল হাসানের বরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী 'মুজিববর্ষ' উদযাপনের ঘোষণা দিয়েছে সরকার।

মন্ত্রী বলেন, 'পরিবেশ দূষণ নিয়ন্ত্রণসহ আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা প্রয়োজন। এ লক্ষ্যে মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে আগামী ৫ জুন সারাদেশের ৪৮২টি উপজেলায় একযোগে এক কোটি গাছের চারা বিতরণ করা হবে। ফলদ, বনজ ও ঔষধিসহ সব ধরনের গাছের চারা বিতরণ করা হলেও দেশীয় ফলজ গাছকে অগ্রাধিকার দেওয়া হবে।'

এ সময় সুন্দরবন রক্ষাসহ দেশের বনাঞ্চল বৃদ্ধিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নবনিযুক্ত সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।

শাহাব উদ্দিন বলেন, 'দেশের মানুষকে বিশুদ্ধ পরিবেশ উপহার দিতে সচেতনতা সৃষ্টির পাশাপাশি কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। এর অংশ হিসেবে গত এক মাসে সারাদেশে সাড়ে ৩০০ ইটভাটা ধ্বংস করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84355 and publish = 1 order by id desc limit 3' at line 1