শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইজতেমা ময়দান তলিয়ে গেছে নোংরা পানিতে

নতুনধারা
  ১৪ জানুয়ারি ২০২০, ০০:০০

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ইজতেমা ময়দানের মূল মঞ্চসহ ইজতেমা ময়দানের গুরুত্বপূর্ণ এলাকা বহুতল টয়লেটের ভবনসহ টঙ্গী শিল্প এলাকার নোংরা পানিতে পস্নাবিত হয়ে গেছে।

রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ৫৫তম বিশ্ব ইজতেমা প্রথম পর্বের। বেলা ১১টা ৭ মি. মাওলানা জোবায়েরের পরিচালনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষ হতে না হতেই নোংরা পানিতে তলিয়ে যায় ইজতেমা ময়দানের মূল মঞ্চসহ ইজতেমা ময়দানের গুরুত্বপূর্ণ এলাকা।

তাবলিগ সাথীরা জানান, ময়লা আবর্জনায় সুয়ারেজ লাইন বস্নক হয়ে শনিবার সন্ধ্যার দিকে দুর্গন্ধযুক্ত নোংরা ময়লা পানি ঢুকতে থাকে। ময়দানের ৭নং টয়লেট ভবনের পাশে ড্রেনের ম্যানহল উপচে পানি প্রথমে ময়দানের ৪১, ৪২, ৪৩ খিক্তায় প্রবেশ করে। রাত ১০টার দিকে দমকল বাহিনীর কর্মীরা এসে দুটি পাম্প চালু করে পাইপের সাহায্যে পানি অন্যত্র অপসারণের চেষ্টা করে। তাদের চেষ্টার ফলে পানি ৪১ নং খিক্তায় সীমাবদ্ধ ছিল। রাতে ওই খিক্তার মুসলিস্নরা অন্যান্য খিক্তায় আশ্রয় নেন। কিন্তু রোববার সকাল থেকে পানি বাড়তে থাকে। সবাই মোনাজাতের অংশ নেয়ার একপর্যায়ে দমকল বাহিনীর চেষ্টাও ব্যর্থ হয়। মোনাজাত শেষ হতে না হতেই সুয়ারেজ লাইনের নোংরা পানি ময়দানের ৮৬, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৪২, নম্বর খিক্তাসহ আশপাশের খিক্তা পস্নাবিত হয়। এ সময়ে মুসলিস্নরা আশপাশের খিক্তায় তাদের বেডিংপত্র নিয়ে আশ্রয় নেন।

সোমবার সকালে ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, মূল মঞ্চসহ আশপাশের এলাকা পস্নাবিত হয়ে আছে। ফায়ার সার্ভিস কর্মীরা পানি সেচে ফেলার পরও পানি বিস্তার লাভ করে। সকাল ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পয়ঃনিষ্কাশনের কর্মীরা ২য় পর্বের ইজতেমার জন্য পয়ঃনিষ্কাশনের কাজ শুরু করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সিটি করপোরেশনের এক কর্মী জানান, টয়লেটের ময়লা পানি ও ফেলে রাখা ভাত, তরকারি অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র ফেলে যাওয়ায় অন্যান্য বছরের চেয়ে এবার তাদের কাজ করতে কষ্ট হচ্ছে। এ ছাড়াও সবচেয়ে ন্যক্কারজনক বিষয় মূল মঞ্চের চারপাশে মলত্যাগ করে দিয়ে যাওয়ায় তাদের কাজ করতে দ্বিগুণ সময় লাগছে। এ ছাড়াও সরেজমিন গিয়ে দেখা যায় কিছু কিছু খিক্তায়, খিক্তার বাঁশ খুলে আগুন পোহাচ্ছে অনেকে।

উলেস্নখ্য, ২য় পর্বে ১৭ থেকে ১৯ জানুয়ারি মাওলানা সা'দের অনুসারীরা জমায়েত হবেন। ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২০-এর বিশ্ব ইজতেমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84354 and publish = 1 order by id desc limit 3' at line 1