বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৫ শতাংশ কোটা চান প্রতিবন্ধীরা

যাযাদি রিপোটর্
  ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

কোটা নিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষাথীর্ ঐক্য পরিষদ। সচিবের বক্তব্যকে অবান্তর ও অবমাননাকর হিসেবে আখ্যায়িত করেছেন তারা। একই সঙ্গে প্রতিবন্ধী কোটা ১ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার দাবি জানিয়েছেন প্রতিবন্ধীরা।

সরকারি চাকরিতে কোটায় সুপারিশ করার জন্য গঠিত কমিটির সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন প্রতিবন্ধীরা। এ সময় তারা সচিবের বক্তব্যের কঠোর সমালোচনা করেন। প্রতিবন্ধী কোটার ব্যাপারে আদালতের রায় আছে বলেও জানান তারা।

বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষাথীর্ ঐক্য পরিষদের যুগ্ম আহŸায়ক জোবায়ের হোসেন বলেন, মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্য অবমাননাকর, বিভ্রান্তিকর। তার বক্তব্য প্রত্যাহার করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আবুল হোসেন বলেন, সচিবের বক্তব্যে হতাশ হয়ে যদি কোনো প্রতিবন্ধী আত্মহত্যা করেন, তার দায় সচিবকে নিতে হবে। একই বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র ইসহাক হোসেন বলেন, জাতিসংঘ, এডিবি, বিশ্বব্যাংকসহ নানা প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করছেন প্রতিবন্ধীরা। অথচ সচিব নাকি প্রতিবন্ধী খুঁজে পান না। কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে এ ধরনের মানসিকতা পরিবতের্নর আহŸান জানান তিনি।

মানববন্ধনে আলোচনা সভা পরিচালনা করেন যুগ্ম আহŸায়ক আমজাদ হোসেন। এর আগে লিখিত বক্তব্যে সচিবের ‘বিভ্রান্তিমূলক ও অসত্য’ বক্তব্যের প্রতিবাদ জানান সংগঠনটির আহŸায়ক আলী হোসেন।

তিনি বলেন, ৩৪, ৩৫, ৩৬, ৩৭ বিসিএসে ২০ জন প্রতিবন্ধী প্রাথীর্ মৌখিক পরীক্ষায় উত্তীণর্ হওয়ার পরও ৭-৮ জন নিয়োগ পান। বাকিরা নন-ক্যাডারে তালিকাভুক্ত হয়েছেন। তাহলে সচিব কিভাবে বলেন, প্রতিবন্ধী খুঁজে পাওয়া যায় না। পাশের দেশ ভারতে ৪ শতাংশ কোটাব্যবস্থা চালু রয়েছে।

প্রসঙ্গত, ১৩ আগস্ট সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে সচিব বলেন, ‘কমিটির প্রাথমিক সুপারিশ হলো কোটা অলমোস্ট (প্রায় পুরোটাই) উঠিয়ে দেয়া, মেধাকে প্রাধান্য দেয়া।’ এ ছাড়া তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন, তারাও (পিছিয়ে পড়া জনগোষ্ঠী) অনেক অগ্রসর হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<8281 and publish = 1 order by id desc limit 3' at line 1