বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ বছর হজে যেতে পারছেন না ৬২৭ জন

যাযাদি রিপোটর্
  ১১ আগস্ট ২০১৮, ০০:০০
বিমানবন্দরে কয়েকজন হজযাত্রী

নিবন্ধন করলেও ভিসা জটিলতা, অসুস্থতা এবং ‘ব্যক্তিগত কারণে’ বাংলাদেশ থেকে এবার ৬২৭ জন হজে যেতে পারছেন না।

হজের দিন দশেক বাকি থাকতে শুক্রবার হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বেশিরভাগই অসুস্থতা ও ব্যক্তিগত কারণে হজে যেতে পারছেন না। ভিসা সংক্রান্ত জটিলতাও রয়েছে কারও কারও।

এদিকে যাত্রী না পাওয়ায় শুক্রবার পযর্ন্ত মোট ১০টি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজ এজেন্সিগুলো তাদের যাত্রীদের টিকিট কনফামর্ না করায় এই জটিলতার সৃষ্টি হচ্ছে বলে বিমান কমর্কতাের্দর অভিযোগ।

গত বছর ভিসা জটিলতায় যাত্রী না পেয়ে ২৪টি হজ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল বিমান। তাতে ৪০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় রাষ্ট্রায়ত্ত এই বিমান পরিবহন সংস্থা।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৬ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে ৬ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১ লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার কথা ছিল।

১৪ জুলাই শুরু হয়ে ১৫ আগস্ট পযর্ন্ত চলবে হজ ফ্লাইট। ২৭ আগস্ট হজের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর তা শেষ হবে। জিলহজ মাসের চঁাদ দেখা সাপেক্ষে আগামী ২১ আগস্ট হজ হতে পারে।

৪ বাংলাদেশি

হজযাত্রীর মৃত্যু

এদিকে সৌদি আরবে আরও চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার তারা মারা যান বলে জানিয়েছেন মক্কায় বাংলাদেশ হজ অফিসের হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।

মৃতরা হলেন- ঢাকার ডেমরার দুলালপুরের মো. আবদুল আওয়াল (৫৫) (পাসপোটর্ নম্বর বি কিউ ০৯৬৪১৪৫), সিরাজগঞ্জের এনায়েতপুরের মোসাম্মদ পারভিন ইসলাম (৩৯) (পাসপোটর্ নম্বর বিএন ০২৩০৬৮২), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুগার্পুর গ্রামের ফয়েজ আহমদ (৭২) (পাসপোটর্ নম্বর বিপি ০১৮৫৩১৮), কুমিল্লা জেলার বরুড়ার ভুঁইয়াবাড়ির সুলতান আহমদ (৭১) (পাসপোটর্ নম্বর বি কিউ ০৮৮৩৮০৪)।

চলতি হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পযর্ন্ত মক্কায় ২৩, মদিনায় পঁাচ, জেদ্দায় একজনসহ ২৯ জন বাংলাদেশি মারা গেছেন।

শুক্রবার সকাল পযর্ন্ত মক্কা বাংলাদেশ হজ অফিসের তথ্য মতে, বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ২০৩ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন।

তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ছয় হাজার ৭৫৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৯৪ হাজার ৪৪৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<7474 and publish = 1 order by id desc limit 3' at line 1