বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এনাজির্ ফেরাতে অথর্মন্ত্রী ১০ দিনের ছুটিতে

যাযাদি রিপোটর্
  ১০ আগস্ট ২০১৮, ০০:০০

নিজের ১০ দিনের ছুটি পাওয়ার কথা জানালেন অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ১৯৩৪ সালের ৬ অক্টোবর জন্ম নেয়া মুহিতের বয়স এখন ৮৩ বছর ১০ মাস তিন দিন। এই বয়সে কাজ করতে অনেকটা ক্লান্ত তিনি। এই ক্লান্তির কথা বলছিলেন তিনি নিজেই।

বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাজেট পাসের পর থেকেই আমি চেষ্টা করছিলাম কাজ একটু কম করার। টানা কাজ করার কারণে এনাজির্ ক্ষয় হতেই থাকে। এই ক্ষয় হওয়া এনাজির্ ফিরে পাওয়া সহজ নয়। আজ থেকে আমার ১০ দিনের ছুটি শুরু হয়েছে। আমি চেষ্টা করব, ক্ষয় হওয়া এনাজির্ এই ১০ দিনের মধ্যে কিছুটা রিকুইট (ফিরে পাওয়ার) করার।’

রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘বাংলাদেশের জাতীয় আথির্ক অন্তভুির্ক্তকরণ কৌশলপত্র’ শীষর্ক কমর্শালায় অথর্মন্ত্রী তার এই ছুটির কথা জানান।

ছুটির সময় দুটি অনুষ্ঠানে যাওয়ার কথা জানিয়ে মুহিত বলেন, ‘ছুটির

সময়ে আমি দুটি অনুষ্ঠানে যাব বলে ঠিক করে রেখেছি। তা ছিল আজকেরটা, (গতকাল) আরেকটা ১৮ তারিখ (আগস্ট)। আজকে (গতকাল) এখানে আসতে আমার একটু দেরি হয়েছে, কারণ আমার ধারণা ছিল, সকালে একটু অফিসে যাব। ঘণ্টাদেড়েক কাগজপত্র... টাইম দেয়া...। রওয়ানা দিচ্ছি যখন তখন আমার সহধমির্ণী বললেন, হোটেল ওয়েস্টিনে প্রোগ্রাম আছে, সেহেতু এখানে এসেছি।’

অথর্ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ১০ দিন যে ফাইলগুলোতে অথর্মন্ত্রীর সই লাগবে সেগুলোতে সই করবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। অথর্মন্ত্রীর পরাপশর্ নিয়ে নিজ দপ্তর থেকেই মতিয়া এ কাজ করবেন। আর যে ফাইলগুলো প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে, সেগুলো সচিবের মাধ্যমে সরাসরি চলে যাবে।

ওই কমর্শালায় উপস্থিত ছিলেন অথর্ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর কাযার্লয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, অথর্ মন্ত্রণালয়ের আথির্ক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভনর্র ফজলে কবির, ডিএফআইডি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জেইন এডমন্ডসন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<7335 and publish = 1 order by id desc limit 3' at line 1