logo
শুক্রবার, ২৯ মে ২০২০, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ১১ অক্টোবর ২০১৯, ০০:০০  

শোক সংবাদ

নাসিম উদ্দিন আহম্মেদ

কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাসিম উদ্দিন আহম্মেদ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিলস্নাহি ... রাজিউন)। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় তিনি আমেরিকার নিউইয়র্কে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ফশফন স্ত্রী, তিন সন্তান ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার ভাই শামীম আহম্মেদ বলেন, শনিবার সকাল সাড়ে ৮টায় তার মরদেহ ঢাকায় পৌঁছাবে।

রোববার জানাজা শেষে কুষ্টিয়া পৌর কবরস্থানে তার মরদেহ দাফন করা হতে পারে। কুষ্টিয়া প্রতিনিধি

নিজাম উদ্দিন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগরে মীরাকান্দা গ্রামের মুক্তিযোদ্ধা কাজী নিজাম উদ্দিন (৭২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ২টায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ... রাজিউন)। তিনি এক স্ত্রী, এক ছেলে ও চার কন্যা সন্তান রেখে যান। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিমের উপস্থিতিতে এবং গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধার কফিনে গার্ড অব অনার প্রদান করেন পুলিশের একটি চৌকস দল। এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, বোকইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিব উলস্নাহ প্রমুখ। পরে লাশ পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফাতেমা সেলিম

বানারীপাড়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত এসএম রউফ সেলিমের স্ত্রী পৌরসভার সাবেক কাউন্সিলর ফাতেমা সেলিম (৬৮) বুধবার বেলা ১১টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ... রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন বাদ আসর রাজ্জাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ পৌরসভার ৮ নং ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃতু্যতে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম ইকবাল প্রমুখ শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

আনোয়ারা বেগম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিকের মাতা আনোয়ারা বেগম (৯০) বুধবার সকাল ৭ টায় তার নিজ বাসভবন উচালিয়াপাড়া বড়বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ... রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। উচালিয়াপাড়া মাদ্রাসা মাঠে বাদ মাগরিব যানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃতু্যতে সাবেক সংসদ সদস্য অ্যাড. জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান প্রমুখ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে