মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আড়িয়াল খাঁর পাড়ে ১৫ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ

যাযাদি ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মাদারীপুরে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ অন্তত ১৫টি মামলার আসামি সাগর ফকির (২৮) ওরফে কালা সাগরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সদরের মহিষেরচর এলাকার আড়িয়াল খাঁ নদের পাড় থেকে সাগরের লাশ উদ্ধার করা হয়।

নিহত সাগর শহরের দরগা শরিফ এলাকার কালাম ফকিরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার একটি মাদক মামলায় জামিনে মুক্তি পান সাগর। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মহিষেরচর এলাকার আড়িয়াল খাঁ নদের পাড়ে গুলিবিদ্ধ অবস্থায় সাগরের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় শুটার গান উদ্ধার করে পুলিশ।

নিহত সাগরের মা সালেহা বেগম বলেন, 'সাগর ঢাকায় টাইলসের কাজ করত। কয়েক দিন আগে একটি মাদক মামলায় মাদারীপুর জেলা কারাগার থেকে জামিনে বের হয়। এরপর ঢাকার উদ্দেশে রওনা দেয়ার পর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। কিন্তু সাগর এখানে কীভাবে মারা গেল, এটা বুঝতে পারছি না।'

জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুল আলম মোলস্না বলেন, নিহত সাগরের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৫টিরও বেশি মামলা আছে। তার কারণে শহরে ছিনতাইয়ের প্রবণতা অনেক বেড়ে গিয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের মালামাল ভাগাভাগি করতে গিয়ে দুই পক্ষের মধ্যকার সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<66535 and publish = 1 order by id desc limit 3' at line 1