বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফের বেড়েছে ডেঙ্গু রোগী

রুমা উপজেলা পরিষদ চেয়ারম্যানের স্ত্রীর মৃতু্য
যাযাদি রিপোর্ট
  ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যেমনটা আভাস দেয়া হয়েছিল, ঠিক সেভাবেই ওঠানামা চলছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যায়। ছয়শর ঘরে নামার ২৪ ঘণ্টার মধ্যে আবার বেড়েছে ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৭৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বুধবার সকাল ৮টা পর্যন্ত সংখ্যাটি ছিল ৬৩৪।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক মীর জাদি সেব্রিনা ফ্লোরা আগেই বলেছিলেন, সেপ্টেম্বরে বৃষ্টিপাতের কারণে মশার উপদ্রব বাড়তে পারে। ফলে এ মাসে ওঠানামা

করবে ডেঙ্গু রোগীর সংখ্যা।

পুরো সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যার দিকে নজর রাখবে বলেও জানিয়েছিলেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৭ জন ডেঙ্গু রোগী। আর এ সময়ে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫১৩।

অধিদপ্তর বলছে, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫০০-এর নিচে নামলেই কেবল ডেঙ্গু নিয়ন্ত্রণে এসেছে বলা যাবে।

হেলথ ইমারজেন্সি অপারেশ সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, এ বছর সারাদেশে ৭৯ হাজার ৩৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এখন সারাদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে তিন হাজার ২৯ জন রোগী ভর্তি আছেন।

এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে এক হাজার ৩৫৫ জন, ঢাকার বাইরের হাসপাতালগুলোতে এক হাজার ৬৭৪ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত ৭৬ হাজার ১৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন। শতকরা হিসাবে ৯৬ শতাংশ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ, গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৯৭টি মৃতু্যর তথ্য এসেছে। এর মধ্যে ১০১টি পর্যালোচনা করে ৬০ জনের ডেঙ্গুতে মৃতু্য নিশ্চিত করেছে আইইডিসিআর।

রুমা উপজেলা চেয়ারম্যানের

\হস্ত্রীর মৃতু্য

এদিকে বান্দরবানের রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমার স্ত্রী ডমেচিং মারমা বেবি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার ভোরে বন্দরনগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৫ বছর বয়সি বেবির মৃতু্য হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার ডা. নুরুল হায়দার বলেন, ডেঙ্গুতে আক্রান্ত বেবি চট্টগ্রামের সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

'সকালে সিএসসিআর থেকে জানানো হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃতু্য হয়েছে।'

রুমা সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ডমেচিং মারমা বেবিকে মঙ্গলবার রাতে চট্টগ্রামের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তার স্বামী উহ্লাচিং মারমা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন।

চট্টগ্রাম নগরীতে চলতি বছর এ নিয়ে মোট চারজনের ডেঙ্গুতে মৃতু্য হলো।

বরিশালে স্কুল

ছাত্রীর মৃতু্য

ব?রিশাল অফিস জানায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত স্কুলছাত্রীর মৃতু্যর ঘটনা ঘটেছে। মৃত সুরাইয়া (১৪) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাসিন্দা বাদল মুন্সীর মেয়ে ও হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর রাত ৮টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত সুরাইয়া শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে তার মৃতু্য হয়।

উলেস্নখ্য, এ নিয়ে শেবাচিম হাসপাতালে গত ১৬ জুলাই থেকে ডেঙ্গুজ্বরে মোট ৮ জনের মৃতু্যর ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<66533 and publish = 1 order by id desc limit 3' at line 1