শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকায় কমছে ডেঙ্গু রোগী, আরও দুইজনের মৃত্যু

যাযাদি ডেস্ক
  ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

রাজধানী ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমে এসেছে। ডেঙ্গু থেকে রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানালেন চিকিৎসকরা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া জানান, আশার কথা হচ্ছে রাজধানীতে কমতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৪ জন এবং শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৪৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের ঝুঁকি বেশি থাকে। তাই ডেঙ্গু মোকাবিলায় একসঙ্গে কাজ করলে প্রকোপ কমানো সম্ভব। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (২৩ আগস্ট সকাল ৮টা থেকে ২৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৭৯ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক সপ্তাহ ধরে কমতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা। এ ছাড়া বর্তমানে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের জটিল সমস্যা নিয়ে আসছেন না। চুনারুঘাটে বাবুর্চির মৃতু্য হবিগঞ্জ প্রতিনিধি জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আবদুল কালাম (৫৫) নামের এক বাবুর্র্চি। শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন ইকবাল। আবদুল কালাম চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের গদিশাল গ্রামের মফিজ উলস্নার ছেলে। ইউএনও জানান, সপ্তাহখানেক আগে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হলে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান কালাম। ময়মনসিংহ মেডিকেলে শিশুর মৃতু্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত এক শিশুর মৃতু্য হয়েছে। হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক লক্ষ্ণীনারায়ণ মজুমদার জানান, শনিবার ভোর পৌনে ৬টার দিকে জারিফ হোসেন নামে এই শিশুর মৃতু্য হয়। পাঁচ মাস বয়সী জারিফ ময়মনসিংহ শহরের শিকারিকান্দা এলাকার আরিফ হোসেনের ছেলে। কয়েক দিন আগে জ্বর হলে তাকে গাজীপুরের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গুর জীবাণু ধরা পড়ে। তাকে সেখানেই চিকিসা দেয়া হচ্ছিল। অবস্থার অবনতি হলে শনিবার ভোর ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক লক্ষ্ণীনারায়ণ বলেন, 'ডেঙ্গুতে আক্রান্ত শিশুর শরীরের বিভিন্ন অর্গান কার্যকারিতা হারিয়ে ফেলার কারণে জারিফের মৃতু্য হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে