শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দীপন গ্যাসের পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

যাযাদি রিপোর্ট
  ১২ জুলাই ২০১৯, ০০:০০
রাশেদ মাহমুদ

জাল দলিল তৈরির মামলায় দীপন গ্যাস কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) ইঞ্জিনিয়ার রাশেদ মাহমুদ, দলিলদাতা সুফিয়া খাতুন ও রাশেদুল করিমের বিরুদ্ধে দন্ডবিধির ৪৬৭/৪৬৮ ধারায় অভিযোগ গঠন করেছে আদালত। গত ২৪ জুন ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ. এফ. এম মারুফ চৌধুরী এ আদেশ দেন। আগামী ১৯ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

আদালত তার আদেশনামায় উলেস্নখ করেন, আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪৬৭/৪৬৮ ধারায় অভিযোগ গঠনের জন্য পর্যাপ্ত উপাদান বিদ্যমান রয়েছে। কাজেই আসামিদের আনা ২৪১ এ ধারায় অব্যাহতির দরখাস্ত নামঞ্জুর করা হলো।

আদালত সূত্রে জানা যায়, ইঞ্জিনিয়ার রাশেদ মাহমুদ অপরাপর জালিয়াত চক্রের যোগসাজশে ভুয়া ও জাল কাগজপত্রের মাধ্যমে সাভার উপজেলার আশুলিয়া থানাধীন টাকশুর ও উত্তর রামচন্দ্রপুর মৌজার মোট দেড় একর সম্পত্তি ক্রয় নিমিত্তে প্রতারণামূলক দলিল (নং ১৩৬২৬ তাং ২৮/০৯/১৭) তৈরি করেন। ওই দলিলের দাতারা হলেন মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন ও পুত্র রাশেদুল করিম। অথচ ওই দলিলের তফসিলভুক্ত সম্পত্তি এইচআরসি প্রপার্টিজ লিমিটেডের।

জালিয়াতির এ বিষয়টি ফাঁস হওয়ার পর এইচআরসি প্রপার্টিজ লিমিটেডের সহকারী ম্যানেজার (প্রশাসন) মো. ইয়াকুব আলী বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা (৬৮৩/২০১৭) দায়ের করেন। আশুলিয়া থানা আমলী আদালত এ ঘটনাটি পুলিশ বু্যরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন। তদন্তে পিবিআই আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ পেয়ে প্রতিবেদন দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে আদালত তিন আসামির বিরুদ্ধে দন্ডবিধির ৪৬৭/৪৬৮/৪৭১/১১৪ ধারায় অপরাধ মোতাবেক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<57808 and publish = 1 order by id desc limit 3' at line 1