শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেঘনা, গোমতী সেতুতে যানবাহন চলাচল শুরু

যাযাদি রিপোর্ট
  ২৬ মে ২০১৯, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেঘনা-গোমতী সেতু উদ্বোধনের পর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় -বাংলানিউজ

রোজার ঈদের আগে খুলল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দ্বিতীয় মেঘনা ও মেঘনা-গোমতী সেতু, যাতে এই সড়কে ভোগান্তি অনেকটাই কমে আসবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এই দুটি সেতুর পাশাপাশি জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কে আরও কয়েকটি অবকাঠামোর উদ্বোধন করেন।

গণভবনে থেকে ভিডিও কনফারেন্সে প্রকল্পগুলো উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, এ অবকাঠামো বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও ভূমিকা রাখবে।

দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতুর পাশাপাশি উদ্বোধন হয়েছে জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কে কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার, কালিয়াকৈর, দেওহাটা, মির্জাপুর ও ঘারিন্দা আন্ডারপাস এবং কড্ডা-১ সেতু ও বাইমাইল সেতু।

প্রধানমন্ত্রী বলেন, 'যে সেতুগুলো উদ্বোধন করছি, আমরা মনে করি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত উপযোগী।

পাশাপাশি আমাদের আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রটা আমরা তৈরি করেছি। সেখানেও একটা বিরাট অবদান রাখবে।

কারণ বর্তমান বিশ্বটা একটা গেস্নাবাল ভিলেজ। সকলের সাথে মিলেই চলতে হবে আর্থ-সামাজিক উন্নতি করতে হলে। সেই ক্ষেত্রে আমরা মনে করি, এই কাজগুলো শুধু আমাদের জন্য না, আঞ্চলিক সহযোগিতার জন্যও একটা বিরাট অবদান থাকবে।'

জাইকার সহযোগিতায় সড়ক ও জনপথ অধিদপ্তদের অধীনে বাস্তবায়ন হওয়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শীতলক্ষ্যা সেতু (দ্বিতীয় কাঁচপুর সেতু), দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৮ হাজার ৪৮৭ কোটি টাকা। এর মধ্যে জাপানের জাইকা ৬ হাজার ৪২৯ কোটি টাকা সহায়তা দিয়েছে।

গত ১৬ মার্চ দ্বিতীয় শীতলক্ষ্যা সেতু (দ্বিতীয় কাঁচপুর সেতু) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতুর উদ্বোধন হলো গতকাল।

৯৩০ মিটার দৈর্ঘ্যের চার লেইনবিশিষ্ট দ্বিতীয় মেঘনা সেতুতে ব্যয় হয়েছে ১ হাজার ৭৫০ কোটি টাকা। আর ১০১০ মিটার দৈর্ঘ্যের চার লেইনবিশিষ্ট দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুতে ব্যয় হয়েছে ১ হাজার ৯৫০ কোটি টাকা।

জাপানের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওবায়েশি করপোরেশন, সিমিজু করপোরেশন, জেএফএই করপোরেশন ও আইএইচআই ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমস কোম্পানি লিমিটেড এই সেতুর ঠিকাদারি কাজে ছিল।

২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মেয়াদ থাকলেও তার আগেই নির্মাণ কাজ শেষ হয় এবং ব্যয়ও কমেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

জাপান সরকারসহ অন্যান্য উন্নয়ন সহযোগী যারা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করেছেন, অনুষ্ঠানে তাদেরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের অবস্থান আজকে বিশ্বে এমন একটা জায়গায় আছে যে, আমরা সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে যার কাছ থেকে উন্নয়নের সহযোগিতা পাচ্ছি, আমরা সেটা গ্রহণ করে দেশের মানুষের কাজে লাগাতে সক্ষম হচ্ছি। আমাদের এই কাজ অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, '২১ বছর পর আওয়ামী লীগ সরকারে আসে। আওয়ামী লীগ সরকারে আসার পরই আমরা মানুষের জীবনে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে পেরেছি।

দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে, তারা আমাদের উপর বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন এবং আমাদেরকে ভোট দিয়েছেন, সেবা করার সুযোগ দিয়েছেন।'

সরকারের আসার পর থেকেই জাতির পিতার আদর্শ মাথায় নিয়ে কাজ করে যাওয়ার কথা উলেস্নখ করে তিনি বলেন, যার ফলে আজকে দেশের মানুষ সুফল পাচ্ছে।

সবসময় একটা লক্ষ্য থাকে। আমাদের কাজের মধ্য দিয়ে দেশের মানুষের জীবন-মান উন্নত করা, দারিদ্র্যের হাত থেকে মানুষকে মুক্ত করা, আর্থ-সামাজিক উন্নতি ও অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করা।

তার নেতৃত্বাধীন সরকারের সময় দেশের বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সড়ক, নৌ, রেল ও বিমান সবদিক থেকেই যেন মানুষের যোগাযোগ সহজ হয়ে যায় সেই করে যাচ্ছি।

মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাসর্ যাপিড ট্রানজিটসহ নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।

একইসঙ্গে তিনি গাড়ির চালককে ট্রাফিক আইন মানা এবং পথচারীদেরও নিয়ম মেনে চলার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী জানান, মহাসড়কগুলোতে চালকদের জন্য বিশ্রামাগার করে দেয়া হচ্ছে এবং উপজেলা পর্যন্ত চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি প্রমুখ।

মুন্সীগঞ্জ, কুমিলস্না, গাজীপুর প্রান্ত থেকে গণভবনের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি ও স্থানীয় মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<51155 and publish = 1 order by id desc limit 3' at line 1