বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার বিএমডবিøউ ফেরত দিলেন ওবায়দুল কাদের

যাযাদি রিপোটর্
  ১৯ জুলাই ২০১৮, ০০:০০
আপডেট  : ১৯ জুলাই ২০১৮, ০০:০৮
ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বরাদ্দ পাওয়া বিএমডবিøউ গাড়ি ফেরত দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বিলাসী গাড়িটি ফেরত দিয়েছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কমর্কতার্ মো. আবু নাছের বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে নাছের জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির অনুক‚লে সরকারি যানবাহন অধিদপ্তর হতে সম্প্রতি বরাদ্দ দেয়া বিএমডবিøউ গাড়িটি (ঢাকা-মেট্রো-ভ-১১-১৯৪৭) তিনি ফেরত দিয়েছেন। ‘বিএমডবিøউ’টি প্রত্যাহার করে আগের ব্যবহৃত গাড়িটি বরাদ্দ দিতে মঙ্গলবার মন্ত্রীর দপ্তর থেকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার বরাবর পত্র পাঠানো হয়েছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ও সরকারের হয়ে দীঘর্ অবদান রাখার জন্য সম্প্রতি সরকারের কয়েকজন সিনিয়র মন্ত্রীকে বিএমডবিøউ গাড়ি উপহার দেন বলে জানা যায়। বাংলাদেশে অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনভুক্ত (ওআইসি) দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের সময় নিয়ে আসা বিএমডবিøউ গাড়িগুলো অব্যবহৃত হিসেবে ছিল। সরকারি কোম্পানি থেকে কেনা গাড়িগুলোর প্রতিটির মূল্য ৭০ থেকে ৮০ লাখ টাকা। বিএমডবিøউ উপহার পেয়েছিলেন অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গণপূতর্মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরসহ কয়েকজন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এরই মধ্যে তার গাড়িটি ফেরত দিয়ে সাধারণ গাড়ি ব্যবহার করছেন বলে জানা যায়। সোনা গায়েবের কোনো ঘটনা ঘটেনি গাজীপুর প্রতিনিধি জানানÑ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দল যে কোনো বিষয়কে ইস্যু হিসেবে পাওয়ার জন্য খুবই উন্মাদ হয়ে গেছে। কে-কী বলল, সত্যতা কতটুকু, তথ্য-প্রমাণ কতটুকুÑ সেটা না জেনে হুট করে মন্তব্য করল যে বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে গহনা লুট হয়ে গেছে, সোনা লুট হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কোনো সোনা গায়েবের ঘটনা ঘটেনি। বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে সড়ক ও জনপথের উপবিভাগীয় কাযার্লয়ে ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনকল্পে করণীয় নিধার্রণবিষয়ক সভায় তিনি এসব কথা বলেন। রাজশাহীতে মঙ্গলবার বিএনপির মেয়র পদপ্রাথীর্ মোসাদ্দেক হোসেনের পক্ষে গণসংযোগ করার সময় তিনটি ককটেল ছুড়ে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। বিস্ফোরণের পর ¯িপ্লন্টারবিদ্ধ হয়ে আহত হন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাসহ তিনজন। এ ঘটনার জন্য বিএনপির নেতা দায়ী করেছেন আওয়ামী লীগকে। এ বিষয়ে দৃষ্টি আকষর্ণ করলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন নিবার্চনে তিন সিটির অবস্থানই ভালো। এখানে (রাজশাহী) আওয়ামী লীগের প্রাথীর্ খায়রুজ্জামান লিটনের অবস্থান অনেক আগে থেকেই ভালো। এখন বিএনপি নিবার্চনে হেরে যাওয়ার আগেই হেরে যাচ্ছে। ইলেকশন এখনো হয়নি, ভোট হওয়ার আগেই তারা হেরে যাচ্ছে। আমাদের ভরা কলসি কেন নড়বে? যেখানে আমরা জিতে যাচ্ছি। জেতার ব্যাপারে আমরা আশাবাদী। সেখানে কেন আমরা ককটেলের মতো বিস্ফোরণ ঘটিয়ে নিবার্চনী পরিবেশ নষ্ট করতে যাব। এটা তারাই করতে পারে, যাদের হেরে যাওয়ার আশঙ্কা আছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে