শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোটা সংস্কার কমিটির প্রতিবেদন দ্রæত চায় ১৪ দল

যাযাদি রিপোটর্
  ১৮ জুলাই ২০১৮, ০০:০০

কোটা পদ্ধতি সংস্কারের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটিকে দ্রæত প্রতিবেদন দেয়ার দাবি জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমÐির রাজনৈতিক কাযার্লয়ে জোটের এক বৈঠকে দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ দাবি করেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘একটি স্পশর্কাতর বিষয় নিয়ে একটি মহল একের পর এক চক্রান্ত করছে। কোনো ইস্যু না পেয়ে কোটা সংস্কার ইস্যু নিয়ে তারা মাঠে নেমেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারুণ্যকে উৎসাহিত করার জন্য কোটার ব্যাপারটি নিয়ে কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী যেহেতু এক পযাের্য় সংসদে বলেছিলেন কোটা রাখবেন না, তারপরেও তিনি একটি কমিটি করে দিয়েছেন কেবিনেট সচিবের নেতৃত্বে। সেই কমিটি কাজ করছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোটা সিস্টেম আমাদের সংবিধানে আছে। ১৪ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার আহŸান জানাচ্ছি। তিনি অনগ্রসর মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। কেবিনেট সেক্রেটারির নেতৃত্বে

কমিটি কাজ করছে, আপনারা ধৈযর্ ধরুন। দীঘর্ দিনের একটা সিস্টেমকে বদল করে আনতে একটু সময় লাগে। আমরা কেবিনেট সচিবের নেতৃত্বে গঠিত কমিটিকে ১৪ দলের পক্ষ থেকে অনুরোধ করতে চাই, দ্রæত আপনাদের কাজটি শেষ করে দ্রæততার সঙ্গে প্রতিবেদন দিন। কেউ যেন সুযোগ না নিতে পারে, কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে।’

সংবাদ সম্মেলন শেষে জাতীয় পাটির্-জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম বলেন, ‘আমরা কোটা সংস্কারের বিষয়টির যৌক্তিক সমাধান চাই। আমরা আশা করি সমাধান পেয়ে যাব। এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’

বিএনপি নিবার্চন ভÐুলের ষড়যন্ত্রে লিপ্ত- দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, নিবার্চন সামনে আসছে। সে ক্ষেত্রে সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে নিবার্চন কমিশনের নিধাির্রত তারিখে বাংলাদেশে নিবার্চন হবে। আমরা আশা করি দেশের সব রাজনৈতিক দল নিবার্চনে অংশগ্রহণ করুক। এমনকি বিএনপি নিবার্চনে আসুক সেটা আমরা চাই। কাউকে নিবার্চন থেকে সরানোর কোনো চিন্তা আমাদের নেই। আমরা চাই প্রতিদ্ব›িদ্বতা করে নিবার্চনে জয় আসুক। এখন তারাই চক্রান্ত করছে নিবার্চনকে ভÐুল করার জন্য। সংবিধানেই আছে কীভাবে নিবার্চন হবে। সমস্ত গণতান্ত্রিক দেশে নিবাির্চত সরকারের অধীনেই নিবার্চন হয়। একইভাবে আমাদের দেশেও শেখ হাসিনার অধীনেই নিবার্চন হবে। তাই আমরা বলব কোনো ধরনের চক্রান্ত না করে নিবার্চনে আসুন জনগণের রায় গ্রহণ করুন।’

নিবার্চনে অংশগ্রহণ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে নাসিম বলেন, কোন রাজনৈতিক দল কীভাবে নিবার্চনে অংশগ্রহণ করবে এটা তাদের বিষয়। এটা নিয়ে আমাদের সঙ্গে কারও কোনো আলোচনা হয়নি। বিএনপি নিবার্চনে আসবে বলে আমরা আশা করছি। বিএনপির সঙ্গে নিবার্চন নিয়ে ভবিষ্যতে আলোচনার কোনো প্রশ্নই উঠে না।’

বৈঠকে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের একাংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<4033 and publish = 1 order by id desc limit 3' at line 1