শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন চট্টগ্রামের নতুন ডিআইজি

যাযাদি রিপোটর্
  ১৮ জুলাই ২০১৮, ০০:০০

তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের নতুন উপ-মহাপরিদশর্ক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার খুলশী রেঞ্জ ডিআইজি কাযার্লয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

ডিআইজি বলেন, ‘সামনে জাতীয় নিবার্চনকে কেন্দ্র করে কোনো কুচক্রীমহল যাতে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে লক্ষ্যে কাজ করব। সন্ত্রাস ও জঙ্গিবাদকে নিমূর্ল করতে কাজ করব।’

মাদকের ভয়াবহতা রোধ ও রেঞ্জ পুলিশের অধীনে বিভিন্ন ইউনিটে শৃঙ্খলা আনতে কাজ করবেন বলে জানান ডিআইজি।

পুলিশ সিভিল মাস্টার নয়, সিভিল সাভের্ন্ট বলে মন্তব্য করেছেন খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, ‘আমরা প্রকৃতপক্ষে জনগণের সেবক। কিন্তু আমরা অনেকে যখন বড় পদে (এসপি, ডিআইজি) যাই তখন তা ভুলে যাই। আপনারা সাংবাদিকরা তাদের (পুলিশকে) দায়িত্ব ও কতর্ব্য সম্পকের্ মনে করিয়ে দেবেন। প্রয়োজনে তাদের লাগাম টেনে ধরবেন।’

খন্দকার গোলাম ফারুক বলেন, ‘পুলিশ আর সাংবাদিকদের কাজ একই। সত্যের অনুসন্ধানে কাজ করি। আপনারা আমাদের সহযোগিতা করবেন।’

তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য থাকে, আপনারা সে তথ্য প্রচার করেন।’

ডিআইজি বলেন, ‘পুলিশ বিভাগের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূণর্। চট্টগ্রামে দায়িত্ব-কতর্ব্য অনেক বেশি। এখানে সমস্যাও অনেক। এসব সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করতে চাই।’

মাদকের বিষয়ে নতুন ডিআইজি বলেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। মাদকের সঙ্গে পুলিশের কেউ জড়িত থাকলে তার চাকরি থাকবে না।

বিভিন্ন থানার যেসব ওসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে তা তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

সভায় অতিরিক্ত ডিআইজি রোকন উদ্দিন, অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ, জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার একেএম এমরান ভুঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার মশিউদদৌলা রেজাসহ ঊধ্বর্তন কমর্কতার্রা উপস্থিত ছিলেন।

খন্দকার গোলাম ফারুক ১৫ জুলাই চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি হিসেবে যোগদান করেন। তিনি এর আগে রংপুর রেঞ্জে ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<4031 and publish = 1 order by id desc limit 3' at line 1