মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
ঢাকা উত্তর সিটি নির্বাচন

প্রার্থীদের প্রচারে ঢিমেতাল ভোটাররা আগ্রহী নন

যাযাদি রিপোটর্
  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
আপডেট  : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩০
আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র উপনিবার্চনের আনুষ্ঠানিক প্রচার গত রোববার থেকে শুরু হয়েছে। প্রচার চলবে আরও ১০ দিন। এখনো প্রচার জমে ওঠেনি। দু-একজন প্রাথীর্ ছাড়া কাউকে প্রচার চালাতে দেখা যায়নি। মেয়র প্রাথীের্দর পোস্টারও চোখে পড়েনি। ভোটাররা বলছেন, জাতীয় নিবার্চন দেখে তারা সিটি উপনিবার্চন নিয়ে আগ্রহ পাচ্ছেন না। যে কারণে নিবার্চনী আমেজ নিয়েও তারা চিন্তিত নন। তিন দিন সরেজমিনে ঢাকার বাড্ডা থেকে গুলশান-১ নম্বর হয়ে গুলশান-২, বনানী, মহাখালী ও মোহাম্মদপুর ঘুরে কোথাও ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনিবার্চনের প্রচার দেখা যায়নি। কোনো মেয়র প্রাথীর্র প্রচারের মাইকও এসব এলাকায় পাওয়া যায়নি। তবে বাড্ডার দুটি জায়গায় নৌকার প্রাথীর্ আতিকুল ইসলামের ২০ থেকে ২৫টি পোস্টার দেখা গেছে। কারওয়ান বাজার এলাকায় প্রগতিশীল গণতান্ত্রিক পাটির্র (পিডিপি) প্রাথীর্ শাহীন খানের প্রচারের মাইক দেখা গেছে। অন্য মেয়র প্রাথীের্দর কোনো কাযর্ক্রম দেখা যায়নি। নিবার্চন কমিশন (ইসি) প্রতীক বরাদ্দের পর গত সোমবার দুটি মাজার জিয়ারত করার মধ্য দিয়ে নৌকার প্রাথীর্ আতিকুল ইসলাম তার নিবার্চনী প্রচার শুরু করেন। ওই দিন তিনি মিরপুর শাহ আলী মাজার এলাকা, বালিকা বিদ্যালয় শপিং কমপ্লেক্স, শাহ আলী মাকের্ট কঁাচাবাজার এবং ডিএনসিসি সুপার মাকের্ট এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে দোয়া ও ভোট চান। এরপর থেকে তিনি প্রতিদিনই ঢাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। গণসংযোগের বাইরে প্রচারে তারও তেমন কোনো আগ্রহ দেখা যায়নি। নিবার্চনী প্রচারের বিষয়ে নৌকার প্রাথীর্ আতিকুল ইসলাম বলেন, তিনি প্রতিদিনই গণসংযোগ করছেন। শনিবার নিকুঞ্জ, কচুক্ষেত ও সঁাতারকুল এলাকায় গণসংযোগ করেছেন। ভোটারদের স্বতঃস্ফ‚তর্ সাড়া পেয়েছেন, নিবার্চনে জয়ের বিষয়ে তিনি অনেক আশাবাদী। পোস্টার ও মাইক কম ব্যবহারের বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ‘আমি শব্দদূষণ করতে চাই না। শব্দদূষণ কমাতে মাইকের ব্যবহার কম করার পক্ষে। আজকাল ঢাকা শহরের মানুষ বাইরের হনের্র শব্দে অস্থির, সে কারণে মাইকের কম ব্যবহার করছি। আর পোস্টার ব্যবহার করে শহর নোংরা করতে চাই না। আমার পোস্টারে কোনো পলিথিন নেই, অরগানিক পোস্টার। আর পোস্টার টাঙানো হয়েছে পাটের দড়ি দিয়ে, যেন পরিবেশের কোনো ক্ষতি না হয়। একটি সবুজ ঢাকার জন্য এমন উদ্যোগ।’ প্রচারের বিষয়ে জাতীয় পাটির্র প্রাথীর্ শাফিন আহমেদ বলেন, প্রতিদিনই তিনি গণসংযোগ করছেন। যতটুকু পারছেন, গণসংযোগ করছেন। তিনি বলেন, জনগণের কাছ থেকে তিনি আশাব্যঞ্জক সাড়া পাচ্ছেন। নিবার্চনী প্রচারে পোস্টার টাঙানো ও মাইকিংয়ের বিষয়ে তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না, এমন প্রশ্নের জবাবে শাফিন আহমেদ বলেন, ‘যতটুকু পারছি করছি। এখনো তো সময় আছে, হয়ে যাবে।’ প্রগতিশীল গণতান্ত্রিক পাটির্র (পিডিপি) প্রাথীর্ শাহীন খান। নিবার্চন নিয়ে তিনি আশাবাদী, তবে তার অভিজ্ঞতা হতাশাজনক। তিনি বলেন, ‘মানুষের মনে আগ্রহ নেই, এটা হচ্ছে মূল। অনেকে জানেই না যে কী নিবার্চন হচ্ছে। আমাদের সিইসি (প্রধান নিবার্চন কমিশনার) বলেছেন ৩০ (জাতীয় সংসদ নিবার্চন) তারিখের মতো নিবার্চন সুষ্ঠু হবে, ভোট চাইতে গেলে মানুষ এ কথা বলে হাসিঠাট্টা করে। মানুষ বলে, ভোট তো আগের রাতেই হয়ে যায়।’ তবে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে তিনি জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন। উত্তর সিটি উপনিবার্চনে মেয়র পদে স্বতন্ত্র প্রাথীর্ হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন আবদুর রহিম। তিনি শুক্রবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে ইশতেহার ঘোষণা করেছেন। এখন থেকে আনুষ্ঠানিক প্রচার শুরুর পরিকল্পনা রয়েছে তার। প্রচারের বিষয়ে স্বতন্ত্র প্রাথীর্ আবদুর রহিম বলেন, ‘আমরা প্রচার শুরু করেছি। ইশতেহার ঘোষণা হয়েছে।’ তিনি বলেন, এখন পযর্ন্ত যে পরিবেশ, তাতে তিনি ভালোভাবে একটি নিবার্চন করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন। উত্তর সিটির বিভিন্ন এলাকার ভোটাররা বলছেন, জাতীয় সংসদ নিবার্চনের ভোটগ্রহণ দেখে তারা এই নিবার্চন নিয়ে কোনো ধরনের আগ্রহ বোধ করছেন না। এ ছাড়া এই নিবার্চনে বিএনপি নেই, আওয়ামী লীগের প্রাথীর্ ছাড়া অন্য কোনো মেয়র প্রাথীর্ রাজনৈতিকভাবে পরিচিত নন। যে কারণে উত্তর সিটি নিবার্চনে আওয়ামী লীগের প্রাথীর্র ‘জয়’ অনেকটা ‘সুনিশ্চিত’। এমন ধরনের নিবার্চন নিয়ে খুব বেশি উন্মাদনার কিছু নেই। আর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়া যাবে কি না, এ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন কয়েকজন ভোটার। একাদশ জাতীয় সংসদ নিবার্চনে পরাজয়ের পর উত্তর সিটি করপোরেশন উপনিবার্চন বজর্ন করে বিএনপি। উপনিবার্চনে দলটির কোনো প্রাথীর্ নেই। এ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোর প্রাথীর্ও রাজনৈতিকভাবে তেমন পরিচিত না হওয়ার কারণে মানুষের মধ্যে তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। মহাখালী এলাকার একজন ব্যবসায়ী আয়নাল মিয়া। তিনি বলেন, নিবার্চন নিয়ে চিন্তাভাবনা করে লাভ কী? যিনিই নিবাির্চত হন, তিনিই সড়ক-ফুটপাত পরিষ্কারের কথা বলে তার মতো ছোট ছোট দোকানি উচ্ছেদ করেন, এজন্য নিবার্চন নিয়ে তিনি কোনো আগ্রহ পান না। বনানী এলাকার একজন ভোটার মো. লোকমান সরদার বলেন, ‘নিবার্চন নিয়ে এখন আর উৎসবের কিছু নেই। জাতীয় নিবার্চনে যা হলো, এরপর আর ভোট দেয়ার আশা করে লাভ নেই। ভোটকেন্দ্রে গিয়ে লাভ নেই, গিয়ে দেখা যায় ভোট দেয়া হয়ে গেছে।’ ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটানির্ং কমর্কতার্ আবুল কাসেম গত রোববার প্রাথীের্দর প্রতীক বরাদ্দ দেন। রিটানির্ং কমর্কতার্ আবুল কাসেম বলেন, ভোটের ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে। অথার্ৎ ২৬ ফেব্রæয়ারি রাত ১২টা পযর্ন্ত প্রচার চালাতে পারবেন প্রাথীর্রা। ২৮ ফেব্রæয়ারি নিবার্চন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে