বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডিএনসিসি ও উপজেলা নিবার্চনে অংশ নেবে না ইসলামী আন্দোলন

যাযাদি রিপোটর্
  ২৭ জানুয়ারি ২০১৯, ০০:০০
আপডেট  : ২৭ জানুয়ারি ২০১৯, ১০:২০

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও উপজেলা পরিষদ নিবার্চনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার বিকালে দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ বলেন, ‘শিগগিরই নিবার্চনে না যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।’ মাওলানা ইউনুস আহমাদ বলেন, ‘বতর্মান নিবার্চন কমিশনের প্রতি আমাদের আস্থা নেই। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নিবার্চনে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। ভোটাররা প্রতারিত হয়েছেন। ফলে সামগ্রিকভাবে আমরা এ নিবার্চন কমিশনের অধীনে নিবার্চনে অংশগ্রহণে আগ্রহী না। সেটা উপজেলা নিবার্চন হোক আর ঢাকা উত্তর সিটি করপোরেশন নিবার্চন হোক। আমরা তিন-চার দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবো।’ দলীয় সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও উপজেলা নিবার্চনে প্রাথির্তা না দেয়ার বিষয়ে ঘোষণা দেবে ইসলামী আন্দোলন। ২০১৫ সালে অনুষ্ঠিত ডিএনসিসি নিবার্চনে প্রাথীর্ দিয়েছিল দলটি। প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নিবার্চনে অংশ নিয়ে ইসলামী আন্দোলন ভোটের ফল প্রত্যাখ্যান করে। একমাত্র দল হিসেবে জাতীয় নিবার্চনে সবোর্চ্চ আসনে প্রাথীর্ দেয় এ দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে