শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
সংসদে ওবায়দুল কাদের

গণপরিবহনে যৌন হয়রানি করলে রুট পারমিট বাতিল

নারীদের জন্য নিরাপদ যানবাহন ব্যবস্থা নিশ্চিত করতে বতর্মানে বিআরটিএ কতৃর্ক ১৫টি রুটে ১৮টি বাস এবং অতি সম্প্রতি ঢাকার জন্য আরও ২ দুটি বাস যুক্ত করা হয়েছে
যাযাদি রিপোটর্
  ১২ জুলাই ২০১৮, ০০:০০

গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে নারীদের জন্য আরও গাড়ি নামানো হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, গণপরিবহনে যৌন হয়রানির শিকার হলে সেই গাড়ির রুট পারমিট বাতিল করার মতো শাস্তির ব্যবস্থা আছে। এরইমধ্যে এ সংক্রান্ত অপরাধে একটি গাড়ির রুট পারমিট বাতিল করা হয়েছে।

বুধবার বিকালে জাতীয় সংসদ অধিবেশনে জাসদ দলীয় সংরক্ষিত আসনের সদস্য বেগম লুৎফা তাহেরের ৭১ বিধিতে উত্থাপিত নোটিশের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, গণপরিবহনে নারীর ভোগান্তি দূরীকরণে নারীদের চলাচল নিরাপদ ও নিশ্চিত করতে বিআরটিএ প্রায়শ সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। এ কাযর্ক্রম অব্যাহত আছে। গণপরিবহনে নারী ও প্রতিবন্ধীদের নিরাপদে যাতায়াতের জন্য প্রতিটি বাসে ৯টি আসন সংরিক্ষত রয়েছে। যেসব গণপরিবহনে যৌন হয়রানি হচ্ছে, সেগুলো চিহ্নিত করে রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিলের ব্যবস্থা আছে। এ রকম অভিযোগের ভিত্তিতে ২০১৭ সালের ২৫ অক্টোবর ঢাকা মেট্রো গ-১৪-৩৯৬৩ নম্বর গাড়িটির রুট পারমিট বাতিল করা হয়েছে।

ওবায়দুল কাদের আরও বলেন, নারীদের জন্য নিরাপদ যানবাহন ব্যবস্থা নিশ্চিত করতে বতর্মানে বিআরটিএ কতৃর্ক ১৫টি রুটে ১৮টি বাস এবং অতি সম্প্রতি ঢাকার জন্য আরও ২ দুটি বাস যুক্ত করা হয়েছে। চট্টগ্রাম শহরের দুটি রুটে দুটি বাস চালু রয়েছে। সবের্মাট ২২টি মহিলা বাস সাভির্স চালু রয়েছে। আগামী অক্টোবর মাসে ভারত থেকে আরও ৫০০টি ট্রাকসহ ১১০০টি গাড়ি বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে। এই চালান যখন ঢাকায় আসবে তখন আমরা নারীদের জন্য আরও বাস সাভিের্সর ব্যবস্থা করব। মহিলা বাস সাভির্সগুলোর

অধিকাংশ মহিলা কন্ট্রাক্টার দ্বারা পরিচালিত হচ্ছে। তাছাড়া বিআরটিসিতে মহিলা চালক নিয়োগও প্রক্রিয়াধীন রয়েছে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আরও ১০৫টি আটির্কুলেটেড বাস চলাচল করবে। যেখানে নারীদের জন্য আসন সংরক্ষিত থাকবে। তাছাড়া বেসরকারি বাসগুলোতে নারীদের জন্য ৯টি আসন থাকলেও বাস্তবে অনেক হ্যাসলের মধ্য দিয়ে যেতে হয়। তবে এ ব্যাপারে মালিক সমিতির নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করছি। সেখানে শাস্তিমূলক ব্যবস্থার কথাটি রয়েছে।

মন্ত্রী বলেন, সাম্প্রতিককালে বেসরকারিভাবে মহিলা বাস সাভির্স চালু করেছি। এরইমধ্যে দুটি গাড়ি রাস্তায় নামানো হয়েছে। খুব শিগগিরই ৮টি গাড়ি বহরে আসবে। দুই-তিন মাসের মধ্যে ৭টি গাড়ি রাস্তায় নামানোর কথা। এগুলো দেখতে খুবই সুন্দর। দোলনচাপা নামে নতুন মহিলা বাস সাভির্স সবার মন জয় করেছে। এই বাস সাভিের্স মহিলা ড্রাইভার ও মহিলা কন্ট্রাক্টার রয়েছে। সেখানে গাড়িতে উঠেই নারীরা নিরাপদ বোধ করছে।

উবার ও পাঠাওয়ের মতো রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে গণপরিবহনে আধুনিকতার ছেঁায়া লেগেছে। গণপরিবহন ব্যবস্থা আরও আধুনিক হচ্ছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গাজীপুরে হয়নি, খুলনায়

হয়নি, আর কত শিক্ষা চান?

এর আগে এক কমর্শালায় বিএনপি ক্ষমতায় গেলে একদিনেই বাংলাদেশ পুরনো হাওয়া ভবন থেকে ‘খাওয়া’ ভবনে রূপান্তরিত হবে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী অক্টোবর মাসে জাতীয় নিবার্চনের তফসিল ঘোষণা করা হবে জানিয়ে তিনি নিবার্চনে অংশ নিয়ে বিএনপিকে জনপ্রিয়তা যাচাইয়ের পরামশর্ দেন। বিএনপির উদ্দেশে তিনি আরও বলেছেন, ‘গাজীপুরে শিক্ষা হয়নি, খুলনায় শিক্ষা হয়নি। আর কত শিক্ষা চান?’

বুধবার দুপুরে রাজধানী ঢাকার গুলশানের একটি পঁাচ তারকা হোটেলে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল (সিআরআই) নারী নেতৃত্বের ওপর একটি কমর্শালার আয়োজন করে। কমর্শালায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন।

‘সচিবকে দিয়ে নিবার্চন কমিশন চালাচ্ছে সরকার- বিএনপির এমন মন্তব্যের কঠোর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বিএনপির বানোয়াট মিথ্যা কথা। এটি বিএনপির প্রমাণ করতে হবে। তা না হলে এর জবাব দিতে হবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেন, ‘একদিনের জন্য ক্ষমতা ছেড়ে দিয়ে দেখুন, কী অবস্থা হয় দেশের। সচিবকে দিয়ে নিবার্চন কমিশন চালাচ্ছে সরকার।’

বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে কাদের বুধবার বলেন, ‘আপনারা বলেছেন, ইসির সচিব আওয়ামী লীগের দলীয় অফিসে যান। আমি চ্যালেঞ্জ করছি, ইসি সচিব কোনো দিন আওয়ামী লীগ অফিসে যাননি।’

ওবায়দুল কাদের বলেন, ‘এক দিনের জন্য বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিলে কী হবে বলুন? বাংলাদেশ রসাতলে যাবে। এক দিনেই বাংলাদেশে রক্তের নদী বয়ে যাবে। এক দিনেই বাংলাদেশ সন্ত্রাসের লীলাভূমি হয়ে যাবে। এক দিনেই বাংলাদেশ পুরনো হাওয়া ভবন থেকে ‘খাওয়া’ ভবনে রূপান্তর হবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, সরকার জনবিচ্ছিন্ন কি জনসমথর্নপুষ্ট, তার প্রমাণ দিয়েছে সাম্প্রতিক খুলনা সিটি ও গাজীপুর সিটি করপোরেশন নিবার্চনের ফলাফল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3141 and publish = 1 order by id desc limit 3' at line 1