শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিখোঁজ সেই চার শিক্ষাথী কারাগারে

যাযাদি রিপোটর্
  ০৩ জানুয়ারি ২০১৯, ০০:০০
আপডেট  : ০৩ জানুয়ারি ২০১৯, ০০:০৮

চারদিন ‘নিখেঁাজ’ থাকা সেই চার শিক্ষাথীের্ক নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। অভিভাবকরা সাদা পোশাকে বাস থেকে তাদের তুলে নেয়ার অভিযোগ করেছিলেন পুলিশ পরিচয় দেয়া কয়েকজনের বিরুদ্ধে। বুধবার রাজধানীর কাফরুল থানার দÐবিধি ও বিস্ফোরক আইনের ওই মামলায় এসআই মো. জিল্লুর রহমান তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানান। মামলাটিতে বাদী ইউসুফ হাওলাদার তঁাতী লীগের নিবার্চনী অফিস ভাঙচুর ও তাকে হত্যার উদ্দেশ্যে পেট্রোল বোমা বিস্ফোরণের অভিযোগ করেছেন। ঢাকা মহানগর হাকিম মো. বাকী বিল্লাহর আদালত আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শিক্ষাথীর্রা হলেন- এশিয়ান ইউনিভাসিির্টর বাংলা বিভাগের তৃতীয় বষের্র ছাত্র আবু খালেদ মোহাম্মদ জাবেদ, স্টামফোডর্ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মো. বোরহান উদ্দিন, মানারাত ইউনিভাসিির্টর শেষ বষের্র শিক্ষাথীর্ মো. রেজাউল খালেক ও ঢাকা ইউনানি আয়ুুবেির্দক মেডিকেল কলেজের সাবেক ছাত্র ডা. সৈয়দ মমিনুল হাসান। পুলিশের আবেদনে বলা হয়, ‘আসামিরা বিএনপি-জামায়াতের সক্রিয় সদস্য। দীঘির্দন ধরে তারা বোমা-ককটেল তৈরি ও বিএনপি-জামায়াতের নাশকতায় সহযোগিতা করে আসছিল। গত ১৭ ডিসেম্বর তারা কাফরুল থানার মিরপুর-১৩নং সেকশনস্থ ১/৩ পূবর্ বাইশটেকী, হাজী জব্বারের বাসার সামনে এজাহারভুক্ত আসামিদের সঙ্গে তঁাতী লীগের নিবার্চনী অফিসে ভাঙচুর করে। তারা মামলার বাদী ইউসুফ হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়।’ ‘গ্রেপ্তারের পর আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য যাচাই-বাছাই চলছে। তথ্য সঠিক পাওয়া না গেলে রিমান্ডে নেয়ার প্রয়োজন হতে পরে। তাই তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন।’ শিক্ষাথীের্দর অভিভাবকরা মঙ্গলবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোটার্সর্ অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে ফামের্গট এলাকা থেকে নিবার্চনের আগের দিন সাদা পোশাকের পুলিশ পরিচয়ে তাদের তুলে নেওয়া অভিযোগ করেন। ওই সংবাদ সম্মেলনের পর সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ওই চার শিক্ষাথীের্ক কাফরুল থানায় হস্তান্তর করে। অভিভাবকদের লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ২৯ ডিসেম্বর (শনিবার) শাহবাগের আজিজ সুপার মাকের্ট থেকে কেনাকাটা সেরে চার শিক্ষাথীর্ শাহবাগ মোড়ে এসে বাসার উদ্দেশ্যে বাসে ওঠেন। ফামের্গটে তাদের বাসটি থামিয়ে সাদা পোশাকধারী কিছু ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে আটক করে নিয়ে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে