শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ শুরু হচ্ছে টি২০ সিরিজ

ক্রীড়া প্রতিবেদক
  ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:১৯

প্রবল দাপট দেখিয়ে টেস্ট সিরিজ জেতা হয়েছে, এরপর ওয়ানডে সিরিজটাও। তিন ম্যাচের টি২০ সিরিজে জয়ের সেই ধারাবাহিকতা অক্ষুণœ রাখাই মূল লক্ষ্য বাংলাদেশের। লক্ষ্য পূরণের পথে একধাপ এগিয়ে যেতেই আজ সিলেট আন্তজাির্তক স্টেডিয়ামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে ভর দুপুরে। শিশিরের বিষয়টি মাথায় রেখে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই দফা সময় পরিবতর্ন করে দুপুর সাড়ে ১২টায় খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে কতৃর্পক্ষ। ওই ম্যাচের আগে কিছুটা অস্বস্তি টাইগার শিবিরে। অনুশীলনে চোট পেয়েছেন দলপতি সাকিব আল হাসান। সিরিজপূবর্ সংবাদ সম্মেলনেও আসেননি। তাতে শঙ্কার মেঘ ঘনীভ‚ত আরওÑ নেটে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে পায়ের অগ্রভাগে যে চোট পেয়েছেন সাকিব, সেই চোট কি দল থেকে ছিটকে দিল তাকে! অধিনায়কের বদলে সংবাদ সম্মেলনে আসা দলের প্রধান কোচ স্টিভ রোডস অবশ্য আশ্বস্ত করলেন, ‘শঙ্কার কিছু নেই’ বলে। সঙ্গে এটাও জানালেন, সবকিছু ঠিকঠাক এগোলে কালোর্স ব্রেথওয়েটের সঙ্গে আজ টস করতে নামবেন সাকিবই। সিরিজের প্রথম টি২০ ম্যাচ সামনে রেখে সিলেটে রোববার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে টিম বাংলাদেশ। মোহাম্মদ সাইফউদ্দিনের ইয়োকাের্র দলপতি সাকিব চোট পাওয়ার আগে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে রোডসের শিষ্যদের। লড়াইয়ের ময়দানে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করার প্রভাব এটা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগাররা তো রীতিমতো দুবার্র হয়ে উঠেছে। টেস্ট, ওয়ানডে আর টি২০, সবমিলিয়ে দুই দলের সবশেষ ১১ সাক্ষাতে ৯ বারই বিজয়ীর বেশে মাঠ ছেড়েছে টাইগাররা। ক্রিকেট ম্যাচের দৈযর্্য যত ছোট, ওয়েস্ট ইন্ডিজ ততই শক্তিশালী। কথাটা মিথ্যে নয়। তবে টি২০ ক্রিকেটের বতর্মান বিশ্বচ্যাম্পিয়নরা এই ফরম্যাটে সবশেষ দুই সাক্ষাতে বাংলাদেশকে সেই শক্তি দেখাতে পারেনি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত ওই দুটো ম্যাচে জিতেছে সাকিবের দল। ক্যারিবীয়দের বিপক্ষে সামগ্রিক পরিসংখ্যানেও পিছিয়ে নেই টাইগাররা। এ পযর্ন্ত ৯টি টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। তাতে দুই দলের জয় সমান ৪টি করে। তাদের আজকের লড়াইটা তাই জয়ের সংখ্যায় একে অন্যকে ছাড়িয়ে যাওয়ারও। সাম্প্রতিক ফমর্ আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া সবশেষ দুই ম্যাচে পাওয়া জয়ের নিরিখে আজ ফেভারিট হয়েই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। কারণ আছে আরও একটি, সবশেষ ৫টি টি২০ ম্যাচের একটিতেও জয় দেখেনি ক্যারিবীয়ররা। নিজেদের অতিপ্রিয় ফরম্যাটেই মার খাচ্ছে প্রতিপক্ষÑ এটাও মানসিকভাবে এগিয়ে রাখবে স্বাগতিকদের। প্রতিপক্ষ দলের সহকারী কোচ মুশতাক আহমেদ কিছুটা আক্ষেপের সুরেই বললেন, ‘এখন ধারবাহিকভাবে জেতার তত্ত¡ জানা খুব প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের। টেস্ট আর ওয়ানডে সিরিজে রানের জন্য রীতিমতো হাপিত্যেশ করতে হয়েছে ক্যারিবীয় ব্যাটসম্যানদের। তাদের জন্য সুখবরÑ সিলেটের উইকেট আজ কিছুটা হলেও ব্যাটিংবান্ধব হবে। ওয়ানডেতে জোড়া সেঞ্চুরি হঁাকানো শাই হোপ তাই ছন্দটা ধরে রাখার আশা করতেই পারেন। তবে দলের সঙ্গে নতুন করে যোগ হওয়া এভিন লুইস, শেরফান রাদারফোডর্রা সুযোগটা আদৌ কাজে লাগাতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহের যথেষ্টই অবকাশ আছে। তাছাড়া টাইগার বোলারাও অতিথিদের কঠিন পরীক্ষায় ফেলতে মুখিয়ে রয়েছেন। মাশরাফি বিন মতুর্জা নেই, পেস বোলিংয়ের নেতৃত্বে যথারীতি থাকছেন মুস্তাফিজুর রহমান। তার সঙ্গে রুবেল হোসেন। সিমিং অলরাউন্ডর মোহাম্মদ সাইফদ্দিনেরও একাদশে থাকা নিশ্চিত। স্পিনে সাকিব আর মিরাজই ভরসা, টুকটাক কাজ চালানোর জন্য মাহমুদউল্লাও আছেন। ব্যাটিং অডার্র সবশেষ ওয়ানডে ম্যাচের মতোইÑ ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে লিটন দাস, তিনে সৌম্য সরকার। এরপর মুশফিক-সাকিব-মিঠুন মাহমুদউল্লাহ। সবশেষ ওয়ানডেতে বড় ইনিংস খেলেছেন তামিম। টপঅডাের্র ফিরে সৌম্যও আরেকবার চিনিয়েছেন নিজের জাত। রোডস তো শিষ্যদের পারফরম্যান্সে বেজায় খুশি। আরেকটি সিরিজ জয়ের জন্য শিষ্যরা ধারাবাহিকতা অব্যাহত রাখুক, এমন প্রত্যাশায় তিনি, ‘অসাধারণ সব পারফরম্যান্স দেখিয়ে তারা আমাকে অবাক করেছে। এখন আমরা ধারাবাহিকভাবে সিরিজ জিততে পারছি, বাংলাদেশের জন্য দারুণ খবর এটি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে