শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুরুতেই রক্ত ঝরিয়ে ভোটের প্রচার

সিরাজগঞ্জ, নেত্রকোনা, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন স্থানে সংঘাত-সহিংসতা: নোয়াখালীতে একজন নিহত: ঠাকুরগঁাওয়ে মিজার্ ফখরুল ধুনটে সিরাজের গাড়িতে হামলা, ভাঙচুর
যাযাদি ডেস্ক
  ১২ ডিসেম্বর ২০১৮, ০০:০০
নোয়াখালীর কবিরহাটে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকমীের্দর মধ্যে সংঘষের্ আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। (ডানে) ভাঙচুর করা বিএনপির নিবার্চনী কাযার্লয় Ñযাযাদি

একাদশ সংসদ নিবার্চনের প্রাথীের্দর প্রতীক বরাদ্দের পরপরই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘাত বেঁধেছে সিরাজগঞ্জ, নেত্রকোনা, চট্টগ্রামের ফটিকছড়ি, নোয়াখালীর কবিরহাট, রাজশাহী ও ফরিদপুরের ভাঙ্গায়। এছাড়া ঠাকুরগঁাওয়ে বিএনপি মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীরের গাড়িতে হামলা ও ধুনটে বিএনপি নেতা জিএম সিরাজের গাড়ি ভাংচুর করা হয়েছে। সিরাজগঞ্জে কয়েকটি স্থানে দুই দলের কমীর্-সমথর্কদের সংঘষের্ অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাংচুর হয়েছে বিএনপির একটি কাযার্লয়। নেত্রকোনার দুগার্পুরে ভাংচুর হয়েছে আওয়ামী লীগের একটি কাযার্লয়। সংঘষের্ আহত হয়েছেন অন্তত তিনজন। এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর বাজার এলাকায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট মনোনীত প্রাথীর্র অনুসারীদের সঙ্গে দলের বিদ্রোহী প্রাথীর্র সমথর্কদের সংঘষের্ কমপক্ষে সাতজন আহত হয়েছেন। নোয়াখালীর নুরু পাটোয়ারিহাট এলাকায় আ’লীগ-বিএনপির সংঘষের্ একজন নিহত হয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নিবার্চনে সোমবার প্রতীক বরাদ্দ হয়, এরপর সারাদেশেই প্রচারে নেমে পড়েন প্রাথীর্রা। এর মধ্যেই সোমবার সন্ধ্যায় নেত্রকোনার দুগার্পুরের মাকরাইল বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কমীর্-সমথর্কদের মধ্যে সংঘষর্ বাধে। এ সময় আওয়ামী লীগ কাযার্লয় ভাংচুর হয়। দুগার্পুর থানার ওসি মিজানুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, মাকরাইল বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন সমথের্কর মধ্যে তকর্ বাধে। এক পযাের্য় উভয় দলের সমথর্করা সংঘষের্ জড়ান। এ সময় আওয়ামী লীগের তিনজন আহত হন। বিএনপির লোকজন হামলা চালিয়ে বাজারে থাকা চÐীগড় ইউনিয়ন আওয়ামী লীগ কাযার্লয় ভাংচুর করেছে। আহতদের দুগার্পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। সিরাজগঞ্জে সংঘষর্ সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের কয়েকটি স্থানে আওয়ামী লীগ ও বিএনপির কমীর্-সমথর্কদের সংঘষর্ ঘটে। এতে উভয় দলের অন্তত ১০ জন আহত হন। প্রত্যক্ষদশীর্রা জানান, হাইকোটর্ সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে চক শিয়ালকোল এলজিইডি মোড়ে মিছিল বের করেন তার সমথর্করা। এ সময় দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর আওয়ামী লীগের কমীের্দর সঙ্গে বিএনপি কমীের্দর সংঘষর্ বাধে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘষের্ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম চালির্, বিএনপি কমীর্ শফিকুল ইসলাম, রেজাউল কামরুল পান্নাসহ ১০ জন আহত হন। প্রায় একই সময় উত্তর সারটিয়ায় বিএনপি নেতাকমীর্রা মিছিল বের করার চেষ্টা করলে একদল লোক বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অন্যদিকে ধুকুরিয়ায় বিএনপি নেতাকমীর্রা মিছিল করার সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু বলেন, বিভিন্ন জায়গায় বিএনপি মিছিল বের করে আওয়ামী লীগ নেতাকমীের্দর ওপর হামলা চালায়। এতে আওয়ামী লীগ ও যুবলীগের অন্তত ৪/৫ জন নেতাকমীর্ আহত হয়েছেন। শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর-ই আলম বলেন, চক শিয়ালকোল এলাকায় বিএনপির মিছিলে অতকির্ত হামলা চালিয়ে বিএনপির ৭/৮ জন নেতাকমীের্ক আহত করেছে। এ সময় ইউনিয়ন বিএনপি নেতা জিব্রাইলের বাড়িঘরও ভাংচুর করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, শিয়ালকোলে বেশ কয়েকটি স্থানে বিএনপি নেতাকমীের্দর ওপর হামলা করা হয়েছে। সয়দাবাদে বিএনপির এক নেতাকে মারধর করেছে প্রতিপক্ষ প্রাথীর্র লোকজন। ফটিকছড়িতে সংঘষর্ চট্টগ্রামের ফটিকছড়িতে সংঘষর্ বাধে রাত সাড়ে ৮টার দিকে নানুপুর বাজার এলাকায়। এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগও করেছে। আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন নানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আজম ও অন্যজন মো. করিম। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। চট্টগ্রামের ফটিকছড়ি আসনে নৌকা প্রতীক নিয়ে জোটের প্রাথীর্ তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভাÐারী। তিনি একসময় আওয়ামী লীগের এমপি ছিলেন; পরে একবার বিএনপিতেও যোগ দিয়েছিলেন। অন্যদিকে উত্তর জেলা আওয়ামী লীগের কমিটি সদস্য এটিএম পেয়ারুল ইসলাম দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রাথীর্ হয়েছেন। সোমবার তিনি আপেল প্রতীক বরাদ্দ পান। প্রত্যক্ষদশীর্রা জানান, আজাদী বাজার এলাকায় পেয়ারুল ইসলামের সমথর্করা বিক্ষোভ মিছিল করে। এরপর তারা গাড়ি নিয়ে নানুপুর বাজার এলাকায় পৌঁছায়। তারপরই বাধে সংঘাত। পেয়ারুল বলেন, সন্ধ্যায় আজাদী বাজার এলাকায় ধমর্পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগ নেতা কাজী মাহমুদুল হকের বাড়িতে নজিবুল বশরের অনুসারীরা হামলা চালায়। এ সময় হামলাকারীরা ফঁাকা গুলি ছোড়ে। এ খবর পেয়ে আমরা সদর থেকে উনার বাড়িতে ছুটে যাই। সেখান থেকে ফেরার পথে তিন কিলোমিটার দূরে নানুপুর বাজার এলাকায় আমাদের ওপর হামলা হয়। রাত সাড়ে ৮টার দিকে নানুপুর বাজারে একটি অ্যাম্বুলেন্স, দুটি প্রাইভেট কার ও চার-পঁাচটি মোটরসাইকেল নিয়ে তারা আমাদের গাড়ি বহরে হামলা করে। ‘এক পযাের্য় হামলাকারীরা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর গাড়ি লক্ষ্য করে গুলি করে। তারা নজিবুল বশর মাইজভাÐারীর অনুসারী।’ এ হামলায় নানুপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আজম ও করিম আহত হন বলে জানান পেয়ারুল। কবিরহাটে বিএনপির মিছিলে হামলা নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিএনপির নিবার্চনী মিছিলে দফায় দফায় হামলা হয়েছে। ভাঙচুর করা হয়েছে দলীয় কাযার্লয়, বাড়িঘর ও দোকানপাট। এই ঘটনায় ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় বিএনপি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে এই ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে কবিরহাটে নিবার্চনী পথসভায় যোগ দিতে পারেননি নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনে বিএনপির প্রাথীর্ মওদুদ আহমদ। তিনি কোম্পানীগঞ্জে সিরাজপুরের গ্যাস ফিল্ড এলাকায় এসে ফের কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে ফিরে যান। এই হামলার ঘটনার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপির প্রাথীর্ মওদুদ আহমদ। তিনি বলেন, পুলিশের উপস্থিতিতে তার পথসভায় আসা মিছিলে দফায় দফায় হামলা হলেও তারা নীরব ভ‚মিকা পালন করে। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকমীর্ আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। মওদুদ আহমদ অভিযোগ করেন, হামলা ও বাধার খবর পেয়ে সহকারী রিটানির্ং কমর্কতার্, রিটানির্ং কমর্কতার্ এবং পুলিশ সুপারকে বারবার ফোন করেও তাদের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাননি তিনি। পরে সহকারী রিটানির্ং কমর্কতার্ তাকে ফোন করে কবিরহাটে প্রবেশ করা তার জন্য নিরাপদ নয় জানিয়ে তাকে কবিরহাটে না যেতে অনুরোধ করেন। এ অবস্থায় সুষ্ঠু নিবার্চনের ন্যূনতম পরিবেশ নেই বলেও উল্লেখ করেন মওদুদ। প্রত্যক্ষদশীর্ ও দলীয় সূত্রে জানা যায়, মওদুদ আহমদ তার আনুষ্ঠানিক নিবার্চনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০টায় কবিরহাট বাজারের কেজি স্কুলের সামনে এবং বিকালে কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজের সামনে পথসভার কমর্সূচি দেন। সকাল থেকে কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকমীর্রা মিছিল নিয়ে কবিরহাট বাজারের দিকে আসতে থাকেন। বিএনপির স্থানীয় নেতাকমীর্রা দাবি করেন, দলের কমীর্রা মিছিল নিয়ে যাওয়ার পথে ভ‚ঁইয়ারহাট, কবিরহাট জিরো পয়েন্ট, পৌরসভার সামনে, নতুন হাসপাতাল রোড, কলেজ রোডসহ বিভিন্ন স্থানে তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকমীের্দর হামলা ও ধাওয়ার শিকার হন। এ সময় বাজারের একাধিক দোকান ও বাড়িতেও হামলা চালানো হয়েছে। আশপাশে বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও তারা নীরব ভ‚মিকা পালন করে। হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী ছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের কমীর্ মো. মোহন, ফরহাদ হোসেন, সো. সোহেল, আবু ইউছুফ, মো. পাভেল, জামাল উদ্দিন, মো. হানিফ, সহিদ উল্যাহ, আবুল বাশার, মো. শাহীন, রিধন হোসেন, আবদুস সাত্তার, জসিম উদ্দিনসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহত লোকজনকে স্থানীয় উদ্যোগে বিভিন্ন স্থানে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে বলে কবিরহাট পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন। আ’লীগ-বিএনপি সংঘষের্ নিহত ১ এছাড়া নোয়াখালীতে আওয়ামী লীগ ও বিএনপির কমীের্দর সংঘষের্ স্থানীয় যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের নুরু পাটোয়ারির হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. হানিফ (২৪)। এ সংঘষের্ কমপক্ষে ২০ ব্যক্তি আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকার প্রাথীর্ একরামুল হক চৌধুরী বলেন, মো. হানিফ যুবলীগ নেতা। তিনি এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়াডর্ যুবলীগের সাধারণ সম্পাদক। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকালে নুরু পাটোয়ারির হাট সংলগ্ন একটি বাড়িতে বিএনপি-জামায়াত ও তাদের সহযোগী সংগঠনের নেতাকমীর্রা বৈঠকে বসেন। এ সময় একই এলাকার আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের একদল কমীর্ নৌকার পক্ষে ¯েøাগান নিয়ে বের হয়। মিছিলটি ওই বাড়ির দিকে গেলে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, সংঘষর্ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। একাধিক বাড়িতে হামলা-ভাঙচুর হয়। পুলিশ জানায়, ওই সংঘষের্ যুবলীগ নেতা হানিফ গুলিবিদ্ধ হন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কমর্কতার্ সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, নিহত হানিফের এক পায়ে গুলির চিহ্ন রয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির কমীের্দর মধ্যকার সংঘষের্ যুবলীগ নেতা মো. হানিফ মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ রাজশাহীতে বিএনপি অফিসে ভাঙচুর আনুষ্ঠানিক প্রচারণা শুরুর মাত্র একদিনের মধ্যেই রাজশাহীতে নিবার্চনী সহিংসতা শুরু হয়েছে। সোমবার রাতে রাজশাহী-২ (সদর) এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির নিবার্চনী অফিসে ভাঙচুর ও নৌকা প্রতীকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন বলেন, রাজশাহী-২ আসনের আওতাধীন চার নম্বর ওয়াডের্ বিএনপির নিবার্চনী কাযার্লয় ভাঙচুর করা হয়েছে। পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। ওই ওয়াডের্র যুবলীগ সভাপতি আশরাফুল আলম বাবুর নেতৃত্বে এসব করা হয়েছে। রাজশাহী নগরীতে বিএনপির ১৬ নেতাকমীের্ক গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, রাজশাহী-৩ আসনে বিএনপির প্রাথীর্ অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এ বিষয়গুলো নিয়ে অচিরেই রিটানির্ং কমর্কতার্র কাছে অভিযোগ দেয়া হবে বলে জানান এ বিএনপি নেতা। এদিকে রাজশাহী-২ আসনে নৌকার প্রতীকে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। সোমবার রাতে নগরীর ডাশমারি এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা এটি করেছে-তা নিশ্চিত হওয়া যায়নি। আওয়ামী লীগ নেতাকমীর্রা বলছেন, বিএনপি-জামায়াতের কমীর্রা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। নগরীর ২৯ নম্বর ওয়াডের্র সাবেক কাউন্সিলর জামায়াত নেতা শাহাজান আলীর কাযার্লয়ের সামনে সোমবার রাতে মহাজোট প্রাথীর্ ওয়াকার্সর্ পাটির্ নেতা ফজলে হোসেন বাদশার সমথের্ন একটি নৌকা প্রতীক টাঙানো হয়। ওই রাতেই রাতেই কে বা কারা তাতে অগ্নিসংযোগ করে। এতে নৌকা প্রতীকটির একটি অংশ পুড়ে যায়। এ ঘটনায় মহাজোটের নেতাকমীের্দর মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ বিরাজ করছে। এ ব্যাপারে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, নৌকা প্রতীকে অগ্নিসংযোগ পরিকল্পিত ষড়যন্ত্র। জামায়াত-বিএনপির ক্যাডাররা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারা চাইছে, যে কোনোভাবেই হোক নিবার্চন বানচাল করতে। ভাঙ্গায় ৫টি নিবার্চনী কাযার্লয় ভাঙচুর ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ভাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নে স্বতন্ত্র প্রাথীর্ মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমথর্করা আওয়ামী লীগের ৩টি নিবার্চনী কাযার্লয় ও আওয়ামী লীগের সমথর্করা স্বতন্ত্র প্রাথীর্র ২টি কাযার্লয় ভাংচুর করে। গত সোমবার রাতে প্রচারণার প্রথম দিনে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের লোচনগঞ্জ বাজার, খাটরা, আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের মুন্সির বাজার, কালামৃধা ইউনিয়নের সাওথার গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, সোমবার রাতে কাউলীবেড়া ইউনিয়নের মাঝাইল গ্রামের লোচনগঞ্জ বাজারে মিছিল করার সময় কাজী জাফরউল্লাহর নৌকা মাকার্র সমথর্কদের সাথে স্বতন্ত্র প্রাথীর্ মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমথর্কদের সংঘষর্ হয়। এ সময় আওয়ামী লীগের একটি নিবার্চনী কাযার্লয় ও স্বতন্ত্র প্রাথীর্র একটি নিবার্চনী কাযার্লয় ভাঙচুর হয়। আহত হয় কমপক্ষে ১০ জন। এদের মধ্যে আওয়ামী লীগের ৩ জন, স্বতন্ত্র সমথর্ক ২ জনকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করা হয়। এরপর এ ঘটনা ছড়িয়ে পড়লে স্বতন্ত্র প্রাথীর্র সমথর্করা আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের মুন্সির বাজার, কালামৃধা ইউনিয়নের সাওথার গ্রামে নৌকা মাকার্র নিবার্চনী কাযার্লয় ভাঙচুর করে। আওয়ামী লীগের সমথর্করা কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে স্বতন্ত্র প্রাথীর্র একটি নিবার্চনী কাযার্লয় ভাঙচুর করে। ভাঙ্গা থানার দ্বিতীয় কমর্কতার্ নজরুল ইসলাম বলেন, পুলিশ রাতেই সবকটি ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। ঠাকুরগঁাওয়ে ফখরুলের গাড়িবহরে হামলা ঠাকুরগঁাওয়ে মিজার্ ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়েছে। পুলিশ হামলার খবর নিশ্চিত করলেও কার গাড়িতে কে হামলা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেনি। সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘মঙ্গলবার বেলা ১২টার দিকে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় আমরা দুই-তিনটা গাড়ি ভাঙচুর হওয়ার খবর পেয়েছি। তবে কার গাড়ি কে ভেঙেছে সেটা তদন্ত সাপেক্ষ বিষয়।’ তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য না দিয়ে পরে ফোন করতে বলেন এ পুলিশ কমর্কতার্। তবে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করেন, ফখরুল দানারহাট এলাকায় নিবার্চনী গণসংযোগে গেলে ‘তার গাড়িবহরে এ হামলা’ হয়। ‘বিএনপি মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর ওই এলাকায় নিবার্চনী পথসভা করছিলেন। এ সময় একদল লোক হামলা চালিয়ে দুই-তিনটা গাড়ির কাচ ভেঙেছে। আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে।’ তবে তিনি হামলাকারীর নাম বলতে পারেননি। বেগুনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বনি আমিন হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকজন ভাঙচুর করেনি। ছাত্রদলসহ বিএনপিরই কিছু লোক হামলা চালিয়ে আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে।’ একাদশ সংসদ নিবার্চনে মিজার্ ফখরুল ঠাকুরগঁাও-১ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। সোমবার বিকালে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কাযার্লয়ে ফখরুল ভোটের প্রচারে অংশ নেওয়ার ঘোষণা দেন। ঠাকুরগঁাও থেকে তিনি বগুড়া গিয়ে দুই দিন থেকে ঢাকায় ফিরবেন বলে জানান। ধুনটে জিএম সিরাজের গাড়িবহরে হামলা বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে একাদশ জাতীয় সংসদ নিবার্চনে বিএনপি মনোনীত প্রাথীর্ সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের (জিএম সিরাজ) গাড়ি বহরে আওয়ামী লীগের নেতাকমীর্রা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় গোলাম মোহাম্মদ সিরাজের ব্যক্তিগত গাড়িসহ অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এর মধ্যে কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন জিএম সিরাজ। এ ঘটনায় বিএনপির বেশ কয়েকজন নেতাকমীর্ আহত হয়েছেন বলেও জানান তিনি। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ধুনট উপজেলা শহরের কলাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় পুরো শহর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বতর্মানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুরো শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদশীর্ ও স্থানীয়রা জানান, সোমবার (১০ ডিসেম্বর) নিবার্চনী প্রতীক বরাদ্দের পর ধুনটের এলাঙ্গী বাজার এলাকায় সন্ধ্যার দিকে আওয়ামী লীগ নেতাকমীর্ প্রচার-প্রচারণাকালে বিএনপির দুই নেতা নাদিম ও মাসুদকে মারধর করেন। এরই ধারাবাহিকতায় রাত সাড়ে ১১টার দিকে পুনরায় আওয়ামী লীগ নেতাকমীর্রা সংবদ্ধ হয়ে ধুনটের রাঙামাটি গ্রামে যুবদল নেতা মুরাদের বাড়ি আগুনে জ্বালিয়ে দেন। এতে প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে বিএনপিপ্রাথীর্ গোলাম মোহাম্মদ সিরাজ চারটি জিপ গাড়ি ও শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে যুবদল নেতা মুরাদের বাড়ি পরিদশের্ন রওনা হন। পথিমধ্যে ধুনট শহরের কলাপট্টি এলাকায় তার গাড়ি বহর পৌঁছলে আওয়ামী লীগ নেতাকমীর্রা গাড়িবহরে হামলা চালান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে