শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
একাদশ সংসদ নির্বাচন

প্রতীক নিয়ে প্রচারণা শুরু

এবারের নির্বাচনে নিবন্ধিত ৩৯টি দলই অংশ নিচ্ছে। এ ছাড়া দুই শতাধিক স্বতন্ত্র প্রাথীর্ রয়েছেন। নিবার্চন কমিশন (ইসি) সংসদ নির্বাচনের জন্য ৬৪টি প্রতীক সংরক্ষণ করেছে। এরমধ্যে ৩৯টি নিবন্ধিত দলকে নিজস্ব এবং স্বতন্ত্র প্রাথীের্দর অবশিষ্ট প্রতীকগুলো থেকে বরাদ্দ দেয়া হয়।
যাযাদি ডেস্ক
  ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ১১ ডিসেম্বর ২০১৮, ১০:১৫
প্রতীক বরাদ্দের পরপরই সোমবার দুপুরে খুলনায় মেয়র তালুকদার আবদুল খালেকের নেতৃত্বে নৌকার মিছিল নিবিের্ঘœ শেষ হয়। অন্যদিকে ধানের শীষের সমথের্ন নগরীতে মিছিল বের করা হলে তা পুলিশের বাধায় পÐ হয়ে যায় Ñফোকাস বাংলা

প্রাথীের্দর মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সারাদেশে উৎসবমুখর পরিবেশে নিবার্চনী প্রচার শুরু হয়েছে। রিটানির্ং কমর্কতার্র কাছ থেকে প্রতীক পাওয়ার পরপরই নেতাকমীের্দর নিয়ে প্রাথীের্দর মিছিল ও জনসংযোগ শুরু করতে দেখা যায় দেশের বিভিন্ন এলাকায়। দলীয় মনোনয়নের প্রাথীের্দর প্রতীক আগে থেকে জানা থাকায় কমীর্রা আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। এবারের নিবার্চনে নিবন্ধিত ৩৯টি দলই অংশ নিচ্ছে। এ ছাড়া দুই শতাধিক স্বতন্ত্র প্রাথীর্ রয়েছেন। নিবার্চন কমিশন (ইসি) সংসদ নিবার্চনের জন্য ৬৪টি প্রতীক সংরক্ষণ করেছে। এরমধ্যে ৩৯টি নিবন্ধিত দলকে নিজস্ব এবং স্বতন্ত্র প্রাথীের্দর অবশিষ্ট প্রতীকগুলো থেকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নিবার্চনী আচরণ বিধিমালা অনুযায়ী, প্রতীক পেয়েই প্রাথীর্রা নিবার্চনী প্রচারণায় আনুষ্ঠানিকভাবে নামতে পারেন। প্রচার কাজ বন্ধ হবে ২৮ ডিসেম্বর মধ্যরাত ১২টায়। একাদশ জাতীয় সংসদ নিবার্চনে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পাটির্ সবচেয়ে বেশি প্রাথীর্ দিয়েছে। সব মিলিয়ে দেড় হাজারের মতো প্রতিদ্ব›দ্বী প্রাথীর্ রয়েছে নিবার্চনী মাঠে। প্রচারণা শুরু নিয়ে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনÑ দিনাজপুর: দিনাজপুরে নাসের্দর নিয়ে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিবার্চনী প্রচারণা শুরু করেন হুইপ ইকবালুর রহিম। নাসির্ং পেশাকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণ এবং গত ১০ বছরে ২০ হাজারের বেশি নাসর্ নিয়োগ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে এই আনন্দ শোভাযাত্রা করেন দিনাজপুরের নাসর্, কমর্কতার্ ও শিক্ষাথীর্রা। সোমবার সকাল ১০টার দিকে দিনাজপুর বালুবাড়ী বন্ধন কমিউনিটি সেন্টারের সামনে থেকে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের বন্ধন কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ ইকবালুর রহিম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সবক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। জটিল ও কঠিন রোগের অপারেশনসহ চিকিৎসার জন্য আগে বিদেশে যেতে হলেও এখন আর যেতে হয় না। এখন অনেক জটিল রোগের অপারেশন দেশেই সম্ভব হচ্ছে। আগে যে চিকিৎসক সংকট ছিল তা অনেকাংশে নেই। বিভিন্নভাবে এখন দক্ষ নাসর্ তৈরি করা হচ্ছে। এই অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথা আওয়ামী লীগের। শুধু দিনাজপুর সদর উপজেলাতেই ১০ বছরে সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। তাই এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আবারও নৌকা মাকার্য় ভোট দিন।’ ময়মনসিংহ: ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নিবার্চনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রাথীর্। সোমবার দুপুরে নতুন বাজার দলীয় কাযার্লয়ে নিবার্চনী প্রচারণার উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ সদর আসনের মনোনীত প্রাথীর্ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। এ সময় জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকমীর্রা উপস্থিত ছিলেন। সকাল থেকেই নেতাকমীর্রা ধানের শীষ হাতে করে মিছিল নিয়ে দলীয় কাযার্লয়ে এসে হাজির হন। এ সময় উৎসবে পরিণত হয় দলীয় কাযার্লয়। শেরপুর: শেরপুরের ৩টি আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রাথীের্দর মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার পরপরই প্রচারণা শুরু হয়ে যায়। সোমবার বেলা ১২টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা রিটানির্ং অফিসার আনার কলি মাহবুব প্রাথীের্দর মাঝে এ সব প্রতীক বরাদ্দ করেন। প্রথমে নৌকা প্রতীক নিতে আসেন শেরপুর-১ (সদর) আসনের মহাজোটের আওয়ামী লীগ প্রাথীর্ মো. আতিউর রহমান আতিক। এরপর একই আসনের ধানের শীষ প্রতীক নিতে আসেন ঐক্যফ্রন্টের বিএনপি প্রাথীর্ ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা এবং মহাজোটের আরেক প্রাথীর্ লাঙল প্রতীক নিতে আসেন জাতীয় পাটির্র মো. ইলিয়াছ উদ্দিন। পযার্ক্রমে জেলার বিভিন্ন আসনের দলীয় প্রাথীর্রা তাদের সমথর্ক এবং নেতাকমীের্দর নিয়ে প্রতীক নিয়ে যান। এ সময় উল্লেখিত রাজনৈতিক দলের নেতাকমীর্রা ¯েøাগান দিয়ে প্রাথীের্ক নিয়ে জেলা প্রশাসকের চত্বর ত্যাগ করেন। শেরপুরের ৩টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটির্, ইসলামী আন্দোলন ও সিপিবির মোট ১২ জন প্রাথীর্ প্রতিদ্ব›িদ্বতা করছেন। তারা সবাই আজ প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমে যান। রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুগর্ম সাজেক ও বাঘাইহাট থেকে একাদশ জাতীয় সংসদ নিবার্চনের প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের প্রাথীর্ দীপংকর তালুকদার। সোমবার সকালে প্রতীক বরাদ্দের পরপরই নিবার্চনী প্রচারণায় নামেন তিনি। দুগর্ম সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার থেকে তিনি জনসংযোগ শুরু করেন ও বক্তব্য রাখেন। পথসমাবেশে দীপংকর তালুকদার বলেন, ‘নৌকা উন্নয়নের প্রতীক। পাবর্ত্য শান্তিচুক্তির পর আওয়ামী লীগের আমলে পাহাড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। একটি গোষ্ঠী পাহাড়ে সন্ত্রাস ও চঁাদাবাজীর মাধ্যমে উন্নয়ন বন্ধ রাখতে চায়। গত ৫ বছরে জনসংহতি সমিতির এমপি একটি ইটও ফেলতে পারেননি। তাই উন্নয়ন ও সন্ত্রাস এবং চঁাদাবাজী বন্ধে নৌকা মাকার্য় ভোট দিন।’ ল²ীপুর: ল²ীপুর জেলায় ৪টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন এক স্বতন্ত্র প্রাথীর্সহ ২৪ জন। সোমবার সকালে তাদের সবাইকে প্রতীক দেন জেলা রিটানির্ং কমর্কতার্ অঞ্জন চন্দ্র পাল। প্রতীক পাওয়ার পরপরই প্রাথীর্রা জনসংযোগ শুরু করেন। আওয়ামী লীগ প্রাথীর্ বিমানমন্ত্রী শাহাজাহান কামাল নৌকা প্রতীক নিয়ে ল²ীপুরের চন্দ্রগঞ্জ মান্দারী ও পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চান। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার নৌকা মাকার্য় ভোট প্রাথর্না করেন। নড়াইল: নড়াইলের দু’টি আসনে ১২ প্রাথীের্ক প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রতিদ্ব›দ্বী বিভিন্ন প্রাথীর্ ও তাদের প্রতিনিধির হাতে সংসদ নিবার্চনের প্রতীক তুলে দেন জেলা রিটানির্ং অফিসার ও নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। এরপরই প্রাথীর্রা প্রচারে নেমে পড়েন। নড়াইল-১ আসনে আওয়ামী লীগের প্রাথীর্ হিসেবে বতর্মান সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি পেয়েছেন নৌকা প্রতীক। তার পক্ষে নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচীন চক্রবতীর্ নৌকা প্রতীক গ্রহণ করেন। এ ছাড়া বিএনপির প্রাথীর্ বিশ্বাস জাহাঙ্গীর আলম পেয়েছেন ধানের শীষ, জেলা জাপার (এরশাদ) সাধারণ সম্পাদক মিল্টন মোল্যা পেয়েছেন লাঙল, ইসলামী আন্দোলনের প্রাথীর্ হাফেজ মোহাম্মদ খবির উদ্দীন পেয়েছেন হাতপাখা এবং এনপিপি’র (ছালু) জেলা কমিটির সাধারণ সম্পাদক মুনসুরুল হক পেয়েছেন আম প্রতীক। নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রাথীর্ ক্রিকেটার মাশরাফি বিন মতুর্জা পেয়েছেন নৌকা প্রতীক। মাশরাফির পক্ষে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতারা নৌকা প্রতীক গ্রহণ করেন। ২০ দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের প্রাথীর্ এনপিপি’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোটের্র অ্যাডভোকেট এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ধানের শীষ, জেলা জাতীয় পাটির্র (এরশাদ) সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ পেয়েছেন লাঙল, এনপিপির (ছালু) জেলা সভাপতি মনিরুল ইসলাম পেয়েছেন আম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দীন পেয়েছেন হাতপাখা, ইসলামী ঐক্যজোটের প্রাথীর্ মাহাবুবুর রহমান পেয়েছেন মীনার এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির শওকত আলী পেয়েছেন তারা প্রতীক। বরিশাল: প্রতীক বরাদ্দ পেয়েই নিবার্চনী প্রচারণায় নেমে পড়েন বরিশালের ৬টি আসনের প্রাথীর্রা। সোমবার দুপুর সোয়া ২টার দিকে বরিশাল নগরীর কালীবাড়ি রোডে আবুল হাসানাত আবদুল্লাহ এবং তার বড় ছেলে সিটি মেয়র সাদিক আবদুল্লাহর বাড়ি থেকে নিবার্চনী প্রচারণা শুরু করেন সদর আসনে আওয়ামী লীগ প্রাথীর্ কনের্ল (অব.) জাহিদ ফারুক শামীম। গণসংযোগ এবং লিফলেট বিতরণকালে তার সঙ্গে সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। প্রচারণাকালে জাহিদ ফারুক উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি বরিশালকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে নৌকা প্রতীকে ভোট দিতে সবার প্রতি আহŸান জানান। বিকাল সোয়া ৩টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়ার নিজ বাসভবন চত্বর থেকে নেতাকমীের্দর নিয়ে প্রচারণা শুরু করেন সদর আসনে বিএনপি’র প্রাথীর্ মজিবর রহমান সরোয়ার। গণসংযোগকালে জনগণের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় বরিশালের উন্নয়ন এবং খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট প্রাথর্না করেন বিএনপির এই নেতা। বিগত সিটি নিবার্চনে আওয়ামী লীগ জনগণের ভোট কেড়ে নেয়ায় ৩০ ডিসেম্বরের নিবার্চনে বিএনপি’র পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে জানান সরোয়ার। এ ছাড়া বিকালে নগরী থেকে প্রচারণা শুরু করেন চরমোনাইর অনুসারী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রাথীর্ সৈয়দ ফয়জুল করিম। তিনি লিফলেট বিতরণের পাশাপাশি ভোট প্রাথর্না করেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকমীর্ তার সঙ্গে ছিলেন। এ ছাড়াও বরিশালের অন্যান্য আসনের প্রাথীর্রা প্রতীক বরাদ্দ পেয়েই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিবার্চনী প্রচারণা শুরু করেছেন। চলছে প্রাথীের্দর পক্ষে মাইকিং। বাগেরহাট: প্রতীক বরাদ্দের পর বাগেরহাট সদর আসনের আওয়ামী লীগের প্রাথীর্ শেখ সারহান নাসের তন্ময় আনুষ্ঠানিক নিবার্চনী প্রচার শুরু করেছেন। সোমবার দুপুরে জেলা রিটানির্ং কমর্কতার্র কাযার্লয় থেকে নৌকা প্রতীক পান তিনি। আর এর পরপরই তাকে নিয়ে সমথর্করা শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলরোডে আওয়ামী লীগের দলীয় কাযার্লয়ে এসে শেষ হয়। শেখ তন্ময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি। তিনি জাতির জনকের ভাতিজা শেখ হেলাল উদ্দিনের ছেলে। তার বাবাও আসনে (বাগেরহাট-১) নৌকা প্রতীকে ভোট করছেন এবং ছেলের সঙ্গে মিছিলে অংশ নেন তিনিও। সুদশর্ন তন্ময় এরই মধ্যে স্থানীয় পযাের্য় সাড়া ফেলে দিয়েছেন। সঙ্গবন্ধুর দৌহিত্রকে পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতৃ-কমীর্রা ভীষণ উৎফুল্ল। তারা আসনটি ধরে রাখতে খুবই আশাবাদী। কয়েক হাজার নেতাকমীর্ ও সমথের্কর প্রথম মিছিলে নৌকা প্রতীকের প্লাকাডের্র পাশাপাশি ছিল প্রতীকী নৌকা উপস্থিত ছিল। এর আগে তারা দলীয় কাযার্লয়ের সামনে সংক্ষিপ্ত একটি সমাবেশ করে। প্রথম দিনের নিবার্চনী প্রচারে সকাল থেকেই দলীয় কাযার্লয় ছিল মুখর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকার দলের নেতাকমীর্রা খÐ খÐ মিছিল নিয়ে শহরের রেলরোডের দলীয় কাযার্লয়ের সামনে জড়ো হতে থাকে। ‘নৌকা’, ‘নৌকা’ আর ‘জয় বাংলা’ ¯েøাগানে ¯েøাগান দেন তারা। খুলনায় পুলিশি বাধায় বিএনপির মিছিল পÐ খুলনা অফিস জানায়, খুলনায় বিএনপির প্রাথীের্দর মিছিলে বাধা দিয়েছে পুলিশ। একপযাের্য় বাধার মুখে মিছিলটি পÐ হয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকমীের্দর কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে বিএনপি নেতাকমীর্রা মিছিল না করে দলীয় কাযার্লয়ে ফিরে যান। সোমবার দুপুর ১২টার দিকে মহানগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি’র কাযার্লয়ের সামনে এ ঘটনা ঘটে। দলীয় প্রতীক পেয়ে নেতাকমীের্দর নিয়ে প্রাথীর্রা মিছিল করতে চেষ্টা করেছিলেন। জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-২ আসনের বিএনপি’র প্রাথীর্ নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা-৩ আসনের বিএনপি’রূপ্রাথীর্ রকিবুল ইসলাম বকুল জেলা রিটানির্ং কমর্কতার্র কাছ থেকে দলীয় প্রতীক ধানের শীষ পেয়ে দলীয় কাযার্লয়ে যান। এ সময় মহানগরীর বিভিন্ন ওয়াডর্ থেকে দলীয় নেতাকমীর্রা সেখানে উপস্থিত হন। নেতাকমীের্দর সঙ্গে নিয়ে বিএনপির দুই প্রাথীর্র মিছিলের প্রস্তুতিকালে পুলিশ বাধা দেয়। পুলিশ ও বিএনপির নেতাকমীের্দর মধ্যে বাকতিতÐা হয়। একপযাের্য় বিএনপি’র নেতাকমীর্রা দলীয় কাযার্লয়ের সামনে চলে যান। এ ব্যাপারে বিএনপির প্রাথীর্ নজরল ইসলাম মঞ্জু বলেন, তিনদিন আগে মিছিলের বিষয়ে লিখিতভাবে কেএমপি পুলিশকে অবগত করা হয়েছে। কিন্তু তারা তাদের শান্তিপূণর্ মিছিলেও বাধা প্রদান করছেন। অন্যদিকে আওয়ামী লীগের মিছিলে তারা নিরাপত্তা দিয়ে থাকেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) হুমায়ুন কবির বলেন, রিটানির্ং কমর্কতার্ বলেছেন দুপুর ২টার পরে শোভাযাত্রা বা মিছিল করা যাবে। কিন্তু বিএনপি দুপুর ১২টায় মিছিল বের করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে