logo
মঙ্গলবার ২১ মে, ২০১৯, ৭ জ্যৈষ্ঠ ১৪২৬

  যাযাদি রিপোটর্   ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০  

কামাল, রব, কাদের সিদ্দিকীর হাতেও ধানের শীষ

বিএনপির সঙ্গে ধানের শীষ প্রতীকে নিবার্চন করবে ১১টি রাজনৈতিক দল। বুধবার নিবার্চন কমিশনকে (ইসি) চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি। এর আগে ১১ নভেম্বর আটটি দল এই প্রতীকে নিবার্চন করবে বলে কমিশনকে জানানো হয়েছিল।

বুধবার বিকালে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে দলটির মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই চিঠি ইসিতে পেঁৗছে দেয়া হয়।

কমিশনকে দেয়া চিঠিতে উল্লেখ করা নতুন তিনটি দল হলোÑ ড. কামাল হোসেনের দল গণফোরাম, আ স ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও কাদের সিদ্দিকীর বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ।

ওই চিঠিতে ইসিকে উদ্দেশে করে লেখা হয়, ‘গত ১১ নভেম্বর দেয়া চিঠিতে মোট আটটি দল ধানের শীষ প্রতীকে নিবার্চন করবে বলে আপনাদের জানানো হয়েছিল। তবে ইতোমধ্যে আরও তিনটি দল এই আট দলের সঙ্গে যৌথভাবে ধানের শীষ প্রতীকে নিবার্চন করবে বলে সবর্সম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে- বিষয়টি আপনাদের (ইসি) অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

চিঠিতে দলীয় নিবন্ধন নম্বরসহ এই ১১টি দলের তালিকা উল্লেখ করা হয়। তালিকায় বিএনপির পরপরই যথাক্রমে গণফোরাম, জেএসডি ও বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের নাম উল্লেখ করা হয়। এই চার দলের পর যথাক্রমে লিবারেল ডেমোক্রেটিক পাটির্-এলডিপি, বাংলাদেশ জাতীয় পাটির্- বিজেপি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পাটির্, জাগপা, বাংলাদেশ কল্যাণ পাটির্, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নাম উল্লেখ করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে