শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই জোটের জন্য আসন ফঁাকা রেখে প্রাথীর্ চ‚ড়ান্ত করবে বিএনপি

যাযাদি রিপোটর্
  ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ১৮ নভেম্বর ২০১৮, ০০:০২

২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের জন্য নিধাির্রত আসন ফঁাকা রেখে প্রাথীর্ তালিকা চ‚ড়ান্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে এ সব আসনে বিকল্পপ্রাথীর্ও রাখা হবে, যাতে যাচাই-বাছাইয়ে প্রাথির্তা বাতিল হলে বিকল্প প্রাথীের্ক ধানের শীষ প্রতীক দেয়া যায়।

নিভর্রযোগ্য সূত্রে জানা গেছে, আজ থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হচ্ছে। তাই আগেই কোন কোন আসন ফঁাকা রাখা যায় তার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের কাছে প্রাথীর্ তালিকাও চাওয়া হয়েছে।

সূত্রমতে, যে সব আসন ফঁাকা রাখা হতে পারে সেগুলোর মধ্যে রয়েছেÑ ২০ দলীয় জোটের কনের্ল (অব.) অলি আহমদ চট্টগ্রাম-১৪ ও ১৩, রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭, শাহাদাত হোসেন সেলিম ল²ীপুর-১, আবদুল করিম আব্বাসী নেত্রকোনা-২, আবদুল গণি মেহেরপুর-২। মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম চট্টগ্রাম-৫, বিজেপির আন্দালিব রহমান পাথর্ ভোলা-১, জাগপার শফিউল আলম প্রধানের মেয়ে তাসমিয়া প্রধান পঞ্চগড়-২, মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে পিপলস পাটির্ অব বাংলাদেশের রীতা রহমান নীলফামারী-১, মাইনরিটি জনতা পাটির্র সুকৃতি কুমার মÐল যশোর-২। জাতীয় ঐক্যফ্রন্টের জন্য ড. কামাল হোসেন ফেনী-১ বা বগুরা-৬ বা ৭, মোস্তফা মহসিন মন্টু ঢাকা-১০ অথবা ঢাকা-৭। গণফোরামের নিবার্হী সভাপতি সুব্রত চৌধুরী চট্টগ্রাম-১২ অথবা ঢাকা-৬, সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২, আ স ম আবদুর রব ল²ীপুর-৪, আবদুল মালেক রতন কুমিল্লা-৪ এবং তানিয়া রবের জন্যও একটি আসন ফঁাকা রাখা হবে। মাহমুদুর রহমান মান্নার বগুড়ার আসনও ফঁাকা রাখা হবে। এ ছাড়া জামায়াতের তালিকা ধরে দরকষাকষি করে তা চ‚ড়ান্ত করা হবে। তাই তাদের আসনেও প্রাথীর্ ঘোষণা করবে না বিএনপি।

বিএনপির সিনিয়র এক নেতা বলেন, ২০ দল ও ঐক্যফ্রন্টের পাশাপাশি দলের সংস্কারপন্থি এবং বিগত আন্দোলন-সংগ্রামে যারা নিষ্ক্রয় ছিলেন তাদের নিয়ে দল বিপাকে পড়েছে। মনোনয়ন বোডের্র ওপর তৃণমূল নেতাদের ব্যাপক চাপ রয়েছে। নিষ্ক্রিয় ও সংস্কারপন্থিদের কাউকে যদি মনোনয়ন দেয়া হয়, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকায় চরম দ্ব›দ্ব দেখা দিতে পারে, এই ব্যাপাটা নীতিনিধার্রকদের ভাবাচ্ছে। এরই মধ্যে নানা অভিযোগ অনুযোগ এবং আবদার নিয়ে বরিশাল, চঁাদপুর, রাজশাহী, জয়পুরহাট এবং নরসিংদী থেকে তৃণমূলের নেতারা মনোনয়ন বোডের্র সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রাথীর্ চ‚ড়ান্তকারণের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রোববার থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হচ্ছে। ২১ নভেম্বর পযর্ন্ত এই সাক্ষাৎকার চলবে। দলের স্থায়ী কমিটি সদস্য ও সংশ্লিষ্ট জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ মনোনয়ন বোডের্ থাকবেন। সবার সাক্ষাৎকার শেষে দলের প্রাথীর্ চ‚ড়ান্ত করার আগে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের তালিকা দেখে সিদ্ধান্ত নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<23055 and publish = 1 order by id desc limit 3' at line 1