শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিবার্চন করছেন না বাম জোটের সিনিয়র নেতারা

যাযাদি রিপোটর্
  ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

একাদশ জাতীয় সংসদ নিবার্চনে সিনিয়র বাম নেতারা যাচ্ছেন না। আসন জটিলতা, ভোটপ্রাপ্তির অনিশ্চয়তাসহ কয়েকটি কারণে তাদের মধ্যে এই অনাগ্রহ তৈরি হয়েছে। যদিও গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে জোট জানিয়েছে, নিরপেক্ষ নিবার্চনের জন্য বাম জোটসহ অন্যান্য রাজনৈতিক দলের তোলা দাবির বিষয়ে কোনো সমাধান না করে নিবার্চন কমিশন তফসিল ঘোষণা করেছে। একে ‘একতরফা নিবার্চনের জন্য সরকারের ফঁাদ’ বলে জনমনে ধারণার সৃষ্টি হয়েছে বলেও মনে করেন বাম নেতারা। তাই সেই ‘ফঁাদে’ পা না দিয়ে শীষর্ নেতাদের প্রাথীর্ না করে, মধ্যমসারির নেতাদের নিয়ে নিবার্চনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক জোট। সিনিয়র কয়েকজন বাম নেতার সঙ্গে কথা বলে তাদের এমন মনোভাবের কথা জানা গেছে।

বাম নেতাদের ভাষ্য, সরকার অনেকটাই বেকায়দায় রেখে নিবার্চনের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে ‘দৃশ্যত খালি মাঠ ছেড়ে না দেয়ার’ সিদ্ধান্ত না থাকলেও ভেতরে ভেতরে সুষ্ঠু নিবার্চন অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে নিবার্চনের তফসিল পেছানো, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়ার কারণে নিবার্চন নিয়ে তাদের মধ্যে প্রশ্ন রয়েছে। আর এ কারণেই সিনিয়র নেতারা ভোটের মাঠে নিজেদের নাম জড়াতে চাইছেন না।

নিবার্চনে প্রাথীর্ হতে অনীহা আছে, এমন শীষের্নতাদের মধ্যে রয়েছেন গণতান্ত্রিক বাম জোটের সমন্বয়ক সাইফুল হক, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ (জামান) খালেকুজ্জামান, মোশরেফা মিশু অন্যতম। এই জোটের বাইরে বদরুদ্দীন উমর নেতৃত্বাধীন জাতীয় মুক্তি কাউন্সিল নিবার্চনেই যাবে না।

বাম জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, ‘আমি নিবার্চনে অংশ নেব কিনা, পাটির্ এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। মঙ্গলবারও পাটির্ বৈঠক করেছে কয়েক ঘণ্টা।’ তবে বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্সর্ পাটির্র একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সাইফুল হক নিবার্চন করবেন না। এই সূত্রের ভাষ্য, সুষ্ঠু নিবার্চনের কোনও সম্ভাবনা নেই।

অবশ্য সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। সিনিয়র এই বামনেতা মনে করেন, ‘মূলত কারা নিবার্চনে অংশ নেবেন, সেটা সাংগঠনিক সিদ্ধান্ত। আমার শারীরিক অবস্থাও তেমন একটা ভালো না। আমাদের বাম ধারার রাজনৈতিক দলগুলো কেবলই নিবার্চনকেন্দ্রিক নয়, আরও নানা রকম কাজ থাকে। সেক্ষেত্রে পুরো লিডারশিপই নিবার্চনে অংশ নেয় না। এতে কোনো সমস্যা নেই।’

সিপিবির সভাপতিমÐলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনে কাস্তে মাকার্র প্রাথীর্ হিসেবে মনোনয়নের জন্য তৃণমূল থেকে সুপারিশের মাধ্যমে নাম আসতে শুরু করেছে। ইতোমধ্যে প্রাথীর্ হিসেবে যে সব কেন্দ্রীয় নেতার নাম এসেছে, তারা হলেন-সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান (জামালপুর-২), সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন (নরসিংদী-৪), প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ (গাইবান্ধা-২), আবদুল্লাহ ক্বাফী রতন (কুমিল্লা-৫), রফিকুজ্জামান লায়েক (ফরিদপুর-৩), কেন্দ্রীয় নেতা দিবালোক সিংহ (নেত্রকোনা-১), ডা. ফজলুর রহমান (নওগঁা-৪), অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত (ময়মনসিংহ-৪), জলি তালুকদার (নেত্রকোনা-৪), আহসান হাবীব লাবলু (ঢাকা-১৩), আজহারুল ইসলাম আরজু (মানিকগঞ্জ-৩), সাজেদুল হক রুবেল (ঢাকা-১৫), অ্যাডভোকেট. মন্টু ঘোষ (নায়ারণগঞ্জ-৫), মৃণাল চৌধুরী (চট্টগ্রাম-১), আমিনুল ফরিদ (বগুড়া-৭), অ্যাডভোকেট সোহেল আহমেদ (ভোলা-১), লীনা চক্রবতীর্ (ঢাকা-১৯) প্রমুখ। আগামী ১৮ নভেম্বর পযর্ন্ত মনোনয়নের জন্য আবেদন গ্রহণ করা হবে।

ওই সময়ের মধ্যে তৃণমূল থেকে যথা নিয়মে অথার্ৎ শাখা পযার্য় থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পযাের্য়র কমিটির অভিমতের ভিত্তিতে আবেদন পাঠাতে সংশ্লিষ্ট সবার প্রতি আহŸান জানানো হয়েছে।

নিবার্চনে অংশ নেবেন না গণতান্ত্রিক বিপ্লবী পাটির্র সাধারণ সম্পাদক মোশরেফা মিশু। সরাসরি তার ভাষ্য জানা না গেলেও বাম গণতান্ত্রিক জোটের শীষর্ দুই নেতা জানান, মোশরেফা মিশু নিবার্চনে অংশ নেবেন না। এই প্রসঙ্গে বাম জোটের বাইরে জাতীয় মুক্তি কাউন্সিলের নেতা ফয়জুল হাকিম লালা বলেন, ‘আমাদের দল নিবার্চনে অংশ নেবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22827 and publish = 1 order by id desc limit 3' at line 1