বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএনপি জোটের শীর্ষ নেতাদের নজর এখন ঢাকার আসনে

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা থেকে নিবার্চন করার আলোচনায় আছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কাযর্করী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ
যাযাদি রিপোটর্
  ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ১৫ নভেম্বর ২০১৮, ১০:৩৪

উত্তর ও দক্ষিণ মিলিয়ে অবিভক্ত ঢাকা মহানগরের ১৫টি আসনের মধ্যে ২-৩টি ছাড়া বাকিগুলোতে বিএনপির হেভিওয়েট কোনো প্রাথীর্ না থাকায় তাদের মিত্র দুই রাজনৈতিক জোটের শীষর্ নেতাদের নজর এখন এসব আসনে। বিশেষ করে ঐক্যফ্রন্টের বেশ কয়েকজন নেতা ও ২০ দলীয় জোটের এক শীষর্ নেতার নাম আলোচনায় এসেছে। সেক্ষেত্রে বিএনপির যেসব নেতা এত দিন ঢাকা থেকে নিবার্চন করতে চেয়েছিলেন তারা আশাহত হতে পারেন। খেঁাজ নিয়ে জানা গেছে, ঐক্যফ্রন্টের শীষর্ নেতাদের মধ্যে ঢাকা থেকে নিবার্চন করার আলোচনায় আছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কাযর্করী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর। এর বাইরে ২০ দলীয় জোটের শরিক বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পাথর্ও ঢাকার একটি আসনে নিবার্চন করবেন বলে শোনা যাচ্ছে। ঢাকা-৪ থেকে ১৮ পযর্ন্ত মোট ১৫টি আসনে ঢাকার সাবেক এমপিদের মধ্যে এখন পযর্ন্ত দুজন মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা ৮ ও ৯ আসনের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিজার্ আব্বাস ও ঢাকা ৫ আসনের জন্য সালাহউদ্দিন আহমেদ দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। এই দুই নেতারই দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে নেতাকমীর্রা মনে করেন। এর বাইরের আসনগুলোতে শেষ পযর্ন্ত কেউ মনোনয়ন পাবেন তা এখনো আত্ববিশ্বাসের সঙ্গে দাবি করতে পারছেন না দলের নীতিনিধার্রকরাও। ফলে ঢাকায় বিএনপির হেভিওয়েট নেতাদের সংকট থাকায় রাজধানীর কয়েকটি আসনে শরিক দলের নেতাদের নজর পড়েছে। সূত্রমতে, ঐক্যফ্রন্টের শীষর্ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নিজে নিবার্চন করতে আগ্রহী নন। তবে তাকে নিবার্চনে চান নিজ দল ও জোটের শরিকরা। শেষ পযর্ন্ত ড. কামাল নিবার্চন করতে রাজি হলে তাকে ঢাকা-১০ বা ঢাকা-১২ এবং ঢাকা-১৪ আসনের যেকোনো দুটিতে জোটগত মনোনয়ন দেয়া হতে পারে। এই তিন আসনের মধ্যে ঢাকা ১০ আসনে বিএনপির মনোনয়নের আলোচনায় আছেন বিএনপির আন্তজাির্তক-বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক শেখ রবিউল আলম। ঢাকা ১২ আসনে আলোচনায় আছেন যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান। আর ঢাকা ১৪ আসনে বিএনপির মনোনয়নের আলোচনায় আছেন উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি বজলুল বাসিত আনজু ও সাবেক এমপি এস এ খালেকের ছেলে এবি সিদ্দিক সাজু। সূত্রমতে, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ঢাকা-২ (কেরানীগঞ্জ) এবং ঢাকা-৩ (কেরানীগঞ্জের একাংশ, কামরাঙ্গীরচর ও সাভারের একাংশ) অথবা ঢাকার অন্য আসন থেকে নিবার্চন করতে আগ্রহী। এই দুটি আসনে বিএনপির হেভিওয়েট প্রাথীর্ আছেন। ঢাকা ২ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান এবং ঢাকা-৩ আসনে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই দুই নেতার কারণে মন্টু ঢাকা-৭ আসন থেকে শেষ পযর্ন্ত নিবার্চন করতে পারেন বলে আলোচনা শুরু হয়েছে। ঢাকা-৭ আসনে বিএনপির প্রাথীর্ আলোচনায় ছিলেন সাবেক এমপি প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা। এদিকে কাযর্করী সভাপতি সুব্রত চৌধুরীও ঢাকার ৬ আসন থেকে নিবার্চন করতে পারেন বলে শোনা যাচ্ছে। বিএনপির প্রভাবশালী নেতা সাদেক হোসেন খোকার আসন হিসেবে পরিচিত এই আসনটি। তিনি অসুস্থ ও বিদেশে থাকায় এবার তার ছেলে ইশরাক হোসেন নিবার্চন করবেন বলে আলোচনা এত দিন ছিল বিএনপিসহ রাজনৈতিক মহলে। বিএনপি ও ঐক্যফ্রন্ট সূত্রমতে, ড. কামাল চাইলে আরও কয়েকজনকে গণফোরাম থেকে মনোনয়ন দেয়া হতে পারে। সেক্ষেত্রে গণফোরাম থেকে ঢাকায় আরও ২-১টি আসন চাওয়ার সম্ভাবনাই বেশি। সূত্রমতে, গণফেরাম নেতাদের বাইরে ঐক্যফ্রন্টের শীষর্ নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ল²ীপুর-৪ (রামগতি) আসন ও ঢাকার একটি আসন থেকে নিবার্চন করতে পারেন। শেষ পযর্ন্ত রব ঢাকায় নিবার্চন না করলে জেএসডির সহসভাপতি মিসেস তানিয়া রবের জন্য ঢাকার একটি আসন চাওয়া হতে পারে। এছাড়া নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের পাশাপাশি ঢাকার একটি আসনে নিবার্চন করতে আগ্রহী। আর ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ আসনের পাশাপাশি ঢাকা-৮ থেকে জোটের মনোনয়ন চাইতে পারেন। কিন্তু এ আসনে বিএনপির মনোনয়নের আলোচনায় আছেন স্থায়ী কমিটির সদস্য মিজার্ আব্বাস ও ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি কারবন্দি হাবির উন নবী খান সোহেল। এদিকে ২০ দলীয় জোটের নেতাদের মধ্যে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পাথর্ ভোলা-১ আসনের পাশাপাশি ঢাকার একটি আসনে নিবার্চন করতে চান বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে