শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা বিশ্ববিদ্যালয়

‘ঘ’ ইউনিটের উত্তীণের্দর ফের পরীক্ষা দিতে হবে

যাযাদি রিপোটর্
  ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০
আপডেট  : ২৪ অক্টোবর ২০১৮, ০০:২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভতির্ পরীক্ষা বাতিল করে পুনরায় নেয়াসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার ঢাবির টিএসসিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ Ñফোকাস বাংলা

দিনভর ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ অনুষদের ভতির্ পরীক্ষায় উত্তীণর্ শিক্ষাথীের্দর আবারও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কতৃর্পক্ষ। মঙ্গলবার সকাল থেকে ছাত্রলীগ, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং বাম বিভিন্ন ছাত্র সংগঠনের দফায় দফায় বিক্ষোভের মধ্যেই জরুরি বৈঠকে বসে বিভিন্ন অনুষদের ডিন। পরে ওই বৈঠক থেকেই ‘ঘ’ অনুষদে পাস করা প্রায় ১৮ হাজার শিক্ষাথীর্র পুনরায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ সংবাদ মাধ্যমকে জানান, তারা পাস করা শিক্ষাথীের্দর পুনরায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। এ সংবাদে শিক্ষাথীর্রা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানান। গত প্রায় দেড় সপ্তাহ ধরে দুগার্ পূজার ছুটি থাকায় ‘ঘ’ অনুষদের ভতির্ পরীক্ষার অনিয়ম নিয়ে বড় কোন বিক্ষোভ হয়নি বিশ্ববিদ্যালয়টিতে। ছোট ছোট কিছু বিক্ষোভ হলেও তাতে শিক্ষাথীের্দর উপস্থিতি ছিলো কম। গত রোববার ক্যাম্পাস খোলার পর গতকালই ভতির্ পরীক্ষায় অনিয়ম নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র সংগঠন এ বিষয়ে ব্যাপক বিক্ষোভ প্রদশর্ন করে। তারই প্রেক্ষিতে ওই পরীক্ষায় উত্তীণর্ হওয়াদের নতুন করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় প্রশাসন। মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রথমে ছাত্রলীগের পক্ষ থেকে মধুর ক্যান্টিন থেকে একটি বিশাল মিছিল উপাচাযের্র কাযার্লয়ে যায়। সেখানে গিয়ে তারা উপাচাযর্ অধ্যাপক আক্তারুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করে। এ সময় ছাত্রলীগের নেতারা উপাচাযের্ক বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষাথের্ নতুন কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুরোধ করেন। সকাল সাড়ে দশটার দিকে কেন্দ্রীয় গ্রন্ধাগার থেকে একটি বিশাল মিছিল নিয়ে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা ‘ঘ’ অনুষদের ভতির্ পরীক্ষা বাতিলের দাবিতে বিভিন্ন ¯েøাগান দিতে থাকে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সম্মান ও দেশের মেধা রক্ষারও দাবি জানানো হয় ওই মিছিল থেকে। এ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণের সময় উপাচাযের্র কাযার্লয়ের সামনে গিয়ে প্রায় দশ মিনিট অবস্থান নেয়। এ সময় তারা ¯েøাগানে ¯েøাগানে উপাচাযের্র কাযার্লয় ও এর আশপাশের এলাকা কঁাপিয়ে তোলে। পরে রাজু ভাস্কযের্ গিয়ে মিছিলটি শেষ হয়। এছাড়া ক্যাম্পাসে গতকাল সকাল থেকেই বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতারা ছোট ছোট বিক্ষোভ মিছিল করতে থাকেন। তারাও বিশ্ববিদ্যালয়ের সম্মান এবং দেশের মেধা রক্ষাথের্ ওই পরীক্ষা বাতিলের দাবি করতে থাকেন। চারিদিকে এ ধরনের বিক্ষোভ আর ছাত্র অসন্তোষের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন দুপুর ১২টার দিকে জরুরি মিটিংয়ে বসেন। সে মিটিং থেকেই শুধুমাত্র পাস করা শিক্ষাথীের্দর আবারও পরীক্ষা গ্রহণের মাধ্যমে যারা প্রকৃত মেধাবী তাদের খুঁজে বের করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিকাল তিনটার দিকে উপাচাযর্ এ তথ্য জানানোর পর কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল বের করে ছাত্ররা। প্রসঙ্গত ১২ অক্টোবর শুক্রবার বেলা ১০টায় ঘ অনুষদের ভতির্ পরীক্ষা শুরু হয়। টানা তৃতীয় বারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে সম্মান ১ম বষের্র ভতির্ পরীক্ষায় প্রশ্নফঁাসের অভিযোগ ওঠে। শুক্রবার বেলা ১০টায় পরীক্ষা শুরুর পূবের্ বেলা ৯টা ১৭ মিনিটে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়। বেলা ১১টায় পরীক্ষা শেষ হলে হাতে লেখা ওই উত্তরপত্র যাচাই করে দেখা গেছে, সেখানে বাংলা অংশে ১৯টি, ইংরেজি অংশে ১৭টি, সাধারণ জ্ঞান অংশে ৩৬টিসহ মোট ৭২টি প্রশ্নের হুবহু মিল রয়েছে। এতে পরীক্ষার ফল বাতিলের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। কিন্তু একদিন পিছিয়ে ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষাথীর্রা। ঘ অনুষদে বাংলা, ইংরেজি ও সাধারণজ্ঞান এ তিনটি বিষয়ে ১০০টি প্রশ্ন থাকে। যাতে নম্বর থাকে ১২০। এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলের উপর থাকে আর ৮০ নম্বর। সবমিলে ২০০ নম্বরের পরীক্ষায় উত্তীণর্ শিক্ষাথীের্দরকেই পাস হিসেবে ধরে ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে