বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নিবার্চনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর নতুন ভাবনা

যাযাদি রিপোটর্
  ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০
আপডেট  : ২৩ অক্টোবর ২০১৮, ০০:৩১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন Ñফোকাস বাংলা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চন সামনে রেখে এবার মন্ত্রিসভার আকার কমানো নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বতর্মান মন্ত্রিসভায় ‘সব দলের’ প্রতিনিধিই আছেন। আর নিবার্চনকালীন সরকারের আকার ছোট করা হলে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে। সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার এই ভাবনার কথা তুলে ধরেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলে আসছিলেন, ২০১৩ সালের মতো এবারও ভোটের আগে ‘ছোট আকারের নিবার্চনকালীন’ সরকার গঠন করা হবে। চলতি বছরের শুরুতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী নিজেও তেমনই আভাস দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে এক সম্পাদক প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, মন্ত্রিসভা ছোট করে নিবার্চনকালীন সরকার এবার কখন হবে এবং তার ধরন কেমন হবে। উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ছোট না করলে কোনো অসুবিধা আছে কি না। সম্পাদক তখন বলেন, সংবিধান অনুযায়ী কোনো সমস্যা নেই। প্রধানমন্ত্রী তখন বলেন, যুক্তরাজ্যের মতো যেসব দেশে সংসদীয় গণতন্ত্র আছে, কোথাও নিবার্চনের সময় মন্ত্রিসভায় পরিবতর্ন আনা হয় না। দশম জাতীয় সংসদ নিবার্চনের আগে মন্ত্রিসভা কেন পুনগর্ঠন করা হয়েছিল, সে বিষয়টি ব্যাখ্যা করে শেখ হাসিনা বলেন, সে সময় বিরোধী দলে থাকা বিএনপি নিবার্চনে আসতে রাজি হচ্ছিল না বলে তখন তাদের নিবার্চনকালীন সরকারে আমন্ত্রণ জানানো হয়েছিল। ‘তারা যে মন্ত্রণালয় চায়, সেই মন্ত্রণালয় দেয়া হবে বলেছিলাম। তারা যখন আসেনি, তখন বিভিন্ন দল নিয়ে ছোট মন্ত্রিসভা গঠন করা হয়েছিল।’ আর এবারের পরিস্থিতি বণর্না করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা (দশম সংসদ নিবার্চনে) মেজরিটি পাওয়া সত্তে¡ও প্রতিনিধিত্বকারী দলগুলো থেকে মন্ত্রিসভা গঠন করেছি। এই মন্ত্রিসভায় জনগণের প্রতিনিধি যারা, তারা আছেন। ‘যেহেতু সব দলের প্রতিনিধি আছে, জানি না এটাকে ছোট করার দরকার আছে কি না। কাটছঁাট করা হবে কি না।’ প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভা ছোট করা হলে একজনকে কয়েকটা মন্ত্রণালয় চালাতে হবে। সেক্ষেত্রে কোনো কোনো উন্নয়ন প্রকল্পের কাজ দুই তিন মাসের জন্য থমকে যেতে পারে। এ বিষয়গুলোও ভাবতে হবে। তিনি বলেন, ‘যদি ডিমান্ড করে অপজিশন, তাহলে করব। আর না হলে কিছু করার নাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে