শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্ষমা চাইতে বললেন ৫৫ সিনিয়র সাংবাদিক

নতুনধারা
  ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

এদিকে দৈনিক আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক বিশিষ্ট কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহŸান জানিয়েছেন ৫৫ জন বিশিষ্ট সম্পাদক ও সিনিয়র সাংবাদিক।

শনিবার একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু প্রেরিত এক বিবৃতিতে এ আহŸান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিশিষ্ট কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক মাসুদা ভাট্টি একাত্তর টেলিভিশনে ব্যারিস্টার মইনুল হোসেনকে একটি প্রশ্ন করার প্রেক্ষিতে ব্যারিস্টার মইনুল হোসেন মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে গাল দেয়ার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি, কেবল সাংবাদিকসুলভ প্রশ্ন করায় কাউকে এ রকম ক্ষিপ্ত হয়ে চরিত্রহীন বলার এখতিয়ার কারওরই নেই। স্বাধীন সাংবাদিকতা ও উন্মুক্ত গণমাধ্যম যখন বিভিন্নভাবে আক্রান্ত তখন রাজনীতিবিদ ও আইনবিদ হিসেবে ব্যারিস্টার মইনুলের কাছ থেকে এ রকম আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ ব্যাপারে দেশের বিভিন্ন শ্রেণি ও পেশার ক্ষুব্ধ মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমরা নিম্নোক্ত ব্যক্তিবগর্ও ব্যারিস্টার মইনুল হোসেনের এই নিন্দনীয় আচরণে চরম ক্ষোভ প্রকাশ করছি। আমরাও অবিলম্বে ব্যারিস্টার মইনুল হোসেনের এই ঘৃণ্য বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা প্রাথর্নার দাবি করছি। এটা শুধু মাসুদা ভাট্টিকে অপমান করা হয়েছে বলে নয়, বরং ভবিষ্যতে যাতে কেউ আর এভাবে কাউকে ব্যক্তি আক্রমণ না করেন সেটা নিশ্চিত করার জন্যই অবিলম্বে তার কাছ থেকে প্রকাশ্যে একটি মাজর্না প্রাথর্না আসা প্রয়োজন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের প্রতিটি স্তরে সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ নিশ্চিত করাই আমাদের সব নাগরিকের লক্ষ্য।

বিবৃতিদাতারা হলেন

১. মতিউর রহমান, সম্পাদক, দৈনিক প্রথম আলো; ২. মুহাম্মদ শফিকুর রহমান, সভাপতি, জাতীয় প্রেস ক্লাব; ৩. ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক, দ্য ডেইলি অবজারভার; ৪. মাহফুজ আনাম, সম্পাদক, দ্য ডেইলি স্টার; ৫. নাঈমুল ইসলাম খান, সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময়; ৬. আবুল কালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক, বাসস; ৭. মঞ্জুরুল আহসান বুলবুল, এডিটর ইন চিফ অ্যান্ড সিইও, ইটিভি; ৮. হারুন হাবীব, সিনিয়র সাংবাদিক; ৯. তৌফিক ইমরোজ খালেদী, প্রধান সম্পাদক, বিডিনিউজ২৪.কম; ১০. স্বদেশ রায়, নিবার্হী সম্পাদক, দৈনিক জনকণ্ঠ; ১০. নঈম নিজাম, সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন; ১১. শ্যামল দত্ত, সম্পাদক, দৈনিক ভোরের কাগজ; ১২. শামসুর রহমান, প্রধান নিবার্হী এডিটর ইন চিফ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন; ১৩. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, প্রধান সম্পাদক ও সিইও, ডিবিসি; ১৪. আবু বকর চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক, মানবকণ্ঠ; ১৫. রাশেদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক; ১৬. জাফর সোবহান, সম্পাদক, দ্য বাংলা ট্রিবিউন; ১৭. মোল্লাহ আমজাদ হোসেন, সম্পাদক, এনাজির্ অ্যান্ড পাওয়ার; ১৮. সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান নিবার্হী এডিটর ইন চিফ, জিটিভি; ১৯. শাহ আলমগীর, মহাপরিচালক, পিআইবি; ২০. ফরিদা আক্তার, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব; ২১. জ ই মামুন, হেড অব নিউজ, নিবার্হী সম্পাদক, এটিএন বাংলা; ২২. মুন্নি সাহা, বাতার্ ও অনুষ্ঠান প্রধান, এটিএন নিউজ; ২৩. নাসিমা খান মন্টি, সম্পাদক, দৈনিক আমাদের অথর্নীতি; ২৪. নবনিতা চৌধুরী, সম্পাদক, ডিবিসি নিউজ; ২৫. কবি অসীম সাহা, সংযুক্ত সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময়; ২৬. সাজ্জাদ শরীফ, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক প্রথম আলো; ২৭. মোজাম্মেল হোসেন মঞ্জু, সিনিয়র সাংবাদিক; ২৮. সোহরাব হোসেন, সহযোগী সম্পাদক, প্রথম আলো; ২৯. আনিসুল হক, যুগ্ম-সম্পাদক, দৈনিক প্রথম আলো; ৩০. আবু সাঈদ খান, উপ-সম্পাদক, দৈনিক সমকাল; ৩১. বিভুরঞ্জন সরকার, গ্রæপ যুগ্ম-সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময়; ৩২. জাহিদ রেজা নূর, দৈনিক ইত্তেফাক; ৩৩. ইনাম আহমেদ, ডিপুটি এডিটর, দ্য ডেইলি স্টার; ৩৪. শওকত হোসেন মাসুম, নিউজ এডিটর, দৈনিক প্রথম আলো; ৩৫. ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক, বিএফইউজে; ৩৬. শাবান মাহমুদ, জেনারেল সেক্রেটারি, বিএফইউজে; ৩৭. সালেক নাসিরুদ্দীন, এডিটরিয়াল ইনচাজর্, ভোরের কাগজ; ৩৮. মো. আশরাফ আলী, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক; ৩৯. প্রণব সাহা, সম্পাদক, ডিবিসি নিউজ; ৪০. প্রভাষ আমিন, হেড অব নিউজ, এটিএন নিউজ; ৪১. জায়েদুল আহসান পিন্টু, সম্পাদক, ডিবিসি নিউজ; ৪২. মাসুদ কামাল, সিনিয়র নিউজ এডিটর, বাংলা ভিশন; ৪৩. অজয় দাশগুপ্ত, সহযোগী সম্পাদক, সমকাল; ৪৪. সালিম সামাদ, সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ প্রতিনিধি, আরএসএফ; ৪৫. জাহিদ হোসেন, স্পেশাল এফেয়ারস এডিটর, ইন্ডিপেন্ডেন্ট টিভি; ৪৬. দুলাল আহমেদ চৌধুরী, নিবার্হী সম্পাদক, দৈনিক জাগরণ; ৪৭. ইকবাল মোহাম্মদ খান, নিবার্হী সম্পাদক, দৈনিক আমাদের অথর্নীতি; ৪৮. আমান উদ দৌলা, বিশেষ প্রতিনিধি, দৈনিক আমাদের নতুন সময়; ৪৯. শোয়েব চৌধুরী, প্রকাশক, এশিয়ান এজ; ৫০. সৈয়দ আশফাকুল হক, চিফ নিউজ এডিটর, ডেইলি স্টার; ৫১. আমিনুর রশিদ, হেড অব নিউজ, চ্যানেল ৯; ৫২. সুকান্ত গুপ্ত অলক, নিবার্হী সম্পাদক, দেশ টিভি; ৫৩. জুলফিকার রাসেল, সম্পাদক, বাংলাট্রিবিউন.কম; ৫৪. মাহবুবুল আলম, উপসম্পাদক, দৈনিক আমাদের অথর্নীতি; ৫৫. মোজাম্মেল বাবু, প্রধান সম্পাদক, একাত্তর টেলিভিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<18690 and publish = 1 order by id desc limit 3' at line 1