শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ইসি ঘেরাও কমর্সূচি

বাম জোটের মিছিলে পুলিশের লাঠিপেটা

সিপিবি নেতা রুহিন হোসেনের দাবি হামলায় দলের সাধারণ সম্পাদক শাহ আলম, গণসংহতির নেতা জোনায়েদ সাকি ও কমিউনিস্ট লীগ নেতা মোশাররফ হোসেনসহ অধর্শত নেতাকমীর্ আহত হয়েছেন
যাযাদি রিপোটর্
  ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
বাম গণতান্ত্রিক জোট বৃহস্পতিবার নিবার্চন কমিশন ঘেরাও কমর্সূচি পালনের জন্য রাজধানীর সাকর্ ফোয়ারার সামনে পেঁৗছালে পুলিশ লাঠিপেটা করে তাদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় Ñযাযাদি

জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে বাম গণতান্ত্রিক জোট নিবার্চন কমিশন ভবন ঘেরাওয়ের জন্য মিছিল নিয়ে এগোতে থাকলে পুলিশ কারওয়ান বাজারের কাছে সাকর্ ফোয়ারার সামনে লাঠিপেটা করে। এর আগে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে সংঘষর্ হয়।

বাম জোটের দাবি, এ সংঘষের্ প্রায় অধর্শত আহত হয়েছে। পুলিশের বাধার কারণে মিছিলটি আর সামনে এগোতে পারেনি।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে পূবের্ঘাষণা অনুযায়ী বাম গণতান্ত্রিক জোট জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। ‘জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, অবাধ ও নিরপেক্ষ নিবার্চনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে’ নিবার্চন কমিশন ঘেরাও সমাবেশের আয়োজন করে তারা। সমাবেশ থেকে নেতাকমীর্রা মিছিল নিয়ে নিবার্চন কমিশন অভিমুখে মিছিল শুরু করেন।

মিছিলটি ইঞ্জিনিয়াসর্ ইনস্টিটিউটের সামনে এলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করে। তবে তারা মিছিল নিয়ে এগিয়ে যায়। শাহবাগ, বাংলামোটর পার হয়ে সাকর্ ফোয়ারা মোড় পযর্ন্ত এলে সেখানে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে। এরপরও জোটের মিছিল এগোনোর চেষ্টা করতে থাকলে দুই পক্ষের মধ্যে সংঘষর্ বাধে। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। পুলিশের লাঠিপেটায় কয়েকজন আহত হয়েছেন। সাকর্ ফোয়ারা মোড়ের ওপর সেখানে বিক্ষোভ করতে থাকেন দলটির নেতারা। এ সময় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি লাঠিপেটার নিন্দা জানিয়ে বলেন, কোনো বাধা তারা মানবেন না। দাবি আদায়ে আগামী ১১ অক্টোবর সচিবালয় ঘেরাও কমর্সূচি পালন করবেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগঁাও অঞ্চলের সহকারী কমিশনার সাত্যকি কবিরাজ সাংবাদিকদের বলেন, তাদের কাছে খবর ছিল, এ মিছিল থেকে কোনো নাশকতার আশঙ্কা রয়েছে। নিরাপত্তার জন্য তাদের এগোতে দেয়া হয়নি। তিনি আরও বলেন, পুলিশ শান্তিপূণর্ভাবেই তাদের থামিয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু মিছিল থেকেই পুলিশের ওপর চড়াও হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

সিপিবি নেতা রুহিন হোসেন দাবি করেন, সিপিবি সাধারণ সম্পাদক মো. শাহ আলম, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ অধর্শত নেতাকমীর্ আহত হয়েছেন। তাদের মধ্যে ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভসহ প্রায় ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পরে প্রেসক্লাবের সামনে জোটের বিক্ষোভ সমাবেশে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণতান্ত্রিক বিপ্লবী পাটির্র সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মাকর্বাদী) নেতা শুভ্রাংশু চক্রবত্তীর্, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু ও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ফিরোজ আহমেদ বক্তব্য দেন।

অবাধ ও নিরপেক্ষ নিবার্চনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিয়ে ‘নিরপেক্ষ তদারকি সরকার’ গঠনের মাধ্যমে নিবার্চন অনুষ্ঠানসহ ১০ দফা দাবি উত্থাপন করে বৃহস্পতিবার নিবার্চন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিল বাম গণতান্ত্রিক জোট।

ইভিএম চালু ও ডিজিটাল ভোট ডাকাতির পঁায়তারা বন্ধ করা, প্রাথীর্র জামানত ৫ হাজার টাকা ও নিবার্চনী ব্যয় ৩ লাখ টাকা নিধার্রণ করে কঠোরভাবে তা মেনে চলতে বাধ্য করা, অনলাইনে মনোনয়পত্র জমা দেয়ার বিধান চালু করা, ভোটার ইচ্ছায় জনপ্রতিনিধি প্রত্যাহার করা, ‘না’ ভোটের বিধান চালু করা এবং স্বতন্ত্র প্রাথীর্র ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমথর্নসূচক সইয়ের বিধান বাতিল করা প্রভৃতি রয়েছে বাম জোটের অন্য দাবির মধ্যে।

আটটি বামপন্থি রাজনৈতিক দল মিলে গত ১৮ জুলাই ‘বাম গণতান্ত্রিক জোট’ যাত্রা শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13612 and publish = 1 order by id desc limit 3' at line 1