logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২০, ৩০ শ্রাবণ ১৪২৬

  বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা   ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

বেগমগঞ্জে কৃতী শিক্ষাথীের্দর শিক্ষা বৃত্তি প্রদান

নোয়াখালীর বেগমগঞ্জে কৃতী শিক্ষাথীের্দর মাঝে মাকের্ন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে আবদুল জলিল শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার মাকের্ন্টাইল ব্যাংক বেগমগঞ্জের বাংলা বাজার শাখায় এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাকের্ন্টাইল ব্যাংকের পরিচালক ও মাকের্ন্টাইল ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতের রাষ্ট্রদূত সৈয়দ মোহাম্মদ আলমেইরী। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিএফও ড. নুরুল ইসলাম, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল, ব্যাংকের বাংলাবাজার শাখার ম্যানেজার জাফর উল্যাহ চৌধুরীসহ অন্যান্যরা।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে ১৫১ জন কৃতি শিক্ষাথীর্র মাঝে ২১ লক্ষ ৫৬ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়।

এর আগে আরব আমিরাতের রাস্ট্রদূত সৈয়দ মোহাম্মদ আলমেইরী জিরতলী ইউনিয়নের বাংলাবাজাওে বেগমগঞ্জ ফিড কারখানাটি পরিদশর্ণ করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে