সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

অধস্তন আদালতের ২১১ জন করোনায় আক্রান্ত

যাযাদি রিপোর্ট
  ০৮ জুলাই ২০২০, ০০:০০
অধস্তন আদালতের ২১১ জন করোনায় আক্রান্ত

অধস্তন আদালতগুলোর বিচারক ও কর্মচারী মিলে মোট ২১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪৪ জন বিচারক ও ১৬৭ জন কর্মচারী বলে মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, আক্রান্ত বিচারকদের মধ্যে ২০ জন সুস্থ হয়েছেন। মাগুরার জেলা জজ মো. কামরুল হাসান হাসপাতালে এবং অন্য বিচারকরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের বিচারক ফেরদৌস আহমেদ মারা গেছেন। আক্রান্ত কর্মচারীদের দুইজন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার প্রতিদিনের পরিস্থিতি রাত ১০টার মধ্যে আইনমন্ত্রীকে অবহিত করে মন্ত্রীর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে