শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুষ্ঠু নিবার্চনের জন্য আওয়ামী লীগের ধন্যবাদ

যাযাদি রিপোটর্
  ২৭ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৭ জুন ২০১৮, ২৩:৪৭

গাজীপুর সিটি করপোরেশন নিবার্চনের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি প্রকারান্তে সেখানকার জনগণের প্রতি চরম অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গাজীপুরে একটি অবাধ, সুষ্ঠু, পক্ষপাতহীন ও উৎসবমুখর নিবার্চন উপহার এবং আওয়ামী লীগের প্রাথীের্ক বিপুল ভোটে বিজয়ী করার জন্য তিনি গাজীপুরবাসীসহ নিবার্চন-সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

কাদের বলেন, বিএনপি যে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, সেটা গাজীপুরের ভোটে প্রমাণিত হয়েছে।

বুধবার সকালে ধানমÐিতে আওয়ামী লীগ সভানেত্রীর

রাজনৈতিক কাযার্লয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নৌকার ব্যাজ লাগিয়ে ভোট সন্ত্রাস করেছে, যেটা তাদের একজন কেন্দ্রীয় নেতার সঙ্গে শিমুলিয়ার স্থানীয় নেতার ফোনালাপে বেরিয়ে এসেছে। সেটা থেকে প্রমাণিত, বিএনপি বরাবরের মতো পরিকল্পিতভাবে অরাজকতা, সন্ত্রাস, বিশৃঙ্খলা করার, নিবার্চনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করেছে এবং তাদের ষড়যন্ত্র জাতির সামনে উঠে এসেছে।

তিনি বলেন, ‘বিএনপির নেতারা বুঝতে পারেনি ভীতি সঞ্চার করে জনগণের মতামত পরিবতর্ন করা যায় না। গাজীপুর সিটি নিবার্চনে সেটা আবারও প্রমাণিত হয়েছে। বিএনপি নেতাদের বোঝা উচিৎ, লুটেরাদের দল, দুনীির্তবাজদের দল ক্রমাগত জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। খুলনার পর এখন গাজীপুরের ফলাফল এর প্রমাণ।’

গাজীপুরে ভোট ডাকাতির মহোৎসব হয়েছে বলে বিএনপির করা অভিযোগ উড়িয়ে দিয়ে কাদের বলেন, ‘তাদের নালিশ গাজীপুরের মানুষ গ্রহণ করেনি। এখন গাজীপুর নিয়ে একটা আন্দোলন করুক না, দেখুক জনগণ সাড়া দেয় কিনা? দেবে না। বাংলাদেশের মানুষ গাজীপুরের নিবার্চনের মাধ্যমে আবারও প্রমাণ করেছে, নেতিবাচক রাজনীতির দিন শেষ, সাম্প্রদায়িক রাজনীতির দিন শেষ, বোমাবাজি-লুটপাটের রাজনীতির দিন শেষ।’

‘ক্লিন ইমেজের’ প্রাথীর্র দেয়ায় আওয়ামী লীগ অধের্ক এগিয়ে ছিল দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘জাহাঙ্গীর আলমের সঙ্গে বিএনপির প্রাথীের্ক মিলিয়ে দেখুন। জাহাঙ্গীর আলম ক্লিন ইমেজের, আর বিএনপির প্রাথীর্র অবস্থা আপনারা জানেন।’

বিএনপি হারের পর শিষ্টাচারবহিভ‚র্ত বক্তব্য দিচ্ছে দাবি করে তিনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নিবার্চনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পরও এই নিবার্চনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি নেতারা শিষ্টাচারবহিভ‚র্ত ভিত্তিহীন কুৎসিৎ মিথ্যাচারে লিপ্ত রয়েছে।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে