শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার আপিল শুনানি ৩ জুলাই শুরু

যাযাদি রিপোটর্
  ২৭ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৭ জুন ২০১৮, ২৩:৪৬

জিয়া এতিমখানা ট্রাস্ট দুনীির্ত মামলায় পঁাচ বছরের সাজার বিরুদ্ধে হাইকোটের্ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি শুরু হচ্ছে আগামী ৩ জুলাই।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোটর্ বেঞ্চ বুধবার শুনানির এই দিন ঠিক করে দিয়ে আপিলকারী পক্ষগুলোকে পেপারবুক সরবরাহ করতে হাইকোটের্র সংশ্লিষ্ট শাখাকে নিদের্শ দিয়েছে।

খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন আদালতে উপস্থিত ছলেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান পরে সাংবাদিকদের বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তি করতে সবোর্চ্চ আদালতের নিদের্শনা অনুযায়ী গত রোববার দুদকের পক্ষ থেকে শুনানির দিন ধাযর্ করার আবেদন করা হয়েছিল।

এই প্রেক্ষাপটে সোমবার আদালত হাইকোটের্র সংশ্লিষ্ট শাখার কছে জানতে চেয়েছিল পেপারবুক প্রস্তুত

হয়েছে কি না। সংশ্লিষ্ট শাখা বুধবার জানায়, পেপারবুক প্রস্তুত হয়েছে।

আদালত দুই পক্ষের কথা শুনে আগামী ৩ জুলাই আপিল শুনানির জন্য ধাযর্ করেছে বলে জানান দুদকের আইনজীবী।

খালেদা জিয়ার পাশাপাশি এ মামলায় দÐিত আরেক আসামি মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের আপিলও খালেদা জিয়ার সাজা বাড়ানোর প্রশ্নে হাইকোটের্র জারি করা রুল শুনানির দিন ধাযর্ করার আবেদন করেছিলেন খুরশীদ আলম খান।

রোববার তার আবেদন শুনে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোটর্ বেঞ্চ বলেছিল, তারা শুধু খালেদা জিয়ার আপিলটি শুনতে পারবেন, কারণ আপিল বিভাগ এই শুনানির জন্য তাদের বেঞ্চের নাম ঠিক করে দিয়েছে। কিন্তু দুদকের মামলা শোনার এখতিয়ার এই বেঞ্চের নেই।

দুদক আপিল শুনানির জন্য প্রস্তুত জানিয়ে খুরশীদ আলম খান বুধবার সাংবাদিকদের বলেন, ‘আমরা পেপারবুক জোগাড় করে নিয়েছি। রাষ্ট্র পক্ষও জোগাড় করে নিয়েছে। কিন্তু খালেদা জিয়ার আইনজীবীরা তা পাননি। আসলে পেপারবুক জোগাড় করে নিতে হয়। তারপরও পেপারবুক পেতে তারা আদালতের নিদের্শনা চেয়েছেন। আদালত পেপারবুক সরবরাহ করতে নিদের্শ দিয়েছে।’

সাজার বিরুদ্ধে খালেদার আপিল নিষ্পত্তি করতে আপিল বিভাগ যে সময় বেঁধে দিয়েছে, তার পুনবিের্বচনা চেয়ে সোমবার ওই রিভিউ আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

খালেদার অন্যতম আইনজীবী কায়সার কামাল বলেন, ‘আমরা মনে করি, এ ধরনের সময়সীমা বেঁধে দিলে আপিল নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট আদালতের ওপর চাপ থাকে। স্বাধীনভাবে কাজ করতে পারে না। ফলে সময়সীমার বাধ্যবাধকতা উঠিয়ে নিতেই পুনবিের্বচনার আবেদন করা হয়েছে।’

এদিকে বুধবার হাইকোটর্ আপিল শুনানির দিন ধাযর্ করার পর খালেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদ বলেন, আপিল বিভাগ হাইকোটর্ বিভাগকে এ মামলার আপিল নিষ্পত্তি করতে ৩১ জুলাই দিন নিধার্রণ করে দিয়েছে। কিন্তু আমরা আপিল বিভাগের রায়ের অনুলিপি এক মাস পর পেয়েছি।

তিনি বলেন, এছাড়া এ মামলায় হাইকোটর্ থেকে খালেদা জিয়াকে দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের লিভ টু আপিল নিষ্পত্তি করতে চলে গেছে আরও দুই মাস। এজন্য আমরা আদালতের কাছে সময় প্রাথর্না করেছি।

তিনি বলেন, এ মামলায় বিশাল পেপারবুক তৈরি হলেও তারা তা হাতে পাননি। এই বাস্তবতায় আগামী মঙ্গলবার থেকে আপিল শুনানি শুরু করা ‘অসম্ভব’।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুনীির্ত মামলায় পঁাচ বছরের সাজায় দÐিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোটের্র দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিল গত ১৬ মে খারিজ করে আপিল বিভাগ।

সাজার বিরুদ্ধে হাইকোটের্ খালেদা জিয়ার আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে সেদিনই নিদের্শ দেয় সবোর্চ্চ আদালত।

গত ৮ ফেব্রæয়ারি ঢাকার বিশেষ জজ আদালতে এ মামলার রায়ের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে নাজিমউদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। পুরনো ওই কারাগার ভবনে এখন একমাত্র বন্দি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে