logo
বুধবার, ২৭ মে ২০২০, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬

  বিনোদন ডেস্ক   ০৭ এপ্রিল ২০২০, ০০:০০  

প্রিয়াঙ্কার প্রশংসায় মোদি

প্রিয়াঙ্কার প্রশংসায় মোদি
প্রিয়াঙ্কা চোপড়া
করোনা মোকাবিলায় ভারতে গত মঙ্গলবার থেকেই লকডাউন শুরু হয়েছে। বেশির ভাগ মানুষই ঘরবন্দি। তার মধ্যেই প্রতিদিন বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু লকডাউনে কাজ হবে না। করোনা ঠেকাতে স্বাস্থ্যক্ষেত্রে বিপুল বিনিয়োগ চাই। সংকটজনক পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন বিনোদন জগতের তারকারাও। গেস্নাবাল সিটিজেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াও দেশের পাশে দাঁড়িয়েছেন। করোনাভাইরাসের সংকটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিয়েছেন বলিউড ও হলিউড এ অভিনেত্রী। পাশাপাশি ১০টি সেবামূলক প্রতিষ্ঠানেও দান করেছেন তিনি। তবে তাদের দানের পরিমাণ প্রকাশ করা হয়নি। প্রিয়াঙ্কার এমন কাজে খুশি হয়ে টু্যইট করে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়ার ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। প্রধানমন্ত্রীর তরফ থেকে এমন প্রশংসাসূচক টু্যইট দেখে অনেকটাই আবেগাপস্নুত হয়ে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু নিজ দেশেই নয়, স্বামী নিক জোনাসের সঙ্গে বিশ্বের অনেক দেশেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বলেন, 'এখন বিশ্বব্যাপী বহু মানুষের আমাদের সমর্থন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। যেসব সংগঠন স্বল্প আয়ের ও গৃহহীন পরিবারকে সাহায্য করছে, চিকিৎসকদের সাহায্য করছে, শিশুদের খাওয়াচ্ছে, সংগীত ও বিনোদন অঙ্গনে সাহায্য করছে, তাদের অর্থ সাহায্য করা নিক ও আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। আপনার সমর্থনও তাদের প্রয়োজন। আমরা আপনাকে অনুদান দিতে উৎসাহিত করছি। দানের কোনো অঙ্কই ছোট নয়, সেটি যদিও এক রুপিও হয়।

নিক জোনাস বলেন, 'যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের জন্য

প্রার্থনা করছি। এই পরিস্থিতিতে

সবাই নিজেদের দায়িত্ব পালন করবে এটাই আশা রাখি।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে