logo
মঙ্গলবার, ২৬ মে ২০২০, ১২ জ্যৈষ্ঠ ১৪২৬

  বিনোদন রিপোর্ট   ০১ এপ্রিল ২০২০, ০০:০০  

বেকায়দায় ফাহমিদা

বেকায়দায় ফাহমিদা
ফাহমিদা নবী
ক্রমেই হিংস্র হয়ে উঠছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে মঙ্গলবার একদিনেই মারা গেছেন প্রায় চার হাজার। বিশেষ করে যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা সব দেশকে ছাড়িয়ে গেছে।

মহামারি রূপে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপে যুক্তরাজ্যের লন্ডনে আটকে আছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। তার ছোটবোন অন্তরার কাছে বেড়াতে গিয়ে ঢাকায় ফিরতে পারছেন না অসংখ্য জনপ্রিয় এই গায়িকা। কবে ফিরবেন, এটা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

এ বিষয়ে ফাহমিদা নবী বলেন, 'কী বলব, বলার মতো কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। কিছুই ভালো লাগছে না। মনটাও এলোমেলো হয়ে আছে। মনের মধ্যে ভয়ানক এ আতঙ্ক বিরাজ করছে। দেশে ফেরার জন্য অস্থির হয়ে উঠছি। কিন্তু ঢাকায় ফিরতে পারছি না, আটকে গেছি লন্ডনে। কবে ফিরতে পারব নিজের দেশে জানি না। এভাবে বিদেশের মাটিতে ঘরবন্দি থাকাটা খুবই যন্ত্রণাদায়ক।'

ফাহমিদা নবী আরও বলেন, 'মনে হচ্ছে কবে যেতে পারব ঢাকায়? কবে এই মহাবিপদ থেকে পুরো বিশ্ব মুক্তি পাবে? এই মুহূর্তে কি চাই, আর কি চাই না ঠিক জানি না। গৃহবন্দি থাকছি, স্বজ্ঞানে। তাই নিজেকে মানসিকভাবে ব্যস্ত রাখতে সকাল থেকে রাত পর্যন্ত নানানভাবে ব্যতিব্যস্ত রাখছি। কখনো রান্না করছি, কখনো টিভি দেখছি।'

কোয়ারেন্টিনে থাকা প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, 'এমন এক ক্রান্তি লগ্নে, কে কখন এই ভাইরাসের রাহুতে পড়ে যাচ্ছে, কেউ জানি না! তাই সাবধানে থাকতে হচ্ছে। সচেতন হয়ে নিজেকে এক ঘরে করে রাখতে হচ্ছে। চাইলেও কেউ বলবে না বেড়াতে আসো বাসায়। কেউ বলবে না তুমি ভীষণ অসামাজিক হয়ে গেছ।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে