logo
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০, ১৯ চৈত্র ১৪২৫

  বিনোদন ডেস্ক   ২৫ মার্চ ২০২০, ০০:০০  

'বন্ডকন্যা'র করোনা জয়

'বন্ডকন্যা'র করোনা জয়
ওলগা কুরিলেঙ্কো
সর্বনাশা করোনাকে জয় করলেন জেমস বন্ডকন্যা খ্যাত হলিউড অভিনেত্রী ওলগা কুরিলেঙ্কো। গত ১৫ মার্চ এই তারকার দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরই হোম কোয়ারেন্টিনে চলে যান। ইনস্ট্রাগ্রাম পোস্টে সম্প্রতি কুরিলেঙ্কো জানান, তিনি করোনামুক্ত হয়েছেন। করোনার অভিজ্ঞতা জানিয়ে ওলগা কুরিলেঙ্কো বলেন, 'একদম বিছানায় পড়েছিলাম। প্রচন্ড মাথা ব্যথা ও জ্বর ছিল। টানা ২ সপ্তাহ অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তবে দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে জ্বর না থাকলেও মৃদু কাশি ছিল। শরীর বেশ দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে এসে জ্বর, কাশি ভালো হয়ে যায়। শরীরের দুর্বলতাও সেরে যায় এবং আমি সুস্থ বোধ করি।'

করোনায় আক্রান্ত হয়ে কুরিলেঙ্কো যেসব ওষুধ খেয়েছেন, সেসবেরও বর্ণনা দিয়েছেন। তিনি জানান, আক্রান্ত হওয়ার পর চিকিৎসক আমাকে বিশেষ কোনো ওষুধ প্রেসক্রাইভ করেননি। জ্বর থাকায় প্যারাসিটামল খেয়েছি। এ ছাড়া রোগপ্রতিরোধ ক্ষমতাকে কার্যকর রাখতে ভিটামিন বি-৫, ভিটামিন-ই, ভিটামিন-সি ও জিঙ্ক সেবন করতে হয়েছে। এই পুরো সময়টায় থেকেছি আইসোলেশনে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে