শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ মিথিলার বর্ণিল এক দিন

বিনোদন রিপোর্ট
  ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
রাফিয়াথ রশিদ মিথিলা

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার জন্য আজকের দিনটা অন্য দশ-পাঁচটা দিনের মতো নয়। নেই কোনো শুটিং সিডিউল বা অফিস যাওয়ার তাড়াহুড়া। পুরো দিনটাজুড়েই নিজেকে রাঙাবেন লাল পিড়ানে। আবারও সাজবেন নববধূ রূপে। বিষয়টা একটু খুলেই বলা যাক। জীবনের দ্বিতীয় প্রহর শুরু করেছিলেন গত বছরের শেষ মুহূর্তে। অনেক জল্পনা-কল্পনাকে বৃদ্ধাঙুলি দেখিয়ে বিয়ে করেছিলেন ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জিকে। তখন অবশ্য বিয়েটা হয়েছিল সাদামাটাভাবেই। বিয়ের পর সুইজারল্যান্ডে চুটিয়ে হানিমুন করেন নবদম্পতি। সে বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কারও থাকার সুযোগ হয়নি। তাই বিয়ের দুই মাসের মাথায় মিথিলা-সৃজিতের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করছে দুই পরিবার। আজ তাদের বিয়ের বিবাহোত্তর সংবর্ধনা। ইতোমধ্যে জমকালো এই আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সৃজিতের বাসায় গিয়ে হাজির হয়েছেন মিথিলা ও তার পরিবার। আর, হঁ্যা। আয়োজনটা কিন্তু কলকাতাতেই হচ্ছে।

জানা গেছে, আজ সৃজিত ও মিথিলা সাজবেন স্নিগ্ধ সাজে। এ সাজের দায়িত্ব পড়েছে ভারতীয় ডিজাইনার শর্বরী দত্তের ওপর। ভারতীয় গণমাধ্যমকে এ ডিজাইনার বলেন, 'সৃজিত-মিথিলা এসেছিলেন। ওদের পছন্দের রঙ লাল। শুনলাম মিথিলা লাল পরছে। আর সৃজিত পড়বেন আচকান আর ধুতি। পোশাকে থাকবে ঘন সুতার কাজ।' তাদের ভুঁড়িভোজের আমন্ত্রণপত্রেও অভিনবত্বের ছোঁয়া থাকছে বলে জানা গেছে। গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ে করেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।

তবে বিয়ের পর দুজনই দ্বায়িত্বশীলতা ও ভালোবাসার পরীক্ষা দিচ্ছেন। এই যেমন, মিথিলার ছবিতে কেউ বাজে মন্তব্য করলে সৃজিত কড়া ভাষায় জবাব দিচ্ছেন। অপর দিকে, সৃজিতকে নিয়ে কেউ উচ্চবাচ্চ্য করলে মিথিলাও ছাড় দিচ্ছেন না। বাংলাদেশে হোক আর কলকাতা, দুজন দুজনকে বগলদাবা করে রাখছেন সবসময়ে। সংসারের দু মাস সময় অনেকটা হেসে খেলেই পার করেছেন এ তারকা দম্পতি। কদিন আগে সৃজিত এসেছিলেন মিথিলার বাড়ি। শ্বশুড়বাড়ির আদুরে আপ্যায়নে রীতিমতো মুগ্ধ। পেট ভরে খেয়েছেন ইলিশ ও গরুর গোশত। সেসব উঠিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আলোচনার সঙ্গে এসব নিয়ে সমালোচনাও সহ্য করতে হয়েছিল তাকে। তবে তাতে কী, একজন রাজরানী মিথিলা তো আছেনই তার পাশে।

এদিকে, মিথিলার বোনেরাও জামাইবাবুকে নিয়ে মেতে উঠেছেন। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে বলা হয়েছে, এবার একজন-দুজন নয়; ছয়জন শ্যালিকার সঙ্গে ছবি তুলেছেন সৃজিত। ক্যাপশনে লিখেছেন, 'বলো না শ্যালিকা তারে/যেও না যেও না প্রিয়।' লোকেশনে লিখেছেন 'ঢাকা'। তবে সৃজিতের এই শ্যালিকাদের মাঝে অবশ্য তার স্ত্রী মিথিলাকে দেখা যায়নি।

প্রসঙ্গত, জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। মিথিলার সঙ্গে সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। মিথিলা-তাহসানের মেয়ে আয়রাও সৃজিতকে মেনে নিয়েছেন। সৃজিত-মিথিলা চান না আয়রা ব্রোকেন ফ্যামিলির কষ্ট বুকে চাপা দিয়ে বেড়ে উঠুক। সৃজিত মিথিলার মেয়েকে নিজের সন্তানই মনে করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<90464 and publish = 1 order by id desc limit 3' at line 1